Ajker Patrika

ভারতের সঙ্গে ফ্লাইট চালু ২০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ আগস্ট ২০২১, ২২: ১৪
ভারতের সঙ্গে ফ্লাইট চালু ২০ আগস্ট

এয়ার বাবলের আওতায় বা বিশেষ ব্যবস্থায় আগামী ২০ আগস্ট থেকে ভারতের সঙ্গে বিমান চলাচল শুরু হচ্ছে। আজ মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশকে ভারতের অ্যাম্বুলেন্স ও জরুরি চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। 

এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী উপস্থিত ছিলেন। ভারতের দেওয়া উপহার সামগ্রীর মধ্যে রয়েছে–ন্যাজাল ক্যানুলা, অক্সিজেন ফেস মাস্ক, অক্সিজেন ফ্লো মিটার, নন–রিব্রিদার মাস্ক, পালস অক্সিমিটার ডিভাইস, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা, ১০ লিটার ধারণক্ষমতা সম্পন্ন তরল মেডিকেল অক্সিজেন সিলিন্ডার, ৪৫ লিটার ধারণক্ষমতা সম্পন্ন এলএমও সিলিন্ডার, অক্সিজেন কনসেন্ট্রেটর এবং ইনফ্রা থার্মোমিটার। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত আমাদের নিকটতম ও পরীক্ষিত বন্ধু। আমরা যখনই কোনো জটিলতার মুখোমুখি হচ্ছি তাঁরা এগিয়ে আসছেন। প্রতিবেশীদের সহযোগিতা এবং অংশীদারত্ব ছাড়া কোনো দুর্যোগ মোকাবিলা করা সম্ভব নয়। 

খুব দ্রুতই ভারত চুক্তি অনুযায়ী প্রাপ্য অ্যাস্ট্রাজেনেকার বাকি টিকা সরবরাহ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমাকে ধর্ষণের সময় পাশে দাঁড়িয়ে দেখছিল দুই যুবক: ধর্ষণের শিকার তরুণী

ঢাকার সঙ্গে সম্পর্ক মেরামতে বিশেষজ্ঞদের সঙ্গে ভারতের সংসদীয় কমিটির দীর্ঘ বৈঠক

যেখানে মিলেছে ‘কামসূত্র’ নির্মাতা মীরা নায়ার ও তাঁর পুত্র মামদানির সংগ্রাম

খালদূষণকারী কারখানা পেল পরিবেশবান্ধব পুরস্কার

গোষ্ঠীস্বার্থে বহু মানুষের স্বপ্ন নষ্ট করেছে এই প্ল্যাটফর্ম: দায়িত্ব ছেড়ে উমামা ফাতেমার পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত