Ajker Patrika

ইসির গাজীপুরের শঙ্কা সত্যি হলো ভান্ডারিয়ায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১৫: ৪৮
ইসির গাজীপুরের শঙ্কা সত্যি হলো ভান্ডারিয়ায়

সদ্য অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সিসি ক্যামেরার কেব্‌ল কাটার আশঙ্কা ছিল নির্বাচন কমিশনের (ইসি)। সেখানে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে ইসির এই শঙ্কা সত্যি হয়েছে পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে। আজ সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এমনটাই জানালেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.)।

আহসান হাবিব খান বলেন, ‘ভান্ডারিয়ায় দুষ্কৃতকারীরা গতকাল রোববার রাতে সিসি ক্যামেরার কেব্‌ল কেটে দিয়েছে। আমরা গাজীপুরে চিন্তা করেছিলাম কাটাকাটি করবে। কিন্তু দেখলাম সেই কাটাটা হলো ভান্ডারিয়ায়। চার-পাঁচটা কেন্দ্রের কেব্‌ল কাটা হয়েছে। তিনটা ঠিক করা হয়েছে। এটা এ জন্য বললাম যে তারটা কেটে সরিয়ে নিয়ে গেছে, যেন সহজে সারানো না যায়। সেই পাঁচটা কেন্দ্রে আমাদের পৃথক পাঁচজন পর্যবেক্ষক দেওয়া হয়েছে।’

কমিশনার বলেন, ‘সকাল থেকে ডিসি, এসপি, গোয়েন্দা সংস্থা লাগিয়ে চেক করেছি। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত করার চেষ্টা করেছি। এতে কিন্তু ভোটের অসুবিধা হচ্ছে না। যেহেতু ইভিএমে অনিয়ম করার সুযোগ নেই। কে কখন কারা কীভাবে কোন পক্ষের হয়ে এ জিনিসগুলো করেছে। এটা খুঁজে বের করা হবে।’

ঢাকা-১৭ উপনির্বাচনে সাংবাদিকদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। বিষয়টি নজরে আনলে তিনি বলেন, ‘এই অভিযোগ পেয়েছি, ক্যান্টনমেন্ট কেন্দ্রে সাংবাদিককে মোবাইল নিয়ে ঢুকতে দেওয়া হয়নি। এটার ব্যবস্থা নেওয়া হবে। বলা আছে ঢুকে অবগত করবে। শুধু গোপন কক্ষে যাওয়া যাবে না। কাজেই এটা অন্যায় হয়েছে। এর বিচার হওয়া উচিত।’ 

পিরোজপুরে এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগের বিষয়ে আহসান হাবিব খান বলেন, ‘আমরা ওটা ছাড়ব না। আমরা কমিশনে ওঠাব। সেই চেয়ারম্যান ঔদ্ধত্য আচরণ করেছেন।’

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত