বিভুরঞ্জন সরকার
তাঁর শারীরিক অনুপস্থিতির ১৭ বছর হয়ে গেলেও তিনি এখনো উজ্জ্বল আছেন অসংখ্য মানুষের স্মৃতিতে, চোখের আড়ালে গিয়েও অনেকের মন জুড়ে তাঁর উপস্থিতি আছে সব সময়। কারণ, তাঁর জীবন নিবেদিত ছিল মানুষের জন্য, সমাজের জন্য, দেশের জন্য। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে যে বর্বর গ্রেনেড হামলা চালানো হয়েছিল, তাতে তাৎক্ষণিকভাবে মৃত্যুবরণ করেছিলেন কয়েকজন। আর গুরুতর আহত হয়েছিলেন যাঁরা তাঁদের একজন আইভি রহমান। আওয়ামী লীগের একজন নিষ্ঠাবান কর্মী আইভি রহমান আহত অবস্থায় জীবনযুদ্ধ চালিয়ে পরাজয় শিকার করেন ২৪ আগস্ট। তাঁর মৃত্যু শুধু তাঁর আত্মীয়-পরিজনকে কাঁদায়নি, বিবেকবান প্রতিটি মানুষের চোখ সেদিন ভিজে গিয়েছিল। অশ্রুতে, পুষ্পে ঢেকে হয়েছিল তাঁর শেষযাত্রা।
আইভি রহমানের জন্ম ১৯৪৪ সালের ৭ জুলাই, কিশোরগঞ্জের ভৈরবে। তাঁর বাবা ছিলেন ঢাকা কলেজের একসময়ের ডাকসাইটে অধ্যক্ষ জালালউদ্দিন আহমেদ। জন্মের পর নাম রাখা হয়েছিল জেবুন্নেছা আইভি। নবম শ্রেণিতে পড়ার সময় ১৯৫৮ সালের ২৭ জুন তাঁর বিয়ে হয় আইনজীবী ও আওয়ামী লীগের উদীয়মান নেতা জিল্লুর রহমানের সঙ্গে। বিয়ের সাক্ষী ছিলেন শেখ মুজিবুর রহমান, যিনি তখন বাঙালি জাতির অধিকার আন্দোলনের নেতা হিসেবে খ্যাতিমান হয়ে উঠেছিলেন। বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানার শাশুড়ি হচ্ছেন আইভি রহমানের বড় বোন।
অল্প বয়সে বিয়ে হলেও আইভি রহমান পড়াশোনা অব্যাহত রেখেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন। রাজনীতিতেও তিনি জড়িয়ে পড়েছিলেন স্বাভাবিকভাবেই। বঙ্গবন্ধু এবং স্বামী জিল্লুর রহমানের উৎসাহ ও প্রেরণায় তিনি ছাত্রলীগের কর্মী হিসেবে আন্দোলন-সংগ্রামে যুক্ত হন এবং মৃত্যুর সময় পর্যন্ত তিনি আওয়ামী লীগের নেত্রী পর্যায়েই ছিলেন। আইভি রহমান মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলেন। মহিলা আওয়ামী লীগের সভাপতি, আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদকসহ বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। তবে পদ-পদবি তাঁর কাছে বড় ছিল না, তিনি কাজ করতে পছন্দ করতেন এবং সেটা ঘটা করে প্রচার করে নয়। তিনি মুক্তিযুদ্ধেও সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, আইভি রহমান সব সময় রাজপথেই কাজ করেছেন। তিনি ছিলেন নিরহংকার, রাজপথের নেতা। আওয়ামী লীগের সুসময় কিংবা দুঃসময়–সব সময় রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি।
অর্ধেক জনগোষ্ঠী নারীসমাজকে পেছনে ফেলে যে জাতীয় অগ্রগতি ভারসাম্যপূর্ণ হতে পারে না, সেটা উপলব্ধি করেই তিনি নারী সংগঠন প্রতিষ্ঠায়ও উদ্যোগী ভূমিকা পালন করেছেন। মহিলা সমিতি, জাতীয় মহিলা সংস্থায় তিনি নেতৃত্ব দিয়েছেন।
আইভি রহমান ছিলেন সত্যিকার অর্থেই দশ হাতে কাজ করা মানুষ। তিনি সংসার সামলেছেন, এক পুত্র নাজমুল হাসান পাপন, দুই কন্যা তানিয়া ও তনিমাকে মাতৃস্নেহে বড় করেছেন। রাজনীতিবিদ স্বামী, যিনি একাধিকবার আওয়ামী লীগের মতো বিরাট সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, তাঁর সহযোদ্ধা এবং ছায়াসঙ্গী হিসেবে থেকেছেন আবার রাজনীতি ও সামাজিক দায়িত্ব পালনেও পেছনে থাকেননি কোনো সময়। আইভি রহমানের মৃত্যুর পর জিল্লুর রহমান আক্ষেপ করে বলেছিলেন, ‘আইভি ছাড়া আমি তো জীবন্মৃত!’ মৃত্যুদিনে এই সাহসী, ব্যক্তিত্বসম্পন্ন ও দরদি মানুষটির প্রতি জানাই
গভীর শ্রদ্ধা।
লেখক: সহকারী সম্পাদক, আজকের পত্রিকা
তাঁর শারীরিক অনুপস্থিতির ১৭ বছর হয়ে গেলেও তিনি এখনো উজ্জ্বল আছেন অসংখ্য মানুষের স্মৃতিতে, চোখের আড়ালে গিয়েও অনেকের মন জুড়ে তাঁর উপস্থিতি আছে সব সময়। কারণ, তাঁর জীবন নিবেদিত ছিল মানুষের জন্য, সমাজের জন্য, দেশের জন্য। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে যে বর্বর গ্রেনেড হামলা চালানো হয়েছিল, তাতে তাৎক্ষণিকভাবে মৃত্যুবরণ করেছিলেন কয়েকজন। আর গুরুতর আহত হয়েছিলেন যাঁরা তাঁদের একজন আইভি রহমান। আওয়ামী লীগের একজন নিষ্ঠাবান কর্মী আইভি রহমান আহত অবস্থায় জীবনযুদ্ধ চালিয়ে পরাজয় শিকার করেন ২৪ আগস্ট। তাঁর মৃত্যু শুধু তাঁর আত্মীয়-পরিজনকে কাঁদায়নি, বিবেকবান প্রতিটি মানুষের চোখ সেদিন ভিজে গিয়েছিল। অশ্রুতে, পুষ্পে ঢেকে হয়েছিল তাঁর শেষযাত্রা।
আইভি রহমানের জন্ম ১৯৪৪ সালের ৭ জুলাই, কিশোরগঞ্জের ভৈরবে। তাঁর বাবা ছিলেন ঢাকা কলেজের একসময়ের ডাকসাইটে অধ্যক্ষ জালালউদ্দিন আহমেদ। জন্মের পর নাম রাখা হয়েছিল জেবুন্নেছা আইভি। নবম শ্রেণিতে পড়ার সময় ১৯৫৮ সালের ২৭ জুন তাঁর বিয়ে হয় আইনজীবী ও আওয়ামী লীগের উদীয়মান নেতা জিল্লুর রহমানের সঙ্গে। বিয়ের সাক্ষী ছিলেন শেখ মুজিবুর রহমান, যিনি তখন বাঙালি জাতির অধিকার আন্দোলনের নেতা হিসেবে খ্যাতিমান হয়ে উঠেছিলেন। বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানার শাশুড়ি হচ্ছেন আইভি রহমানের বড় বোন।
অল্প বয়সে বিয়ে হলেও আইভি রহমান পড়াশোনা অব্যাহত রেখেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন। রাজনীতিতেও তিনি জড়িয়ে পড়েছিলেন স্বাভাবিকভাবেই। বঙ্গবন্ধু এবং স্বামী জিল্লুর রহমানের উৎসাহ ও প্রেরণায় তিনি ছাত্রলীগের কর্মী হিসেবে আন্দোলন-সংগ্রামে যুক্ত হন এবং মৃত্যুর সময় পর্যন্ত তিনি আওয়ামী লীগের নেত্রী পর্যায়েই ছিলেন। আইভি রহমান মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলেন। মহিলা আওয়ামী লীগের সভাপতি, আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদকসহ বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। তবে পদ-পদবি তাঁর কাছে বড় ছিল না, তিনি কাজ করতে পছন্দ করতেন এবং সেটা ঘটা করে প্রচার করে নয়। তিনি মুক্তিযুদ্ধেও সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, আইভি রহমান সব সময় রাজপথেই কাজ করেছেন। তিনি ছিলেন নিরহংকার, রাজপথের নেতা। আওয়ামী লীগের সুসময় কিংবা দুঃসময়–সব সময় রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি।
