নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার তদারকি কর্মকর্তা (সুপারভাইজার) ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. শাহিদুর রহমানকে বদলি করা হয়েছে। তিনি বর্তমানে মামলাটির তদন্তের কাজে নেপালে রয়েছেন। তাঁর সঙ্গে নেপালে ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদও রয়েছেন। এই অবস্থায় শাহিদুরকে বরিশাল জেলা পুলিশে বদলি করা হয়েছে।
আজ রোববার পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে শাহিদুর রহমানসহ ১০ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১৩ জনকে বদলি করা হয়েছে।
এডিসি শাহিদুর রহমান মতিঝিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যা মামলারও সুপারভাইজার অফিসার (তদারকি কর্মকর্তা) ছিলেন। ওই মামলায় ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফ তালুকদারসহ ৩৩ জন আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধীন।
আনার হত্যা মামলায় গ্রেপ্তার ও এই বিষয়ে অনুসন্ধানে শাহিদুর রহমানের ভূমিকা রয়েছে। তাঁর বাড়িও ঝিনাইদহ জেলায়। তিনি ডিবি প্রধান হারুনের সঙ্গে আনার হত্যার ঘটনাস্থল পরিদর্শন করতে গত সপ্তাহজুড়ে কলকাতায় ছিলেন। বর্তমানে নেপালে আটক সিয়াম নামে এক হত্যাকারীকে জিজ্ঞাসাবাদের জন্য তিনি ডিবি কর্মকর্তা হারুনের সঙ্গে সেখানে রয়েছেন। এর মধ্যেই রোববার তাঁকে বদলির আদেশ দেওয়া হয়েছে।
বদলির আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লিখিত পদ/স্থানে বদলি/পদায়ন করা হলো।
শাহিদুর রহমান ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আরও যাদের বদলি করা হয়েছে, তাঁরা হলেন—ডিএমপির ডিবির অতিরিক্ত উপপুলিশ কমিশনার আতিকুল ইসলামকে খুলনা জেলা, এপিবিএনর অতিরিক্ত পুলিশ সুপার এএইচএম কামরুল ইসলামকে র্যাব, রাজশাহী মেট্রোপলিটনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ড. মো. রুহুল আমিন সরকারকে নোয়াখালী, ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রাশেদ হাসানকে দিনাজপুর, রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মু. সাইফুল ইসলামকে রাঙামাটি সদর সার্কেল, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেনকে কুষ্টিয়া, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদকে মৌলভীবাজার, টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেনকে পাবনা এবং রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলামকে রাঙামাটি কাপ্তাই সার্কেলে বদলি করা হয়েছে।
অপরদিকে, সহকারী পুলিশ সুপার পদ মর্যাদার ১৩ জনকে বিভিন্ন জেলা ও মহানগরে বদলি করা হয়েছে।
গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় যান টানা তিনবারের এমপি ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম। পরে তিনি নিখোঁজ হন। একপর্যায়ে খবর পাওয়া যায়, গত ১৩ মে তিনি সেখানে খুন হন। আর এই হত্যার পরিকল্পনা করেন তাঁর যুক্তরাষ্ট্রপ্রবাসী বন্ধু আক্তারুজ্জামান শাহীন। এই ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা ও লাশ গুমের মামলা করেন আজীমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। মামলাটি ডিএমপির ডিবির ওয়ারী বিভাগ তদন্ত করছে। মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান।
ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার তদারকি কর্মকর্তা (সুপারভাইজার) ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. শাহিদুর রহমানকে বদলি করা হয়েছে। তিনি বর্তমানে মামলাটির তদন্তের কাজে নেপালে রয়েছেন। তাঁর সঙ্গে নেপালে ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদও রয়েছেন। এই অবস্থায় শাহিদুরকে বরিশাল জেলা পুলিশে বদলি করা হয়েছে।
আজ রোববার পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে শাহিদুর রহমানসহ ১০ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১৩ জনকে বদলি করা হয়েছে।
এডিসি শাহিদুর রহমান মতিঝিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যা মামলারও সুপারভাইজার অফিসার (তদারকি কর্মকর্তা) ছিলেন। ওই মামলায় ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফ তালুকদারসহ ৩৩ জন আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধীন।
আনার হত্যা মামলায় গ্রেপ্তার ও এই বিষয়ে অনুসন্ধানে শাহিদুর রহমানের ভূমিকা রয়েছে। তাঁর বাড়িও ঝিনাইদহ জেলায়। তিনি ডিবি প্রধান হারুনের সঙ্গে আনার হত্যার ঘটনাস্থল পরিদর্শন করতে গত সপ্তাহজুড়ে কলকাতায় ছিলেন। বর্তমানে নেপালে আটক সিয়াম নামে এক হত্যাকারীকে জিজ্ঞাসাবাদের জন্য তিনি ডিবি কর্মকর্তা হারুনের সঙ্গে সেখানে রয়েছেন। এর মধ্যেই রোববার তাঁকে বদলির আদেশ দেওয়া হয়েছে।
বদলির আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লিখিত পদ/স্থানে বদলি/পদায়ন করা হলো।
শাহিদুর রহমান ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আরও যাদের বদলি করা হয়েছে, তাঁরা হলেন—ডিএমপির ডিবির অতিরিক্ত উপপুলিশ কমিশনার আতিকুল ইসলামকে খুলনা জেলা, এপিবিএনর অতিরিক্ত পুলিশ সুপার এএইচএম কামরুল ইসলামকে র্যাব, রাজশাহী মেট্রোপলিটনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ড. মো. রুহুল আমিন সরকারকে নোয়াখালী, ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রাশেদ হাসানকে দিনাজপুর, রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মু. সাইফুল ইসলামকে রাঙামাটি সদর সার্কেল, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেনকে কুষ্টিয়া, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদকে মৌলভীবাজার, টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেনকে পাবনা এবং রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলামকে রাঙামাটি কাপ্তাই সার্কেলে বদলি করা হয়েছে।
অপরদিকে, সহকারী পুলিশ সুপার পদ মর্যাদার ১৩ জনকে বিভিন্ন জেলা ও মহানগরে বদলি করা হয়েছে।
গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় যান টানা তিনবারের এমপি ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম। পরে তিনি নিখোঁজ হন। একপর্যায়ে খবর পাওয়া যায়, গত ১৩ মে তিনি সেখানে খুন হন। আর এই হত্যার পরিকল্পনা করেন তাঁর যুক্তরাষ্ট্রপ্রবাসী বন্ধু আক্তারুজ্জামান শাহীন। এই ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা ও লাশ গুমের মামলা করেন আজীমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। মামলাটি ডিএমপির ডিবির ওয়ারী বিভাগ তদন্ত করছে। মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান।
জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে মামলা লড়তে আবেদন করেছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। সেই আবেদন খারিজ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছেন, ‘আপনি ট্রেন মিস করেছেন।’
২৮ মিনিট আগেসচিবালয়ের ভেতরে মিছিল, সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ করেছে সরকার। যদিও সরকারি কর্মচারীরা দলবদ্ধভাবে আন্দোলনে অংশ নিলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
৩৪ মিনিট আগেদেশে গত জুলাই মাসে ৫০৬টি সড়ক দুর্ঘটনায় ৫২০ জন নিহত এবং ১৩৫৬ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৬২টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৬৯ জন এবং আহত হয়েছেন ১৪৪ জন। যা মোট দুর্ঘটনার ৩২ দশমিক শূন্য ১ শতাংশ, নিহতের ৩২ দশমিক ৫০ শতাংশ এবং আহতের ১০ দশমিক ৬১ শতাংশ।
১ ঘণ্টা আগেমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় স্থগিত হওয়া জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপনের নতুন সূচি ঘোষণা করেছে সরকার। ১৮ থেকে ২৪ আগস্ট সারা দেশে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন করা কবে। এর লক্ষ্য, দেশের মৎস্যসম্পদ বৃদ্ধি, সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই ব্যবহারে জনসচেতনতা তৈরি করা।
১ ঘণ্টা আগে