Ajker Patrika

ডেঙ্গুতে গত ১৫ দিনে মৃত্যু আগের ৫ মাসের চেয়েও বেশি

আপডেট : ১৬ জুন ২০২৩, ১০: ০৭
ডেঙ্গুতে গত ১৫ দিনে মৃত্যু আগের ৫ মাসের চেয়েও বেশি

দেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত পাঁচ মাসে যতসংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে, গত ১৫ দিনে তার চেয়ে বেশি মানুষ মারা গেছে। গত পাঁচ মাসে মারা গেছে ১৩ জন।

এর মধ্যে জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিন, এপ্রিলে দুই ও মে মাসে দুইজন। তবে মার্চ মাসে কেউ মারা যায়নি। আর চলতি জুন মাসের প্রথম ১৫ দিনে ১৬ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায়ও (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) ডেঙ্গুতে আক্রান্ত একজন মারা গেছে। 

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৮৫ জন রোগী। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২৩৭ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে ৪৮ জন। চলতি জুন মাসের ১৫ দিনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার মানুষ।  

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭৬৬ জন এবং অন্যান্য বিভাগে ১৭১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৪ হাজার ৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। 

তাদের মধ্যে ঢাকায় ৩ হাজার ১৪৮ জন এবং ঢাকার বাইরে ৯৩৯ জন। এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩ হাজার ১২১ জন। ঢাকায় ২ হাজার ৩৫৮ জন এবং ঢাকার বাইরে ৭৬৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ২৯ জনের মৃত্যু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

মানবিক করিডর না ভূ-রাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত