নিজস্ব প্রতিবেদক
ঢাকা: নিয়োগ চান ২০১৬ সালের নার্স নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। করোনাভাইরাস মোকাবিলায় সরকারের চাহিদা অনুযায়ী পিএসসি ২০১৭ সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের যেভাবে নিয়োগের সুপারিশ করেছে তারাও সেভাবে সুযোগ চান।
আজ সোমবার দুপুর জাতীয় প্রেসক্লাবে সামনে এক মানববন্ধনে ২০১৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ভাইভা বঞ্চিত চাকরি প্রার্থীরা এ দাবি জানান।
মানববন্ধনে চার বছর মেয়াদি ডিপ্লোমা নার্সিং পাস করা এসব চাকরি প্রার্থী বলেন, দীর্ঘ দশ বছর চাকরির অপেক্ষার পর ২০১৬ সালে পিএসসির মাধ্যমে লিখিত পরীক্ষা দিয়ে তারা উত্তীর্ণ হন। কিন্তু পিএসসি ১ হাজার ২৯১ জনের নিয়োগের জন্য সুপারিশ করেনি। এর মধ্যে এখন ৪০০ থেকে ৫০০ জনের মতো আছেন তারা। তাদের সবার বয়স এখন ৩০ বছর পার হয়ে গেছে। তারা আর নিয়োগ পরীক্ষা দেওয়ার সুযোগও পাচ্ছেন না।
আন্দোলনের সংগঠক জান্নাতুল ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, করোনা মোকাবিলায় কিছুদিন আগে স্বাস্থ্য মন্ত্রণালয় ছয় হাজার নার্সের চাহিদা দেয়। কিন্তু পিএসসি ২০১৬ সালের ৪০০ থেকে ৫০০ জনকে বাদ দিয়ে শুধু ২০১৭ সালের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে থেকে ৫ হাজার ৫৪ জনকে নার্স হিসেবে নিয়োগের সুপারিশ করেছে। প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি জানাই, দেশের যেকোনো প্রান্তে একটু নিয়োগের ব্যবস্থা করে আমাদের অসহায় জীবন থেকে মুক্ত করুন।
চার হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগের জন্য ২০১৭ সালের ১০ আগস্ট বিজ্ঞপ্তি জারি করা হয়। ২০১৮ সালের ১৩ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। চূড়ান্তভাবে উত্তীর্ণ দেখানো হয় ১০ হাজার ৩৪০ জনকে। মেধা তালিকা অনুসারে ৫ হাজার ১০০ জনকে নিয়োগ দিতে পিএসসি ২০১৮ সালের ১৯ আগস্ট সুপারিশ করে। নিয়োগও পান তারা। এর মধ্যে কোভিড-১৯ পরিস্থিতিতে সরকার ছয় হাজার নার্স নিয়োগের জন্য পিএসসির কাছে চাহিদাপত্র দেয়। এর আলোকে ২০১৭ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার ৫৪ জনকে নিয়োগের জন্য গত ৩০ এপ্রিল সরকারের কাছে সুপারিশ করে পিএসসি।
ঢাকা: নিয়োগ চান ২০১৬ সালের নার্স নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। করোনাভাইরাস মোকাবিলায় সরকারের চাহিদা অনুযায়ী পিএসসি ২০১৭ সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের যেভাবে নিয়োগের সুপারিশ করেছে তারাও সেভাবে সুযোগ চান।
আজ সোমবার দুপুর জাতীয় প্রেসক্লাবে সামনে এক মানববন্ধনে ২০১৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ভাইভা বঞ্চিত চাকরি প্রার্থীরা এ দাবি জানান।
মানববন্ধনে চার বছর মেয়াদি ডিপ্লোমা নার্সিং পাস করা এসব চাকরি প্রার্থী বলেন, দীর্ঘ দশ বছর চাকরির অপেক্ষার পর ২০১৬ সালে পিএসসির মাধ্যমে লিখিত পরীক্ষা দিয়ে তারা উত্তীর্ণ হন। কিন্তু পিএসসি ১ হাজার ২৯১ জনের নিয়োগের জন্য সুপারিশ করেনি। এর মধ্যে এখন ৪০০ থেকে ৫০০ জনের মতো আছেন তারা। তাদের সবার বয়স এখন ৩০ বছর পার হয়ে গেছে। তারা আর নিয়োগ পরীক্ষা দেওয়ার সুযোগও পাচ্ছেন না।
আন্দোলনের সংগঠক জান্নাতুল ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, করোনা মোকাবিলায় কিছুদিন আগে স্বাস্থ্য মন্ত্রণালয় ছয় হাজার নার্সের চাহিদা দেয়। কিন্তু পিএসসি ২০১৬ সালের ৪০০ থেকে ৫০০ জনকে বাদ দিয়ে শুধু ২০১৭ সালের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে থেকে ৫ হাজার ৫৪ জনকে নার্স হিসেবে নিয়োগের সুপারিশ করেছে। প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি জানাই, দেশের যেকোনো প্রান্তে একটু নিয়োগের ব্যবস্থা করে আমাদের অসহায় জীবন থেকে মুক্ত করুন।
চার হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগের জন্য ২০১৭ সালের ১০ আগস্ট বিজ্ঞপ্তি জারি করা হয়। ২০১৮ সালের ১৩ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। চূড়ান্তভাবে উত্তীর্ণ দেখানো হয় ১০ হাজার ৩৪০ জনকে। মেধা তালিকা অনুসারে ৫ হাজার ১০০ জনকে নিয়োগ দিতে পিএসসি ২০১৮ সালের ১৯ আগস্ট সুপারিশ করে। নিয়োগও পান তারা। এর মধ্যে কোভিড-১৯ পরিস্থিতিতে সরকার ছয় হাজার নার্স নিয়োগের জন্য পিএসসির কাছে চাহিদাপত্র দেয়। এর আলোকে ২০১৭ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার ৫৪ জনকে নিয়োগের জন্য গত ৩০ এপ্রিল সরকারের কাছে সুপারিশ করে পিএসসি।
অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ডিসেম্বরের শুরুতে ভোটের তফসিল দেওয়ার কথা বলেছে নির্বাচন কমিশন। নির্বাচনী হাওয়া জোরেশোরে বইতে শুরু করায় দলগুলো এখন সম্ভাব্য জোটের জন্য আসন ভাগাভাগির আলোচনায় গুরুত্ব দিচ্ছে।
২ ঘণ্টা আগেসেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভুয়া প্রোফাইল খুলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সতর্ক করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
৩ ঘণ্টা আগেদফায় দফায় ভারী বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে ছয় জেলার নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কয়েকটি স্থানে ইতিমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে পানি। এতে ডুবে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি ও ফসলের খেত। বাধ্য হয়ে অনেকে কাঁচা ধান কেটে ঘরে তুলছে। অনেকেই পরিবার নিয়ে আশ্রয় নিয়েছে নিরাপদ স্থানে।
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তিতে ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর সাত দিন পর গত মঙ্গলবার বেসরকারি মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, এই ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কার্যকলাপ সামঞ্জস্যপূর্ণ নয়।
৫ ঘণ্টা আগে