Ajker Patrika

দিনের ছবি (১৯ মে,২০২৫)

আপডেট : ১৯ মে ২০২৫, ১১: ৪৭
নগরীর রাজাহাতা এলাকায় তোলা ক্যারিসা ক্যারান্দাসগাছটি অ্যাপোকিনেসি পরিবারের একটি শক্ত ও খরা সহনশীল ফুলের ঝোপঝাড়। এটি কালচে বর্ণের ছোট ছোট বেরিজাতীয় ফল দেয়, যা স্বাদে টক বা মিষ্টি হতে পারে। এসব ফল ভারতীয় আচার ও মসলাদার খাবারে একধরনের মণি হিসেবেই ব্যবহৃত হয়ে থাকে। এই উদ্ভিদ নানা রকম মাটিতে ভালোভাবে জন্মে এবং পরিচিত নামের মধ্যে রয়েছে করোন্ডা, করান্ডা, ক্যারান্দাস বরই ও খ্রিষ্টের কাঁটা। ছবি: মিলন শেখ
নগরীর রাজাহাতা এলাকায় তোলা ক্যারিসা ক্যারান্দাসগাছটি অ্যাপোকিনেসি পরিবারের একটি শক্ত ও খরা সহনশীল ফুলের ঝোপঝাড়। এটি কালচে বর্ণের ছোট ছোট বেরিজাতীয় ফল দেয়, যা স্বাদে টক বা মিষ্টি হতে পারে। এসব ফল ভারতীয় আচার ও মসলাদার খাবারে একধরনের মণি হিসেবেই ব্যবহৃত হয়ে থাকে। এই উদ্ভিদ নানা রকম মাটিতে ভালোভাবে জন্মে এবং পরিচিত নামের মধ্যে রয়েছে করোন্ডা, করান্ডা, ক্যারান্দাস বরই ও খ্রিষ্টের কাঁটা। ছবি: মিলন শেখ
নগরীর রাজাহাতা এলাকা থেকে তোলা ক্যারিসা ক্যারান্দাস—একটি খরা সহনশীল ফুলগাছ, যার কালো বেরি ফল ভারতীয় আচার ও মসলায় ব্যবহৃত হয়। স্বাদে মিষ্টি বা টক এই ফল পরিচিত করোন্ডা, করান্ডা বা খ্রিষ্টের কাঁটা নামেও। ছবি: মিলন শেখ
নগরীর রাজাহাতা এলাকা থেকে তোলা ক্যারিসা ক্যারান্দাস—একটি খরা সহনশীল ফুলগাছ, যার কালো বেরি ফল ভারতীয় আচার ও মসলায় ব্যবহৃত হয়। স্বাদে মিষ্টি বা টক এই ফল পরিচিত করোন্ডা, করান্ডা বা খ্রিষ্টের কাঁটা নামেও। ছবি: মিলন শেখ
ক্লেরোডেনড্রাম থমসোনিয়া—গ্রীষ্মমণ্ডলীয় পশ্চিম আফ্রিকার এই চিরসবুজ লতানো ফুলগাছটি লামিয়াসি পরিবারের অন্তর্গত। গাঢ় সবুজ পাতার মাঝে ফুটে থাকা সাদা-লাল রঙের আকর্ষণীয় ফুল থেকে মধু আহরণ করে মৌটুসী পাখি। ছবিটি তোলা হয়েছে নগরীর কাদিরগঞ্জ এলাকা থেকে। ছবি: মিলন শেখ
ক্লেরোডেনড্রাম থমসোনিয়া—গ্রীষ্মমণ্ডলীয় পশ্চিম আফ্রিকার এই চিরসবুজ লতানো ফুলগাছটি লামিয়াসি পরিবারের অন্তর্গত। গাঢ় সবুজ পাতার মাঝে ফুটে থাকা সাদা-লাল রঙের আকর্ষণীয় ফুল থেকে মধু আহরণ করে মৌটুসী পাখি। ছবিটি তোলা হয়েছে নগরীর কাদিরগঞ্জ এলাকা থেকে। ছবি: মিলন শেখ
সাদা-লাল ফুলে মোড়ানো ক্লেরোডেনড্রাম থমসোনিয়াগাছে মধু আহরণে ব্যস্ত মৌটুসী পাখি। ছবিটি তোলা হয়েছে নগরীর কাদিরগঞ্জ এলাকা থেকে। ছবি: মিলন শেখ
সাদা-লাল ফুলে মোড়ানো ক্লেরোডেনড্রাম থমসোনিয়াগাছে মধু আহরণে ব্যস্ত মৌটুসী পাখি। ছবিটি তোলা হয়েছে নগরীর কাদিরগঞ্জ এলাকা থেকে। ছবি: মিলন শেখ
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত