নিজস্ব প্রতিবেদক
ঢাকা: নিয়োগ চান ২০১৬ সালের নার্স নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। করোনাভাইরাস মোকাবিলায় সরকারের চাহিদা অনুযায়ী পিএসসি ২০১৭ সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের যেভাবে নিয়োগের সুপারিশ করেছে তারাও সেভাবে সুযোগ চান।
আজ সোমবার দুপুর জাতীয় প্রেসক্লাবে সামনে এক মানববন্ধনে ২০১৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ভাইভা বঞ্চিত চাকরি প্রার্থীরা এ দাবি জানান।
মানববন্ধনে চার বছর মেয়াদি ডিপ্লোমা নার্সিং পাস করা এসব চাকরি প্রার্থী বলেন, দীর্ঘ দশ বছর চাকরির অপেক্ষার পর ২০১৬ সালে পিএসসির মাধ্যমে লিখিত পরীক্ষা দিয়ে তারা উত্তীর্ণ হন। কিন্তু পিএসসি ১ হাজার ২৯১ জনের নিয়োগের জন্য সুপারিশ করেনি। এর মধ্যে এখন ৪০০ থেকে ৫০০ জনের মতো আছেন তারা। তাদের সবার বয়স এখন ৩০ বছর পার হয়ে গেছে। তারা আর নিয়োগ পরীক্ষা দেওয়ার সুযোগও পাচ্ছেন না।
আন্দোলনের সংগঠক জান্নাতুল ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, করোনা মোকাবিলায় কিছুদিন আগে স্বাস্থ্য মন্ত্রণালয় ছয় হাজার নার্সের চাহিদা দেয়। কিন্তু পিএসসি ২০১৬ সালের ৪০০ থেকে ৫০০ জনকে বাদ দিয়ে শুধু ২০১৭ সালের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে থেকে ৫ হাজার ৫৪ জনকে নার্স হিসেবে নিয়োগের সুপারিশ করেছে। প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি জানাই, দেশের যেকোনো প্রান্তে একটু নিয়োগের ব্যবস্থা করে আমাদের অসহায় জীবন থেকে মুক্ত করুন।
চার হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগের জন্য ২০১৭ সালের ১০ আগস্ট বিজ্ঞপ্তি জারি করা হয়। ২০১৮ সালের ১৩ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। চূড়ান্তভাবে উত্তীর্ণ দেখানো হয় ১০ হাজার ৩৪০ জনকে। মেধা তালিকা অনুসারে ৫ হাজার ১০০ জনকে নিয়োগ দিতে পিএসসি ২০১৮ সালের ১৯ আগস্ট সুপারিশ করে। নিয়োগও পান তারা। এর মধ্যে কোভিড-১৯ পরিস্থিতিতে সরকার ছয় হাজার নার্স নিয়োগের জন্য পিএসসির কাছে চাহিদাপত্র দেয়। এর আলোকে ২০১৭ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার ৫৪ জনকে নিয়োগের জন্য গত ৩০ এপ্রিল সরকারের কাছে সুপারিশ করে পিএসসি।
ঢাকা: নিয়োগ চান ২০১৬ সালের নার্স নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। করোনাভাইরাস মোকাবিলায় সরকারের চাহিদা অনুযায়ী পিএসসি ২০১৭ সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের যেভাবে নিয়োগের সুপারিশ করেছে তারাও সেভাবে সুযোগ চান।
আজ সোমবার দুপুর জাতীয় প্রেসক্লাবে সামনে এক মানববন্ধনে ২০১৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ভাইভা বঞ্চিত চাকরি প্রার্থীরা এ দাবি জানান।
মানববন্ধনে চার বছর মেয়াদি ডিপ্লোমা নার্সিং পাস করা এসব চাকরি প্রার্থী বলেন, দীর্ঘ দশ বছর চাকরির অপেক্ষার পর ২০১৬ সালে পিএসসির মাধ্যমে লিখিত পরীক্ষা দিয়ে তারা উত্তীর্ণ হন। কিন্তু পিএসসি ১ হাজার ২৯১ জনের নিয়োগের জন্য সুপারিশ করেনি। এর মধ্যে এখন ৪০০ থেকে ৫০০ জনের মতো আছেন তারা। তাদের সবার বয়স এখন ৩০ বছর পার হয়ে গেছে। তারা আর নিয়োগ পরীক্ষা দেওয়ার সুযোগও পাচ্ছেন না।
আন্দোলনের সংগঠক জান্নাতুল ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, করোনা মোকাবিলায় কিছুদিন আগে স্বাস্থ্য মন্ত্রণালয় ছয় হাজার নার্সের চাহিদা দেয়। কিন্তু পিএসসি ২০১৬ সালের ৪০০ থেকে ৫০০ জনকে বাদ দিয়ে শুধু ২০১৭ সালের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে থেকে ৫ হাজার ৫৪ জনকে নার্স হিসেবে নিয়োগের সুপারিশ করেছে। প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি জানাই, দেশের যেকোনো প্রান্তে একটু নিয়োগের ব্যবস্থা করে আমাদের অসহায় জীবন থেকে মুক্ত করুন।
চার হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগের জন্য ২০১৭ সালের ১০ আগস্ট বিজ্ঞপ্তি জারি করা হয়। ২০১৮ সালের ১৩ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। চূড়ান্তভাবে উত্তীর্ণ দেখানো হয় ১০ হাজার ৩৪০ জনকে। মেধা তালিকা অনুসারে ৫ হাজার ১০০ জনকে নিয়োগ দিতে পিএসসি ২০১৮ সালের ১৯ আগস্ট সুপারিশ করে। নিয়োগও পান তারা। এর মধ্যে কোভিড-১৯ পরিস্থিতিতে সরকার ছয় হাজার নার্স নিয়োগের জন্য পিএসসির কাছে চাহিদাপত্র দেয়। এর আলোকে ২০১৭ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার ৫৪ জনকে নিয়োগের জন্য গত ৩০ এপ্রিল সরকারের কাছে সুপারিশ করে পিএসসি।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, নির্ধারিত সময়ে আইন মন্ত্রণালয়ের মতামত না আসায় আইনি বাধ্যবাধকতা থাকায় ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশ করা হয়েছে। আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ‘চতুর্থ কমিশন সভা’ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
১৯ মিনিট আগেজাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ‘পাশ কাটিয়ে’ ভারতের আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ চুক্তি করে শুল্ক ও কর অব্যাহতির মাধ্যমে সাড়ে ৪ হাজার কোটি টাকা ফাঁকির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ড. আহমেদ কায়কাউসসহ সংশ্লিষ্টদের দুর্নীতি খতিয়ে দেখছে
২৩ মিনিট আগেপ্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে দেশের নাগরিকদের সব সেবা এক ঠিকানায় পৌঁছে দিতে চালু হতে যাচ্ছে নতুন সেবা আউটলেট ‘নাগরিক সেবা বাংলাদেশ’, যার সংক্ষেপিত রূপ ‘নাগরিক সেবা’। এই উদ্যোগের আওতায় ব্যক্তি উদ্যোক্তারা সেবাদাতা হিসেবে কাজ করার সুযোগ পাবেন এবং চলমান ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোকেও এর সঙ্গে
২৯ মিনিট আগেকাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত-পাকিস্তান টান টান উত্তেজনার মধ্যে যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার বাংলাদেশ বিমানবাহিনী আয়োজিত ‘আকাশ বিজয়’ মহড়া শেষে প্রধান অতিথির বক্তব্যে
১ ঘণ্টা আগে