গাছে গাছে নতুন পাতা পাখনা মেলছে। আর সেই পাতার নিচে বসে চিরচেনা সুরে ডাকছে কোকিল। ছবি: শ্রীরামপুর, রাজশাহী, ২৩ মার্চ ২০২৩। ছবি: মিলন শেখ
কুড়িগ্রামে ১২ শতাংশ জমিতে কাঁচা মরিচ চাষে ভাগ্য বদলেছে রারেয়ার। চিলমারী, কুড়িগ্রাম, ২৩ মার্চ ২০২৩। ছবি: মমিনুল ইসলাম বাবু
মানিকগঞ্জে নদীতে বছর জুড়েই পানির প্রভাব ছিল বিস্তর। পদ্মা ও যমুনার মতো বড় দুটি নদী ছাড়াও এ জেলায় ছিল ইছামতী, কালীগঙ্গা, কান্তাবর্তী, মনলোকহানী, গাজীখালী, ক্ষীরাই মন্দা, ভুবনেশ্বর ও ধলেশ্বরীর মতো শাখা নদী। শুকনো মৌসুমে এখানে সর্বত্র পানি সংকট বিরাজ করছে। ঘিওর, মানিকগঞ্জ, ২৩ মার্চ ২০২৩। ছবি: আব্দুর রাজ্জাক