নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গমের দাম বেশি হওয়ায় মানুষ এখন আটা রেখে চালের দিকে ঝুঁকছে বলে মনে করছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এ জন্য ধানের উৎপাদন ভালো হলেও এই খাদ্যশস্যের দাম কিছুটা বাড়ছে বলে জানিয়েছেন তিনি।
সপ্তম ডি-৮ মন্ত্রী পর্যায়ের বৈঠকের বিষয়ে জানাতে আজ মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলন করেন কৃষিমন্ত্রী। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। সেখানেই তিনি এই মন্তব্য করেন।
ধানের উৎপাদন ভালো হওয়ার পরও চালের দাম একটু একটু করে বাড়ছে। এমনটা হওয়ার যৌক্তিক কারণ আছে কি না, এই প্রশ্নে কৃষিমন্ত্রী বলেন, এখন গমের দাম বেশি। সব সময় গমের দাম কম থাকে। যখন আটার দাম কম থাকে তখন মানুষ আটা খায়। এখন উল্টো হয়েছে। ফলে মানুষ আবার চালের দিকে ঝুঁকেছে। এটাও চালের দাম বাড়ার একটা কারণ।
বিদেশ থেকে যে গম ২৫০ থেকে ৩০০ ডলারে কেনা হতো, দাম বেড়ে টনপ্রতি ৪৫০ ডলার হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী। তিনি বলেন, ‘সারের দামও বেশি। ২৫০ টাকার সার এখন ১ হাজার টাকা। এসব কারণে আন্তর্জাতিক বাজারে একটা অস্থিতিশীলতা আছে কৃষি উৎপাদন ও কৃষিপণ্যের বাজারজাতকরণ নিয়ে। আমি মনে করি, এটা কেটে যাবে। কিছু জিনিসের দাম বাড়লেও এটা বেশি দিন থাকবে না।’
উৎপাদন বাড়লেও চাল ও তেলের দাম কমছে না কেন, এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি কৃষিমন্ত্রী। তিনি বলেন, ‘চাল আমাদের প্রধান খাদ্য। চালের সঙ্গে এখন আমরা গম খাচ্ছি, গমের উৎপাদনও বাড়ছে। ভুট্টা উৎপাদন হচ্ছে, ভুট্টা মূলত পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এটি পোলট্রি, লাইভস্টক ও ফিশারিজ ক্ষেত্রে মুরগি, গরু ও মাছকে খাওয়ানো হয়। বিভিন্ন ফসল করার জন্য আমাদের জমিও বরাদ্দ দিতে হচ্ছে। জমিও চলে যাচ্ছে। বিভিন্ন ফসলের মধ্যে জমি ব্যবহারের প্রতিযোগিতা হচ্ছে।’
আব্দুর রাজ্জাক আরও বলেন, ‘প্রতিবছর ২০ থেকে ২৪ লাখ নতুন মুখ যুক্ত হচ্ছে তাদের খাদ্যের জোগান দিতে হচ্ছে। রোহিঙ্গারা রয়েছে ১০ লাখ, এদের খাদ্যও আমরা স্থানীয়ভাবে সরবরাহ করে থাকি।’
সার্বিক বিচারে দেশে ওইভাবে খাদ্যের সংকট নেই বলে মনে করেন আব্দুর রাজ্জাক। তাঁর মতে, দেশে কিছুটা মূল্যস্ফীতি রয়েছে, যার ফলে খাদ্যের দাম বেশি। বাজারে গিয়ে কেউ চাল কিনতে পারেননি, তা হয়নি।
নতুন প্রযুক্তি ও ধানের জাত বাজারে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী। তিনি বলেন, ‘এর মাধ্যমে খাদ্য নিরাপত্তাকে টেকসই করা সম্ভব হবে। আমাদের বিজ্ঞানীরা সরিষার অনেক সুন্দর জাত আবিষ্কার করেছেন। সেগুলো আমরা মাঠপর্যায়ে নিতে চাচ্ছি। একটা অতিরিক্ত ফসল হিসেবে সরিষা উৎপাদন হবে।’
গমের দাম বেশি হওয়ায় মানুষ এখন আটা রেখে চালের দিকে ঝুঁকছে বলে মনে করছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এ জন্য ধানের উৎপাদন ভালো হলেও এই খাদ্যশস্যের দাম কিছুটা বাড়ছে বলে জানিয়েছেন তিনি।
সপ্তম ডি-৮ মন্ত্রী পর্যায়ের বৈঠকের বিষয়ে জানাতে আজ মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলন করেন কৃষিমন্ত্রী। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। সেখানেই তিনি এই মন্তব্য করেন।
ধানের উৎপাদন ভালো হওয়ার পরও চালের দাম একটু একটু করে বাড়ছে। এমনটা হওয়ার যৌক্তিক কারণ আছে কি না, এই প্রশ্নে কৃষিমন্ত্রী বলেন, এখন গমের দাম বেশি। সব সময় গমের দাম কম থাকে। যখন আটার দাম কম থাকে তখন মানুষ আটা খায়। এখন উল্টো হয়েছে। ফলে মানুষ আবার চালের দিকে ঝুঁকেছে। এটাও চালের দাম বাড়ার একটা কারণ।
বিদেশ থেকে যে গম ২৫০ থেকে ৩০০ ডলারে কেনা হতো, দাম বেড়ে টনপ্রতি ৪৫০ ডলার হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী। তিনি বলেন, ‘সারের দামও বেশি। ২৫০ টাকার সার এখন ১ হাজার টাকা। এসব কারণে আন্তর্জাতিক বাজারে একটা অস্থিতিশীলতা আছে কৃষি উৎপাদন ও কৃষিপণ্যের বাজারজাতকরণ নিয়ে। আমি মনে করি, এটা কেটে যাবে। কিছু জিনিসের দাম বাড়লেও এটা বেশি দিন থাকবে না।’
উৎপাদন বাড়লেও চাল ও তেলের দাম কমছে না কেন, এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি কৃষিমন্ত্রী। তিনি বলেন, ‘চাল আমাদের প্রধান খাদ্য। চালের সঙ্গে এখন আমরা গম খাচ্ছি, গমের উৎপাদনও বাড়ছে। ভুট্টা উৎপাদন হচ্ছে, ভুট্টা মূলত পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এটি পোলট্রি, লাইভস্টক ও ফিশারিজ ক্ষেত্রে মুরগি, গরু ও মাছকে খাওয়ানো হয়। বিভিন্ন ফসল করার জন্য আমাদের জমিও বরাদ্দ দিতে হচ্ছে। জমিও চলে যাচ্ছে। বিভিন্ন ফসলের মধ্যে জমি ব্যবহারের প্রতিযোগিতা হচ্ছে।’
আব্দুর রাজ্জাক আরও বলেন, ‘প্রতিবছর ২০ থেকে ২৪ লাখ নতুন মুখ যুক্ত হচ্ছে তাদের খাদ্যের জোগান দিতে হচ্ছে। রোহিঙ্গারা রয়েছে ১০ লাখ, এদের খাদ্যও আমরা স্থানীয়ভাবে সরবরাহ করে থাকি।’
সার্বিক বিচারে দেশে ওইভাবে খাদ্যের সংকট নেই বলে মনে করেন আব্দুর রাজ্জাক। তাঁর মতে, দেশে কিছুটা মূল্যস্ফীতি রয়েছে, যার ফলে খাদ্যের দাম বেশি। বাজারে গিয়ে কেউ চাল কিনতে পারেননি, তা হয়নি।
নতুন প্রযুক্তি ও ধানের জাত বাজারে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী। তিনি বলেন, ‘এর মাধ্যমে খাদ্য নিরাপত্তাকে টেকসই করা সম্ভব হবে। আমাদের বিজ্ঞানীরা সরিষার অনেক সুন্দর জাত আবিষ্কার করেছেন। সেগুলো আমরা মাঠপর্যায়ে নিতে চাচ্ছি। একটা অতিরিক্ত ফসল হিসেবে সরিষা উৎপাদন হবে।’
অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ডিসেম্বরের শুরুতে ভোটের তফসিল দেওয়ার কথা বলেছে নির্বাচন কমিশন। নির্বাচনী হাওয়া জোরেশোরে বইতে শুরু করায় দলগুলো এখন সম্ভাব্য জোটের জন্য আসন ভাগাভাগির আলোচনায় গুরুত্ব দিচ্ছে।
২ ঘণ্টা আগেসেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভুয়া প্রোফাইল খুলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সতর্ক করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
৩ ঘণ্টা আগেদফায় দফায় ভারী বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে ছয় জেলার নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কয়েকটি স্থানে ইতিমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে পানি। এতে ডুবে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি ও ফসলের খেত। বাধ্য হয়ে অনেকে কাঁচা ধান কেটে ঘরে তুলছে। অনেকেই পরিবার নিয়ে আশ্রয় নিয়েছে নিরাপদ স্থানে।
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তিতে ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর সাত দিন পর গত মঙ্গলবার বেসরকারি মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, এই ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কার্যকলাপ সামঞ্জস্যপূর্ণ নয়।
৫ ঘণ্টা আগে