নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান অ্যাড কেস ও রিচার্ড ম্যাককরমিক আজ রোববার সন্ধ্যায় নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন।
ডেমোক্র্যাট দলীয় কংগ্রেসম্যান অ্যাড কেস ও রিপাবলিকান দলীয় কংগ্রেসম্যান রিচার্ড ম্যাককরমিক গুলশানে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসভবনে তাঁদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে উপস্থিত একাধিক প্রতিনিধি জানিয়েছেন, তাঁরা প্রধানত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার সম্ভাবনা নিয়ে আলাপ করেছেন।
বৈঠকে অনেকের মধ্যে ছিলেন সুশাসনের জন্য নাগরিক সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি সাংবাদিকদের বলেন, ‘দুই কংগ্রেসম্যান মূলত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনের পরিবেশ সম্পর্কে জানতে চেয়েছেন। বুঝতে চেয়েছেন, নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার কোনো সুযোগ আছে কি না।’ তবে দুই মার্কিন রাজনীতিক নিজেরা কোনো মন্তব্য করেননি বলে জানান তিনি।
বৈঠকে ছিলেন আর্টিকেল ১৯–এর আঞ্চলিক পরিচালক ফারুক ফয়সালও। তিনি সাংবাদিকদের বলেন, ‘গণতন্ত্রকে সুসংহত করতে হলে কী করা দরকার, সে বিষয়গুলো আলোচনায় এসেছে। নির্বাচন প্রসঙ্গ এর মধ্যে একটি।’
ফারুক ফয়সাল বলেন, ‘তাঁরা জানতে চেয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগে ছিল কি না? বৈঠকে অংশগ্রহণকারী কয়েকজন কংগ্রেসম্যানদের জানান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগে ছিল। এখন তা সংবিধানে নেই। তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা আছে কি না, কংগ্রেসম্যানদের এমন প্রশ্নে কয়েকজন জানান, সেটা রাজনৈতিক দলগুলো ভালো বলতে পারবে।’
বৈঠকে আরও ছিলেন— দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, আলোকচিত্রী শহিদুল আলম, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (বিআইপিএসএস) প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) আ ন ম মুনিরুজ্জামান, প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী নারীনেত্রী শিরিন হক, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী প্রধান সৈয়দা রেজওয়ানা হাসান, সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তার, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক টিভি টকশো তৃতীয় মাত্রার সঞ্চালক জিল্লুর রহমান এবং মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান প্রমুখ।
চার দিনের সফরে দুই কংগ্রেসম্যান গতকাল শনিবার ঢাকায় পৌঁছান। আজ নাগরিক সমাজের সঙ্গে বৈঠকের আগে তাঁরা ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিরোধী বিএনপি ও জাতীয় পার্টি এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন।
বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান অ্যাড কেস ও রিচার্ড ম্যাককরমিক আজ রোববার সন্ধ্যায় নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন।
ডেমোক্র্যাট দলীয় কংগ্রেসম্যান অ্যাড কেস ও রিপাবলিকান দলীয় কংগ্রেসম্যান রিচার্ড ম্যাককরমিক গুলশানে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসভবনে তাঁদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে উপস্থিত একাধিক প্রতিনিধি জানিয়েছেন, তাঁরা প্রধানত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার সম্ভাবনা নিয়ে আলাপ করেছেন।
বৈঠকে অনেকের মধ্যে ছিলেন সুশাসনের জন্য নাগরিক সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি সাংবাদিকদের বলেন, ‘দুই কংগ্রেসম্যান মূলত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনের পরিবেশ সম্পর্কে জানতে চেয়েছেন। বুঝতে চেয়েছেন, নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার কোনো সুযোগ আছে কি না।’ তবে দুই মার্কিন রাজনীতিক নিজেরা কোনো মন্তব্য করেননি বলে জানান তিনি।
বৈঠকে ছিলেন আর্টিকেল ১৯–এর আঞ্চলিক পরিচালক ফারুক ফয়সালও। তিনি সাংবাদিকদের বলেন, ‘গণতন্ত্রকে সুসংহত করতে হলে কী করা দরকার, সে বিষয়গুলো আলোচনায় এসেছে। নির্বাচন প্রসঙ্গ এর মধ্যে একটি।’
ফারুক ফয়সাল বলেন, ‘তাঁরা জানতে চেয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগে ছিল কি না? বৈঠকে অংশগ্রহণকারী কয়েকজন কংগ্রেসম্যানদের জানান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগে ছিল। এখন তা সংবিধানে নেই। তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা আছে কি না, কংগ্রেসম্যানদের এমন প্রশ্নে কয়েকজন জানান, সেটা রাজনৈতিক দলগুলো ভালো বলতে পারবে।’
বৈঠকে আরও ছিলেন— দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, আলোকচিত্রী শহিদুল আলম, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (বিআইপিএসএস) প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) আ ন ম মুনিরুজ্জামান, প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী নারীনেত্রী শিরিন হক, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী প্রধান সৈয়দা রেজওয়ানা হাসান, সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তার, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক টিভি টকশো তৃতীয় মাত্রার সঞ্চালক জিল্লুর রহমান এবং মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান প্রমুখ।
চার দিনের সফরে দুই কংগ্রেসম্যান গতকাল শনিবার ঢাকায় পৌঁছান। আজ নাগরিক সমাজের সঙ্গে বৈঠকের আগে তাঁরা ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিরোধী বিএনপি ও জাতীয় পার্টি এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন।
সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এবং দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে আগামী ১৬ মে থেকে দ্বৈত নাগরিকত্ব সনদের আবেদন শতভাগ অনলাইনে গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।
৩ মিনিট আগেসব ধরনের ওষুধের মধ্যে দেশে পরিপাকতন্ত্রের জটিলতাবিষয়ক ওষুধ বিক্রিতে রয়েছে তৃতীয় সর্বোচ্চ স্থানে। সরকারি গবেষণায় উঠে এসেছে, এসব ওষুধ বিক্রির অঙ্ক বছরে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, জনসংখ্যার একটা বিশাল অংশ পরিপাকতন্ত্রের সমস্যায় ভুগছে।
১০ ঘণ্টা আগেবর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেই পুলিশকে স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার জন্য পদক্ষেপ নিতে প্রস্তাব দিয়েছেন পুলিশ সদস্যরা। এ জন্য তাঁরা দ্রুত স্বাধীন কমিশন গঠনের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জোর দাবি জানান। পুলিশ সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনে ‘স্বাধীন কমিশন’ গঠনের...
১০ ঘণ্টা আগেতিন সাংবাদিককে চাকরিচ্যুতিতে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। মঙ্গলবার (২৯ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
১১ ঘণ্টা আগে