নিজস্ব প্রতিবেদক
ঢাকা: জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেল আর গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে ৬ হাজার ৮৮ কোটি টাকার তেল ও গ্যাস আমদানি করবে সরকার। আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত ক্রয় প্রস্তাব অনুমোদন হয়েছে।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন সাংবাদিকদের জানান, 'জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক মেসার্স এক্সিলারেট এনার্জি এলপি, ইউনাইটেড স্টেটস-এর নিকট থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ৩১৩ কোটি ৬৮ লাখ ৯৭ হাজার ৬৮০ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এক্সিলারেট এনার্জি থেকে প্রতি ইউনিট এলএনজি কেনা হচ্ছে ৯ দশমিক ৫৩ মার্কিন ডলার দরে।'
পেট্রোবাংলার কর্মকর্তারা জানিয়েছেন, ২০২১ সালে স্পট মার্কেট থেকে মোট ১৮টি এলএনজি কার্গোর মাধ্যমে মোট ৫ কোটি ৭৮ লাখ ৮২ হাজার ৮৪১ মিলিয়ন ঘনফুট এলএনজি আমদানির পরিকল্পনা রয়েছে। এরমধ্যে এখন পর্যন্ত ৭টি এলএনজি কার্গোর মাধ্যমে দুই কোটি ২৬ লাখ ৮২ হাজার ৮৪১ মিলিয়ন ঘনফুট এলএনজি আমদানি করা হয়েছে। বাকি ১১টি কার্গোর মাধ্যমে আরও তিন কোটি ৫২ লাখ মিলিয়ন ঘনফুট এলএনজি আমদানি করা হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন সাংবাদিকদের আরও জানান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লি., পেট্রো ছায়না ইন্টারন্যাশনাল পিটিই লি., ভিটল এশিয়া সিঙ্গাপুর পিটিই লি. এবং এমিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানি পিটিই লি. সিঙ্গাপুর হতে মোট ১২ লাখ ৩৫ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল ৫ হাজার ৭৭৪ কোটি ৪৫ লাখ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের কর্মকর্তারা জানান, জুলাই থেকে ডিসেম্বর সময়ে ৫ হাজার ৭৭৪ কোটি ৪৫ লাখ টাকা দিয়ে পরিশোধিত ডিজেল কেনা হবে ৯ লাখ ৯০ হাজার মেট্রিক টন, উড়োজাহাজের জ্বালানি জেট এ-১ কেনা হবে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন, ফার্নেস অয়েল কেনা হবে ২০ হাজার মেট্রিক টন, সমুদ্রগামী জাহাজের জ্বালানি মেরিন ফুয়েল কেনা হবে ৬০ হাজার মেট্রিক টন এবং অকটেন কেনা হবে ৪৫ হাজার মেট্রিক টন।
ঢাকা: জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেল আর গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে ৬ হাজার ৮৮ কোটি টাকার তেল ও গ্যাস আমদানি করবে সরকার। আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত ক্রয় প্রস্তাব অনুমোদন হয়েছে।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন সাংবাদিকদের জানান, 'জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক মেসার্স এক্সিলারেট এনার্জি এলপি, ইউনাইটেড স্টেটস-এর নিকট থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ৩১৩ কোটি ৬৮ লাখ ৯৭ হাজার ৬৮০ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এক্সিলারেট এনার্জি থেকে প্রতি ইউনিট এলএনজি কেনা হচ্ছে ৯ দশমিক ৫৩ মার্কিন ডলার দরে।'
পেট্রোবাংলার কর্মকর্তারা জানিয়েছেন, ২০২১ সালে স্পট মার্কেট থেকে মোট ১৮টি এলএনজি কার্গোর মাধ্যমে মোট ৫ কোটি ৭৮ লাখ ৮২ হাজার ৮৪১ মিলিয়ন ঘনফুট এলএনজি আমদানির পরিকল্পনা রয়েছে। এরমধ্যে এখন পর্যন্ত ৭টি এলএনজি কার্গোর মাধ্যমে দুই কোটি ২৬ লাখ ৮২ হাজার ৮৪১ মিলিয়ন ঘনফুট এলএনজি আমদানি করা হয়েছে। বাকি ১১টি কার্গোর মাধ্যমে আরও তিন কোটি ৫২ লাখ মিলিয়ন ঘনফুট এলএনজি আমদানি করা হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন সাংবাদিকদের আরও জানান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লি., পেট্রো ছায়না ইন্টারন্যাশনাল পিটিই লি., ভিটল এশিয়া সিঙ্গাপুর পিটিই লি. এবং এমিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানি পিটিই লি. সিঙ্গাপুর হতে মোট ১২ লাখ ৩৫ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল ৫ হাজার ৭৭৪ কোটি ৪৫ লাখ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের কর্মকর্তারা জানান, জুলাই থেকে ডিসেম্বর সময়ে ৫ হাজার ৭৭৪ কোটি ৪৫ লাখ টাকা দিয়ে পরিশোধিত ডিজেল কেনা হবে ৯ লাখ ৯০ হাজার মেট্রিক টন, উড়োজাহাজের জ্বালানি জেট এ-১ কেনা হবে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন, ফার্নেস অয়েল কেনা হবে ২০ হাজার মেট্রিক টন, সমুদ্রগামী জাহাজের জ্বালানি মেরিন ফুয়েল কেনা হবে ৬০ হাজার মেট্রিক টন এবং অকটেন কেনা হবে ৪৫ হাজার মেট্রিক টন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বদ্ধপরিকর। তিনি সমাজে বিদ্যমান শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বিনষ্টের যেকোনো চেষ্টা রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
৯ ঘণ্টা আগেবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এসব কথা জানান।
১২ ঘণ্টা আগেএকজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ওঠা নারী নির্যাতনের অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই কর্মকর্তার নারী নির্যাতন-সংক্রান্ত একটি অভিযোগ প্রচার হয়েছে। তবে বিষয়টি প্রচারিত হওয়ার আগেই সেনাবাহিনী জানতে পেরে গুরুত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম
১২ ঘণ্টা আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করছে। এক বছরেরও বেশি সময় আগে রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে সহিংস বিক্ষোভ শুরু হওয়ার পর এটিই হবে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে প্রথম নির্বাচন।
১৯ ঘণ্টা আগে