Ajker Patrika

আলোকসজ্জা নিষিদ্ধ করে সরকারি নির্দেশনা জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আলোকসজ্জা নিষিদ্ধ করে সরকারি নির্দেশনা জারি

সারা দেশে আলোকসজ্জা নিষিদ্ধ করে নির্দেশনা জারি করেছে সরকার। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব সাইফুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক সরকারি আদেশে এ তথ্য জানানো হয়। 

নির্দেশনায় বলা হয়, বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, শপিং মল, দোকানপাট, অফিস ও বাসাবাড়িতে আলোকসজ্জা না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোকসজ্জা না করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত