নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নির্বাচন বিশেষজ্ঞ দল শনিবার (৯ ডিসেম্বর) ঢাকায় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছে।
দলটির সদস্যরা রাজনৈতিক দলগুলোর নিবন্ধন, নির্বাচনের আইনি বিভিন্ন দিক ও প্রেক্ষাপট, তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গ, সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ, জোটভিত্তিক রাজনীতি ও ভোটের বিভিন্ন দিক, আগামী ৭ জানুয়ারি ভোট অনুষ্ঠানের প্রস্তুতিসহ নানাদিক নিয়ে কথা বলেছেন বলে বৈঠক সূত্র জানায়।
এবি পার্টির সঙ্গে বৈঠকটি হয়েছে ঢাকার একটি হোটেলে। দলের মহাসচিব মজিবুর রহমান মঞ্জু জানান, ইইউ দলটির রাজনীতির নানা দিক ও ৭ জানুয়ারির ভোট বর্জনের কারণ জানতে চান। দল থেকে বলা হয়েছে, সকল শর্ত পূরণ সত্ত্বেও ইসি সংগঠনটিকে নিবন্ধন দেয়নি। এমন অবস্থায় নিবন্ধনের জন্য হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।
এবি পার্টি ইইউ কর্মকর্তাদের জানায়, একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন করার জন্য শুরু থেকেই নির্বাচন কমিশন ও সরকারের কোনো আগ্রহ ছিল না। নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নেই। গত অক্টোবর থেকে এ পর্যন্ত গণতন্ত্রের জন্য আন্দোলনরত বিভিন্ন দলের প্রায় ২০ হাজার নেতা-কর্মীকে বেআইনিভাবে আটক করা হয়। ছয় শতাধিক বিরোধী নেতাকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। পুলিশের ভূমিকার কারণে গণতান্ত্রিক স্থান ক্রমেই সংকুচিত হচ্ছে।
ক্ষমতাসীন দলের তৈরি করা ভুঁইফোড় কয়েকটি দল ও ডামি প্রার্থীকে নির্বাচনে এনে ভোটকে প্রহসনে পরিণত করেছে।
৭ জানুয়ারির ভোটের পর পরিস্থিতির অবনতি হতে পারে বলে এবি পার্টি ইইউ কর্মকর্তাদের জানায়।
ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নির্বাচন বিশেষজ্ঞ দল শনিবার (৯ ডিসেম্বর) ঢাকায় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছে।
দলটির সদস্যরা রাজনৈতিক দলগুলোর নিবন্ধন, নির্বাচনের আইনি বিভিন্ন দিক ও প্রেক্ষাপট, তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গ, সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ, জোটভিত্তিক রাজনীতি ও ভোটের বিভিন্ন দিক, আগামী ৭ জানুয়ারি ভোট অনুষ্ঠানের প্রস্তুতিসহ নানাদিক নিয়ে কথা বলেছেন বলে বৈঠক সূত্র জানায়।
এবি পার্টির সঙ্গে বৈঠকটি হয়েছে ঢাকার একটি হোটেলে। দলের মহাসচিব মজিবুর রহমান মঞ্জু জানান, ইইউ দলটির রাজনীতির নানা দিক ও ৭ জানুয়ারির ভোট বর্জনের কারণ জানতে চান। দল থেকে বলা হয়েছে, সকল শর্ত পূরণ সত্ত্বেও ইসি সংগঠনটিকে নিবন্ধন দেয়নি। এমন অবস্থায় নিবন্ধনের জন্য হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।
এবি পার্টি ইইউ কর্মকর্তাদের জানায়, একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন করার জন্য শুরু থেকেই নির্বাচন কমিশন ও সরকারের কোনো আগ্রহ ছিল না। নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নেই। গত অক্টোবর থেকে এ পর্যন্ত গণতন্ত্রের জন্য আন্দোলনরত বিভিন্ন দলের প্রায় ২০ হাজার নেতা-কর্মীকে বেআইনিভাবে আটক করা হয়। ছয় শতাধিক বিরোধী নেতাকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। পুলিশের ভূমিকার কারণে গণতান্ত্রিক স্থান ক্রমেই সংকুচিত হচ্ছে।
ক্ষমতাসীন দলের তৈরি করা ভুঁইফোড় কয়েকটি দল ও ডামি প্রার্থীকে নির্বাচনে এনে ভোটকে প্রহসনে পরিণত করেছে।
৭ জানুয়ারির ভোটের পর পরিস্থিতির অবনতি হতে পারে বলে এবি পার্টি ইইউ কর্মকর্তাদের জানায়।
সরকারি (অফিশিয়াল) ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতির তালিকায় ৩০তম দেশ হিসেবে যুক্ত হচ্ছে পাকিস্তান। বিশ্বের ২৯টি দেশের সঙ্গে বাংলাদেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। কিন্তু আশপাশের দেশ হিসেবে বাকি রয়ে গেছে পাকিস্তান।
৭ ঘণ্টা আগেরাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত ১৬৭ জনের মধ্যে বেশির ভাগের মাথার খুলি ছিল না বলে জানিয়েছেন সেখানকার সহযোগী অধ্যাপক ডা. মাহফুজুর রহমান। গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জবানবন্দিতে তিনি এই তথ্য দেন।
৭ ঘণ্টা আগে২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী সংগঠনের অন্যতম প্রধান দাবি ছিল জুলাই ঘোষণাপত্র ও সনদ; যার মধ্যে প্রতিফলিত হবে আন্দোলনের মূল চেতনা ও অঙ্গীকার। মতানৈক্যসহ নানা কারণে তা বিলম্বিত হলেও শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল ও সমমনা সংগঠনগুলোর প্রত্যাশা ও দাবি ছিল...
৮ ঘণ্টা আগে২১ আগস্ট গ্রেনেড হামলার ২১ বছর আজ বৃহস্পতিবার। বিচারিক আদালতে সাজার পর হাইকোর্টে খালাস পান সব আসামি। এরপর আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এখন চলছে সেই আপিল শুনানি। আপিল নিষ্পত্তির রিভিউ আবেদনের সুযোগ পাবেন সংক্ষুব্ধরা। আপিল বিভাগে প্রশ্ন উঠেছে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া নিয়ে।
৯ ঘণ্টা আগে