অনলাইন ডেস্ক
মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে আসতে শুরু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। গতকাল সোমবার রাতেই দেশের বিভিন্ন জেলা থেকে রওনা দেন তাঁরা। আজ মঙ্গলবার সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন নেতা-কর্মীরা। এরই মধ্যে নানা স্লোগানে মুখর হয়ে উঠেছে শহীদ মিনার প্রাঙ্গণ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রেও (টিএসসি) অনেককে জড়ো হতে দেখা যাচ্ছে।
কর্মসূচিতে আসা নেতা-কর্মীরা জানান, গতকাল রাতেই তাঁরা রওনা দিয়েছেন। আজ ঘোষণাপত্রের কর্মসূচি বাতিল হলেও মার্চ ফর ইউনিটি সমাবেশ হচ্ছে।
এদিকে অনুষ্ঠানকে কেন্দ্র করে শহীদ মিনারের চারদিকে মাইক ও সাউন্ডবক্স স্থাপন করা হচ্ছে। শহীদ মিনার ও আশপাশের এলাকায় নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
আজ বেলা ১১টায় শহীদ মিনারে গিয়ে এমন চিত্র দেখা যায়। মূল কর্মসূচি শুরু হওয়ার কথা বিকেল ৩টার দিকে।
মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে আসতে শুরু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। গতকাল সোমবার রাতেই দেশের বিভিন্ন জেলা থেকে রওনা দেন তাঁরা। আজ মঙ্গলবার সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন নেতা-কর্মীরা। এরই মধ্যে নানা স্লোগানে মুখর হয়ে উঠেছে শহীদ মিনার প্রাঙ্গণ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রেও (টিএসসি) অনেককে জড়ো হতে দেখা যাচ্ছে।
কর্মসূচিতে আসা নেতা-কর্মীরা জানান, গতকাল রাতেই তাঁরা রওনা দিয়েছেন। আজ ঘোষণাপত্রের কর্মসূচি বাতিল হলেও মার্চ ফর ইউনিটি সমাবেশ হচ্ছে।
এদিকে অনুষ্ঠানকে কেন্দ্র করে শহীদ মিনারের চারদিকে মাইক ও সাউন্ডবক্স স্থাপন করা হচ্ছে। শহীদ মিনার ও আশপাশের এলাকায় নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
আজ বেলা ১১টায় শহীদ মিনারে গিয়ে এমন চিত্র দেখা যায়। মূল কর্মসূচি শুরু হওয়ার কথা বিকেল ৩টার দিকে।
বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব দিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান। তিনি বলেন, পুলিশ ক্যাডারে কাউকে সুপারিশ করার আগেই তাঁর বৈবাহিক, শারীরিক ও অন্যান্য বিষয়াদি খতিয়ে দেখা দরকার।
১৬ মিনিট আগে‘এক ঠিকানায় সকল নাগরিক সেবা’ স্লোগান নিয়ে এই সেবা আউটলেটের যাত্রা শুরু হয়েছে। এর মাধ্যমে কার্যকর সরকারি সেবা দিয়ে জনগণের ক্ষমতায়ন করা হবে। ওয়েবসাইটটিতে গিয়ে দেখা যায়, জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে বিদ্যুৎ বিল, বয়স্ক ভাতা, স্কুলে ভর্তি, জলবায়ু কর্মসূচির তথ্যও পাওয়া যাবে।
৪৩ মিনিট আগেসেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এবং দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে আগামী ১৬ মে থেকে দ্বৈত নাগরিকত্ব সনদের আবেদন শতভাগ অনলাইনে গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।
১ ঘণ্টা আগেসব ধরনের ওষুধের মধ্যে দেশে পরিপাকতন্ত্রের জটিলতাবিষয়ক ওষুধ বিক্রিতে রয়েছে তৃতীয় সর্বোচ্চ স্থানে। সরকারি গবেষণায় উঠে এসেছে, এসব ওষুধ বিক্রির অঙ্ক বছরে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, জনসংখ্যার একটা বিশাল অংশ পরিপাকতন্ত্রের সমস্যায় ভুগছে।
১১ ঘণ্টা আগে