Ajker Patrika

দিনের ছবি (০৯ সেপ্টেম্বর, ২০২৩)

আপডেট : ১৮ মে ২০২৫, ১৬: ২৪
মহিষ নিয়ে মাঠে যাচ্ছেন এক কৃষক। সঙ্গে নিয়েছেন দুই শিশুপুত্রকেও। একজন চড়ে বসেছে মহিষের পিঠে, অপর শিশুর হাতে মহিষের দড়ি। দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের ঘুনপাড়া গ্রাম, রাজশাহী, ৯ সেপ্টেম্বর। ছবি: মিলন শেখ
মহিষ নিয়ে মাঠে যাচ্ছেন এক কৃষক। সঙ্গে নিয়েছেন দুই শিশুপুত্রকেও। একজন চড়ে বসেছে মহিষের পিঠে, অপর শিশুর হাতে মহিষের দড়ি। দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের ঘুনপাড়া গ্রাম, রাজশাহী, ৯ সেপ্টেম্বর। ছবি: মিলন শেখ
গ্রামাঞ্চলে মাছ শিকারের উপযুক্ত সময় এখন। কারণ খাল-বিল, নদী-নালার কম পানিতে প্রচুর মাছ থাকে। এ সময় পেশাদার জেলেদের সঙ্গে মাছ ধরায় যোগ দেন শৌখিন মাছ শিকারিরাও। আর মাছ শিকারে তাঁদের প্রথম পছন্দ বড়শি। সন্তানদের নিয়ে নৌকায় করে চকের (এক ফসল হয় এমন নিচু জমি) জলাশয়ে বড়শি দিয়ে মাছ শিকার করতে দেখা যাচ্ছে এমনই এক শৌখিন মাছ শিকারিকে। শিবালয়ের শিবালয় চক, মানিকগঞ্জ, ৯ সেপ্টেম্বর। ছবি: আব্দুর রাজ্জাক
গ্রামাঞ্চলে মাছ শিকারের উপযুক্ত সময় এখন। কারণ খাল-বিল, নদী-নালার কম পানিতে প্রচুর মাছ থাকে। এ সময় পেশাদার জেলেদের সঙ্গে মাছ ধরায় যোগ দেন শৌখিন মাছ শিকারিরাও। আর মাছ শিকারে তাঁদের প্রথম পছন্দ বড়শি। সন্তানদের নিয়ে নৌকায় করে চকের (এক ফসল হয় এমন নিচু জমি) জলাশয়ে বড়শি দিয়ে মাছ শিকার করতে দেখা যাচ্ছে এমনই এক শৌখিন মাছ শিকারিকে। শিবালয়ের শিবালয় চক, মানিকগঞ্জ, ৯ সেপ্টেম্বর। ছবি: আব্দুর রাজ্জাক
পুকুর ভরে গেছে কচুরিপানায়। মাছ ছাড়ার জন্য সেই কচুরিপানা পরিষ্কার করা হচ্ছে। পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন এলাকার কুখুন্ডী গ্রাম, রাজশাহী, ৯ সেপ্টেম্বর। ছবি: মিলন শেখ
পুকুর ভরে গেছে কচুরিপানায়। মাছ ছাড়ার জন্য সেই কচুরিপানা পরিষ্কার করা হচ্ছে। পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন এলাকার কুখুন্ডী গ্রাম, রাজশাহী, ৯ সেপ্টেম্বর। ছবি: মিলন শেখ
পুকুর ভরে গেছে কচুরিপানায়। মাছ ছাড়ার জন্য সেই কচুরিপানা পরিষ্কার করা হচ্ছে। পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন এলাকার কুখুন্ডী গ্রাম, রাজশাহী, ৯ সেপ্টেম্বর। ছবি: মিলন শেখ
পুকুর ভরে গেছে কচুরিপানায়। মাছ ছাড়ার জন্য সেই কচুরিপানা পরিষ্কার করা হচ্ছে। পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন এলাকার কুখুন্ডী গ্রাম, রাজশাহী, ৯ সেপ্টেম্বর। ছবি: মিলন শেখ
বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন তৈজসপত্র বিক্রি করতে হাটে এসেছেন স্থানীয় কারিগরেরা। কাল পরিক্রমায় প্লাস্টিক, মেলামাইনসহ আধুনিক নানা পণ্যের আগমনে আগের সুদিন নেই এ ধরনের পণ্যের। এতে সমস্যায় পড়েছেন এসব পেশার সঙ্গে জড়িত মানুষেরা। ঘিওর হাট, মানিকগঞ্জ। ছবি: আব্দুর রাজ্জাক
বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন তৈজসপত্র বিক্রি করতে হাটে এসেছেন স্থানীয় কারিগরেরা। কাল পরিক্রমায় প্লাস্টিক, মেলামাইনসহ আধুনিক নানা পণ্যের আগমনে আগের সুদিন নেই এ ধরনের পণ্যের। এতে সমস্যায় পড়েছেন এসব পেশার সঙ্গে জড়িত মানুষেরা। ঘিওর হাট, মানিকগঞ্জ। ছবি: আব্দুর রাজ্জাক
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

জামায়াতের কেউ ইমাম-মুয়াজ্জিন হতে পারবে না: আটঘরিয়ায় হাবিব

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

দায়িত্ব পেয়েই ‘অনিয়ম-দুর্নীতিতে’ মাসুদ রানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত