Ajker Patrika

জিনিসের দাম

সম্পাদকীয়
জিনিসের দাম

প্রতিদিন নিত্যপণ্যের দাম হু হু করে বেড়েই চলছে। সীমিত আয়ের মানুষদের এখন ত্রাহি মধুসূদন অবস্থা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে আয়ের ব্যবধান বাড়ছে। ফলে নিম্নবিত্ত, এমনকি মধ্যবিত্ত মানুষের জীবনও পড়েছে সংকটে। জীবন যেন থমকে যাচ্ছে। এ নিয়ে রাষ্ট্রের কর্তাব্যক্তিরা আদতেই কিছু ভাবছেন কি না, কিংবা সে ভাবনা সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনে কোনো নিশ্চয়তা দিতে পারছে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আজকের পত্রিকায় ‘বাঁধাকপি, টমেটো আর আলুতে সপ্তাহ পার’ শিরোনামে সংবাদ ছাপা হয়েছে। সত্যিই মানুষের জীবন চালানো যে কষ্টকর হয়ে গেছে, তা জানা যাচ্ছে সংবাদে প্রকাশিত জনৈক ব্যক্তির কথায়। তিনি আগে বাচ্চাদের জন্য সপ্তাহে একটা মুরগি কেনার চেষ্টা করতেন। এখন খাবারের তালিকা থেকে মুরগি বাদ দিয়েছেন। মাছ-গরুর মাংস তো আরও আগেই বাদ দিয়েছেন। এক সপ্তাহ ধরে শুধু আলু আর বাঁধাকপি দিয়ে চলছে তাঁদের খাওয়া-দাওয়া। বাচ্চারা ভালো কিছু খাওয়ার জন্য কান্নাকাটি করলেও আর্থিক অবস্থা সে সুযোগ আর দেয় না। এ আর্তি থেকে বোঝা যাচ্ছে সাধারণ মানুষের জীবন কেমন চলছে।

বাজারে জিনিসপত্রের দামে যে আগুন লেগেছে, তা বোঝা যায় দামের দিকে তাকালে। সংসারের খরচের সঙ্গে আয়ের সামঞ্জস্য বিধানের জন্য অনেককেই অনেক প্রয়োজনীয় জিনিস তালিকা থেকে বাদ দিতে হচ্ছে। সংসারের বোঝা কমানোর জন্য অনেকে চিকিৎসা খরচ এবং সন্তানদের পড়াশোনার খরচও ঠিকভাবে জোগাড় করতে পারছেন না।

মানুষের খাদ্যতালিকায় প্রোটিন খুব প্রয়োজনীয় একটি উপাদান। কিন্তু সে যদি তিন বেলা শুধু শাকসবজি খায়, তাহলে তো তার শরীরের প্রয়োজনীয় পুষ্টির অভাব দেখা দেবে। গরিবের প্রোটিন ডিমের দামও তো আকাশছোঁয়া।

একটি পরিবার কীভাবে তাদের প্রতিদিনের জীবন নির্বাহ করবে, তা নির্ভর করে তাদের আয়, চাহিদা এবং দ্রব্যমূল্যের ওপর। প্রয়োজনীয় প্রতিটি পণ্যের মূল্য যখন অসহনীয় পর্যায়ে এবং ক্রয়ক্ষমতার মধ্যে থাকে না, তখন তাদের জীবন অসামঞ্জস্যপূর্ণ হয়ে যায়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি বেড়েই চলছে বাসা ও পরিবহন-ভাড়া, চিকিৎসা ও শিক্ষা খাতের ব্যয়। সরকারি-বেসরকারি সেবার দামও বাড়ছে। এ কারণে বর্তমানে দ্রব্যমূল্যের লাগামহীন ঘোড়া জনগণকে হতাশার রাজ্যে নিয়ে যাচ্ছে। জীবনযাত্রার মানেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। এ কারণে মানুষ দিন দিন অসহিষ্ণু, রাগী, বদমেজাজি ও অমানবিক হয়ে উঠছে।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার অনেকগুলো কারণের মধ্যে একটি বড় কারণ তো সিন্ডিকেট। কালোবাজারি, মুনাফাখোর, মজুতদারেরাও আরেকটি কারণ। অতিরিক্ত কর বৃদ্ধি; চাঁদাবাজি এবং সংরক্ষণ, সরবরাহ ও বণ্টনের অব্যবস্থাপনার কারণেও দাম বাড়ছে। আমাদের অর্থনীতিতে মধ্যস্বত্বভোগী একটা শ্রেণি আছে, তারাই মূলত জিনিসপত্রের দাম বাড়ার অন্যতম কারণ।

সরকারকে বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালাতে হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিতে হবে। বাজারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই। নিম্ন আয়ের মানুষের একটু খেয়ে-পরে বেঁচে থাকতে দিন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত