Ajker Patrika

ফেব্রুয়ারিতে কারা হেফাজতে নারীসহ ১৪ বন্দীর মৃত্যু: এমএসএফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

এক মাসে কারা হেফাজতে একজন নারী বন্দীসহ মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। চলতি ফেব্রুয়ারি মাসে দেশের বিভিন্ন কারাগারে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। এর আগে জানুয়ারি মাসে কারা হেফাজতে ৮ জনের মৃত্যু হয়েছিল।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ‘মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদনে’ এমন তথ্য তুলে ধরেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে সংস্থাটি।

এমএসএফের মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদনের তথ্য অনুসারে, চলতি বছর ফেব্রুয়ারিতে কারা হেফাজতে মৃত্যু হওয়া ১৪ জনের মধ্যে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছয়জন, কাশিমপুরে কেন্দ্রীয় কারাগারে এক, যশোর কেন্দ্রীয় কারাগারে এক, সিলেট কেন্দ্রীয় কারাগারে এক, গাজীপুর জেলা কারাগারে এক, নওগাঁ জেলা কারাগারে এক, রাজবাড়ী জেলা কারাগারে এক নারী, খুলনা জেলা কারাগারে এক ও রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রান্না করার সময় গরম পানিতে পড়ে এক বন্দীর মৃত্যু হয়েছে।

এমএসএফ মনে করে, কারা অভ্যন্তরে চিকিৎসাব্যবস্থার উন্নতির পাশাপাশি, বন্দীদের নিরাপত্তা নিশ্চিত করে হেফাজতে মৃত্যুর কারণ যথাযথভাবে তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা প্রয়োজন।

এ ছাড়া যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তিনতলা ছাদ থেকে লাফিয়ে পড়ে ১৭ বছরের এক কিশোর গুরুতর আহত হয়। ২৫ ফেব্রুয়ারি যশোর শহরতলির পুলেরহাট এলাকায় শিশু উন্নয়ন কেন্দ্রে বেলা ২টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার হাসিব মোহাম্মদ আল হাসান জানান, ওই কিশোরের পায়ের দুই জায়গায় ফ্র্যাকচার হয়েছে, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত তার অবস্থা সম্পর্কে বলা যাবে না।

যশোর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) আবুবক্কার সিদ্দিকী বলেন, শিশু উন্নয়ন কেন্দ্রে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ছিল। বিকেলে পুরস্কার বিতরণ হয়েছে। প্রতিযোগিতা শেষে সুযোগ বুঝে ওই কিশোর পালানোর চেষ্টা করে।

এমএসএফ মনে করে, যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের মতো নিরাপত্তা বেষ্টনী একটি সংশোধনী কেন্দ্র থেকে কীভাবে একটি কিশোর পালিয়ে যেতে চায় তার একটি নিবিড় তদন্ত হওয়া প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত