Ajker Patrika

মৃত ব্যক্তির এনআইডি স্মার্ট কার্ড নিতে পারবেন পরিবারের সদস্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ২২: ১৫
মৃত ব্যক্তির এনআইডি স্মার্ট কার্ড নিতে পারবেন পরিবারের সদস্য

এরই মধ্যে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্ট কার্ড প্রিন্ট করা হয়ে গেছে। কিন্তু সেই ব্যক্তি আর জীবিত নেই। এমন অবিতরণকৃত স্মার্ট কার্ড ওই মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের কাছে সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি ইসির এক মাসিক সমন্বয় সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা যায়, সভায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর এ বিষয়ে বলেন, মাঠপর্যায়ে অবিতরণকৃত স্মার্ট কার্ড রি-বক্সিং করার জন্য এবং মৃত ব্যক্তিদের স্মার্ট কার্ড তাঁর ওয়ারিশদের কাছে দেওয়ার নির্দেশনা নির্বাচন কমিশন থেকে পাওয়া গেছে। ওই নির্দেশনা এরই মধ্যে মাঠপর্যায়ে দেওয়া হয়েছে। রি-বক্সিং করার জন্য যে বক্সের প্রয়োজন হবে, তার ব্যবস্থা আইডিয়া দ্বিতীয় পর্যায় প্রকল্পে পরিচালক গ্রহণ করবেন। 

রি-বক্সিংয়ের কাজে জনবলসহ অন্য যেসব সহযোগিতার প্রয়োজন হবে, সে বিষয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা তাঁদের মতামত বা পরামর্শ নির্বাচন কমিশন সচিবালয়কে জানাবেন। দ্রুততম সময়ের মধ্যে রি-বক্সিংয়ের কাজ শেষ করতেও বলা হয়েছে।

এই সময় মৃত ব্যক্তি এবং স্থানান্তরকৃত ভোটারের কার্ড আলাদাভাবে সংরক্ষণের ব্যবস্থা করা যেতে পারে বলেও পরামর্শ দেন এনআইডি নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ফিলিস্তিনকে আজই রাষ্ট্রের স্বীকৃতি দেবে আরও ৬ দেশ, বিরোধিতা ইসরায়েল–যুক্তরাষ্ট্রের

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

সখীপুরে বনপ্রহরীদের ওপর হামলা: ইউপি সদস্য, বিএনপি নেতাসহ ৭ জনের নামে মামলা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত