Ajker Patrika

৪৬ বছর পর বাংলাদেশ-ব্রিটেন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৬: ১৭
৪৬ বছর পর বাংলাদেশ-ব্রিটেন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক

১৯৭৪ সালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আনুষ্ঠানিক বৈঠক হয়েছিল। ৪৬ বছর পর আগামী বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) আবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।

১৯৭৪ সালের বৈঠকে অংশ নিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী কামাল হোসেন। আর যুক্তরাজ্যের পক্ষে বৈঠকে অংশ নেন তৎকালীন সেক্রেটারি অব স্টেট ফরেন অ্যান্ড কমনওয়েলথ অ্যাফেয়ার্স জেমস কালাগান।

এ ব্যাপারে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনার সাইদা মুনা তাসনিম জানান, দুই পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ব্রেক্সিট পরবর্তী অংশীদারত্বের কৌশল নিয়ে আলোচনা হবে। বৈঠকটি লন্ডনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়েও আলোচনায় আসবে। 

তিনি জানান, বৈঠকে সার্বিক বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি ব্রেক্সিট পরবর্তী বাণিজ্যিক সম্পর্ক, করোনা পরবর্তী টিকা সহযোগিতা ও অর্থনৈতিক অংশীদারত্ব এবং বাংলাদেশ ভ্রমণ বিষয়টি যুক্তরাজ্যের লাল তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টি আলোচনায় আসতে পারে। 

কপ-২৬-এর সভাপতি অলোক শর্মার সঙ্গেও বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। এ ছাড়া যুক্তরাজ্যের শীর্ষ থিংক ট্যাংক চাথাম হাউসে জলবায়ু নিয়ে বক্তৃতা দেবেন একে আবদুল মোমেন। এতে মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি ও বর্তমান স্পিকার মোহাম্মদ নাশিদসহ রাষ্ট্রদূত ও হাইকমিশনারেরা অংশ নেবেন। সেই সঙ্গে যুক্তরাজ্যের ব্যবসায়িক সংগঠনগুলোতে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের ৫০ বছর পূর্তি ও ব্রেক্সিট পরবর্তী অর্থনৈতিক সম্পর্ক নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। 

এর আগে বাংলাদেশ হাইকমিশনে আনুষ্ঠানিক ভাবে বঙ্গবন্ধু লাইব্রেরি উদ্বোধন করেন একে আবদুল মোমেন। এ ছাড়া যুক্তরাজ্যে বাংলাদেশি প্রবাসী ও শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। আর যুক্তরাজ্যের সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকের কথাও রয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত