Ajker Patrika

পক্ষপাতমূলক মেডিকেল রিপোর্টের কারণে ধর্ষণ মামলায় শাস্তি দেওয়া যাচ্ছে না: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ০২: ৫৫
পক্ষপাতমূলক মেডিকেল রিপোর্টের কারণে ধর্ষণ মামলায় শাস্তি দেওয়া যাচ্ছে না: হাইকোর্ট

পক্ষপাতমূলক রিপোর্ট দেওয়ার কারণেই ধর্ষণ মামলায় অভিযুক্তদের শাস্তি দেওয়া যাচ্ছে না, ধর্ষকেরা খালাস পেয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। হাইকোর্ট বলেছেন, চিকিৎসকদের উচিত ধর্ষণের ঘটনায় গুরুত্বসহকারে ভুক্তভোগীর শারীরিক পরীক্ষা সম্পন্ন করা। যাতে ধর্ষকেরা কোনোভাবেই পার পেয়ে না যায়। 

ধর্ষণ মামলার এক আসামির জামিন শুনানিতে রোববার বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চ এসব কথা বলেন। 

চলতি বছরের ৬ মার্চ হবিগঞ্জের লাখাইয়ে বান্ধবীর বিয়েতে যান এক নারী। সেখানে গিয়ে এক বখাটের প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় ১২ মার্চ তিনি দলবদ্ধ ধর্ষণের শিকার হন। ওই ঘটনায় ১৯ মার্চ লাখাই থানায় মামলা করেন ওই নারী। মামলায় শিপন মিয়া (২২), পারভেজ (২০), হুমায়ুন মিয়া (২০), শাহজাহান (২২), আফিয়া আক্তার, দেলোয়ার হোসেন দিলু (৪৫) ও রাবিয়া খাতুনকে (৩৫) আসামি করা হয়। এর মধ্যে প্রথম চার জন ওই নারীকে ধর্ষণ করেন। বাকিরা সহযোগিতা করেন। আসামি রাবিয়া খাতুনের জামিন শুনানিকালে মেডিকেল রিপোর্টে চিকিৎসকদের দেওয়া মতামতের বিষয়টি নজরে আসে। 

মেডিকেল রিপোর্টে বলা হয়, জোরপূর্বক ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। ঘাড় ও শরীরের কয়েকটি স্থানে কেবল জখমের চিহ্ন রয়েছে। ভুক্তভোগীর সতিচ্ছেদ অনেক পুরোনো। 

এমন রিপোর্ট দেখে হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. মোমিন চৌধুরী ও ডা. নাদিরা বেগমকে তলব করেন হাইকোর্ট। রোববার হাজির হয়ে ওই দুই চিকিৎসক রিপোর্টের পক্ষে মৌখিক ব্যাখ্যা দেন। কিন্তু আদালত ওই ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে আদেশ দিতে চাননি। এ সময় দুই চিকিৎসক আদালতে ক্ষমা চান। এ সময় হাইকোর্ট বলেন, আমরা ক্ষমা করতে বসিনি, বিচার করতে বসেছি। 

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ। তাঁকে সহায়তা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. শামীম খান। আসামি রাবিয়া খাতুনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রিয় জেন-জি সন্তানেরা, আমি শিবপুরীতে—নেপালের সাবেক প্রধানমন্ত্রীর চিঠি

‘ঝামেলার’ আশঙ্কায় হল ছেড়েছেন অনেকে, মেয়েদের চার হলে ভোট শান্তিপূর্ণ

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত