নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে হামলা–সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। এসব মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের স্বাধীন তদন্তের পাশাপাশি দায়িত্বহীনতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করার দাবিও জানিয়েছে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার দুপুরে গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্যদের পক্ষে এক বিবৃতিতে এসব দাবি জানান আনু মুহাম্মদ, সামিনা লুৎফা, কৌশিক আহমেদ, মাহতাব উদ্দীন আহমেদ, সজীব তানভীর, নাজমুস সাকিব ও অন্য সদস্যরা।
বিবৃতিতে অধিকার কমিটি বলছে, গত বছরের ১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। ঠিক এক বছর পর গতকাল আবারও একই চিত্রের মুখোমুখি হতে হয়েছে গোপালগঞ্জে। এ ঘটনার পর রাষ্ট্রের আচরণ গভীর উদ্বেগ তৈরি করেছে।
সংঘর্ষে পুলিশের গুলিতে চারজনের মৃত্যুর কথা উল্লেখ করে বলা হয়, এনসিপির সমাবেশে হামলার বিষয়ে সরকার ও পুলিশ দ্রুত তদন্তে সক্রিয় হলেও পুলিশের গুলিতে নিহত চারজনের মৃত্যু নিয়ে এখন পর্যন্ত কোনো উচ্চপর্যায়ের তদন্ত, দায় নির্ধারণ বা ন্যূনতম মানবিক প্রতিক্রিয়া দেখা যায়নি। এই একপাক্ষিকতা শুধু রাষ্ট্রের দায়িত্বহীনতার পরিচয় নয়, এটি নাগরিক জীবনের মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নেও ভয়াবহ বার্তা বহন করে।
গোপালগঞ্জে গতকাল বুধবারের রক্তাক্ত দিনটি রাষ্ট্রীয় সহিংসতার এক পুনরাবৃত্তি বলেও মনে করে গণতান্ত্রিক অধিকার কমিটি। সংগঠনটি জানায়, একদিকে সমাবেশে সহিংস হামলা, অন্যদিকে গুলিতে মৃত্যুবরণ—উভয়ের মধ্যেই রয়েছে দায় ও ব্যর্থতার সুস্পষ্ট ছাপ। লক্ষ করা যাচ্ছে, এনসিপিও অতীতে সংঘটিত মব ভায়োলেন্স ও সহিংস ঘটনার বিরুদ্ধে নৈতিকভাবে স্পষ্ট অবস্থান নেয়নি। গোপালগঞ্জের মতো সংবেদনশীল এলাকায় রাজনৈতিক কৌশল ও জনস্মৃতির পরিপ্রেক্ষিতে তারা যে কর্মসূচি নিয়েছে, তা রাজনৈতিক বিচক্ষণতার অভাবও প্রকাশ করে।
সংগঠনটি এনসিপির সমাবেশে সন্ত্রাসী হামলার ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা; এই তদন্তের নামে যেন কোনোভাবে ঢালাও মামলা, নির্বিচার গ্রেপ্তার কিংবা রাজনৈতিক হয়রানির আশ্রয় নেওয়া না হয়; গণ–অভ্যুত্থান-পরবর্তী সব মব সন্ত্রাসের জন্য দায়ী ব্যক্তি ও উসকানিদাতাদের বিচারের আওতায় আনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে অবিলম্বে সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারপ্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছে।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে হামলা–সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। এসব মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের স্বাধীন তদন্তের পাশাপাশি দায়িত্বহীনতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করার দাবিও জানিয়েছে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার দুপুরে গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্যদের পক্ষে এক বিবৃতিতে এসব দাবি জানান আনু মুহাম্মদ, সামিনা লুৎফা, কৌশিক আহমেদ, মাহতাব উদ্দীন আহমেদ, সজীব তানভীর, নাজমুস সাকিব ও অন্য সদস্যরা।
বিবৃতিতে অধিকার কমিটি বলছে, গত বছরের ১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। ঠিক এক বছর পর গতকাল আবারও একই চিত্রের মুখোমুখি হতে হয়েছে গোপালগঞ্জে। এ ঘটনার পর রাষ্ট্রের আচরণ গভীর উদ্বেগ তৈরি করেছে।
সংঘর্ষে পুলিশের গুলিতে চারজনের মৃত্যুর কথা উল্লেখ করে বলা হয়, এনসিপির সমাবেশে হামলার বিষয়ে সরকার ও পুলিশ দ্রুত তদন্তে সক্রিয় হলেও পুলিশের গুলিতে নিহত চারজনের মৃত্যু নিয়ে এখন পর্যন্ত কোনো উচ্চপর্যায়ের তদন্ত, দায় নির্ধারণ বা ন্যূনতম মানবিক প্রতিক্রিয়া দেখা যায়নি। এই একপাক্ষিকতা শুধু রাষ্ট্রের দায়িত্বহীনতার পরিচয় নয়, এটি নাগরিক জীবনের মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নেও ভয়াবহ বার্তা বহন করে।
গোপালগঞ্জে গতকাল বুধবারের রক্তাক্ত দিনটি রাষ্ট্রীয় সহিংসতার এক পুনরাবৃত্তি বলেও মনে করে গণতান্ত্রিক অধিকার কমিটি। সংগঠনটি জানায়, একদিকে সমাবেশে সহিংস হামলা, অন্যদিকে গুলিতে মৃত্যুবরণ—উভয়ের মধ্যেই রয়েছে দায় ও ব্যর্থতার সুস্পষ্ট ছাপ। লক্ষ করা যাচ্ছে, এনসিপিও অতীতে সংঘটিত মব ভায়োলেন্স ও সহিংস ঘটনার বিরুদ্ধে নৈতিকভাবে স্পষ্ট অবস্থান নেয়নি। গোপালগঞ্জের মতো সংবেদনশীল এলাকায় রাজনৈতিক কৌশল ও জনস্মৃতির পরিপ্রেক্ষিতে তারা যে কর্মসূচি নিয়েছে, তা রাজনৈতিক বিচক্ষণতার অভাবও প্রকাশ করে।
সংগঠনটি এনসিপির সমাবেশে সন্ত্রাসী হামলার ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা; এই তদন্তের নামে যেন কোনোভাবে ঢালাও মামলা, নির্বিচার গ্রেপ্তার কিংবা রাজনৈতিক হয়রানির আশ্রয় নেওয়া না হয়; গণ–অভ্যুত্থান-পরবর্তী সব মব সন্ত্রাসের জন্য দায়ী ব্যক্তি ও উসকানিদাতাদের বিচারের আওতায় আনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে অবিলম্বে সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারপ্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। আজ সোমবার (৪ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাঁর ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগেক্ষমতার অপব্যবহার করে মিথ্যা হলফনামা দাখিল করে পূর্বাচল আবাসন প্রকল্পে প্লট নেওয়ার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, রাজউকের সাবেক চেয়ারম্যানসহ আটজনের নামে মামলার অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ রয়েছে, তাঁর নিজের নামে রাজধানীতে ছয়তলা বাড়ি থাকা সত্ত্বেও নিয়মবহির্ভূতভাবে
১ ঘণ্টা আগেরাজধানীর আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতাল পরিদর্শনে গিয়ে শেখ হাসিনা ‘নো রিলিজ, নো ট্রিটমেন্ট’ নির্দেশ দিয়েছিলেন। এর পর থেকে আর চিকিৎসা হয়নি। তাঁকে অন্য হাসপাতালেও নিতে দেওয়া হয়নি। তারা চেয়েছিল, পা কেটে কারাগারে নিয়ে যেতে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ রেলপথে সাম্প্রতিক কয়েকটি ট্রেন দুর্ঘটনার পেছনে নাশকতার আশঙ্কা প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ। এসব ঘটনায় প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও, ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটানোর প্রচেষ্টা স্পষ্ট হয়েছে বলে জানিয়েছে তারা। আজ সোমবার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকীর
২ ঘণ্টা আগে