অর্ধেক জনগোষ্ঠী নারীসমাজকে পেছনে ফেলে যে জাতীয় অগ্রগতি ভারসাম্যপূর্ণ হতে পারে না, সেটা উপলব্ধি করেই তিনি নারী সংগঠন প্রতিষ্ঠায়ও উদ্যোগী ভূমিকা পালন করেছেন। মহিলা সমিতি, জাতীয় মহিলা সংস্থায় তিনি নেতৃত্ব দিয়েছেন।
আইভি রহমান ছিলেন সত্যিকার অর্থেই দশ হাতে কাজ করা মানুষ। তিনি সংসার সামলেছেন, এক পুত্র নাজমুল হাসান পাপন, দুই কন্যা তানিয়া ও তনিমাকে মাতৃস্নেহে বড় করেছেন। রাজনীতিবিদ স্বামী, যিনি একাধিকবার আওয়ামী লীগের মতো বিরাট সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, তাঁর সহযোদ্ধা এবং ছায়াসঙ্গী হিসেবে থেকেছেন আবার রাজনীতি ও সামাজিক দায়িত্ব পালনেও পেছনে থাকেননি কোনো সময়। আইভি রহমানের মৃত্যুর পর জিল্লুর রহমান আক্ষেপ করে বলেছিলেন, ‘আইভি ছাড়া আমি তো জীবন্মৃত!’ মৃত্যুদিনে এই সাহসী, ব্যক্তিত্বসম্পন্ন ও দরদি মানুষটির প্রতি জানাই
গভীর শ্রদ্ধা।
লেখক: সহকারী সম্পাদক, আজকের পত্রিকা
কাশ্মীরের বুক চিরে বয়ে চলেছে ঝিলাম নদী। কাশ্মীর উপত্যকা হলো ঝিলামের উত্তর ভাগের অংশ। উপত্যকাটি ১৩৭ কিলোমিটার লম্বা এবং ৩০ থেকে ৪০ কিমি চওড়া। নৈসর্গিক সৌন্দর্যের কারণে কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ। এর প্রাকৃতিক সৌন্দর্যের আকর্ষণে সেখানে অনেকে বেড়াতে যান। ১৯৪৭ সালের আগে কেউ ভাবতে পারেননি যে কাশ্মীর হয়ে
৮ ঘণ্টা আগেসমাজের ধনী গরিব বৈষম্যের দূরত্বটাকে কমিয়ে, সম্পদের অধিকতর সুষম বণ্টন নিশ্চিত করে, একটি সুখী বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে মানুষের মৌলিক চাহিদা সম্পন্ন পণ্যের মূল্য নির্ধারণে একটি নতুন প্রস্তাবনা পেশ করছি। প্রথমেই বলে রাখি, এই উদ্যোগটি হবে সীমিত আকারের এবং এর সাফল্যের ভিত্তিতে এটি সারা বাংলাদেশে ছড়িয়ে
৯ ঘণ্টা আগেরাখাইনে মানবিক করিডরের প্রস্তাব বাংলাদেশের জন্য একদিকে মানবিক দায়িত্ব পালনের সুযোগ, অন্যদিকে চরম ভূ-রাজনৈতিক ঝুঁকি। মিয়ানমারের জান্তা, বিদ্রোহী গোষ্ঠী ও ভারত-চীনের প্রতিক্রিয়া না বুঝে করিডর চালু করলে তা ‘প্রক্সি যুদ্ধের ফাঁদে’ পরিণত হতে পারে। ভারতের কালাদান প্রকল্প ও চীনের ২১ বিলিয়ন ডলারের
১১ ঘণ্টা আগেসহজ কথা বলা যেমন সহজ নয়, তেমনি সহজ নয় আমাদের দেশে রাজনৈতিক বিষয়ে একমত হওয়া। আমাদের দেশে যত মাথা, তত মত—যে যার মতে অটল, নিজের বক্তব্যে অনড়। ফলে এখানে একটি সিদ্ধান্তে পৌঁছানোই যেন যুদ্ধ জয়ের সমান। রাজনীতি তো আর গণিতের সূত্র নয়, যেখানে সবাই একই জবাব মেনে নেবে; এখানে আবেগ, স্বার্থ, বিশ্বাস আর...
২০ ঘণ্টা আগে