অনলাইন ডেস্ক
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে জারি করা রুলের শুনানি আগামী বুধবার পর্যন্ত মূলতবি করা হয়েছে। আজ রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেন।
আজ রোববার চতুর্থ দিনের মতো শুনানির জন্য ওঠে। এদিন জামায়াতে ইসলামীর পক্ষে থাকা আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছিল আপিল বিভাগের রায়ের মাধ্যমে। সেই রায়ের বিরুদ্ধে তিনটি রিভিউ আবেদন নিষ্পত্তির জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করা আছে। সুপ্রিম কোর্টে যেটা নিষ্পত্তির জন্য থাকে তা হাইকোর্টে নিষ্পত্তি করা যায় না। এ সময় আদালত বলেন, বিবাদমান পক্ষ যারা আছেন, সবাই মিলে আলোচনা করেন কি করণীয়। পরে ১৩ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করা হয়।
আদেশের পর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, পঞ্চদশ সংশোধনী নিয়ে যে কয়েকটি বিষয়ে আলোচনা করা হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা।
হাইকোর্টে পঞ্চদশ সংশোধনীর শুনানি করতে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সাংবিধানিকতা নিয়ে একই ধরণের প্রশ্ন উত্থাপন করা হয়েছে। সুপ্রিম কোর্টে যেটা নিষ্পত্তির জন্য থাকে এই বিষয়টি হাইকোর্টে আগে নিষ্পত্তি করা যায় না, সমীচীন নয়। আদালত বলেছেন, এই বিষয়ে বিবাদমান পক্ষ যারা আছেন সবাই মিলে আলোচনা করবে কী করণীয়। আপিল বিভাগে রিভিউ নিষ্পত্তি হলে হাইকোর্টে রুল নিষ্পত্তি করতে সহজতর হবে।
এর আগে পাঁচজন বিশিষ্ট ব্যক্তির করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে গত ১৯ আগস্ট রুল জারি করেন হাইকোর্ট। আওয়ামী লীগ সরকারের সময় করা সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয় রুলে।
ওই রুলে আদালতকে সহায়তা করতে (ইন্টারভেনার হিসেবে) গত ২২ অক্টোবর জামায়াতের পক্ষে যুক্ত হন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আর ২৯ অক্টোবর বিএনপির পক্ষে যুক্ত হন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে জারি করা রুলের শুনানি আগামী বুধবার পর্যন্ত মূলতবি করা হয়েছে। আজ রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেন।
আজ রোববার চতুর্থ দিনের মতো শুনানির জন্য ওঠে। এদিন জামায়াতে ইসলামীর পক্ষে থাকা আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছিল আপিল বিভাগের রায়ের মাধ্যমে। সেই রায়ের বিরুদ্ধে তিনটি রিভিউ আবেদন নিষ্পত্তির জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করা আছে। সুপ্রিম কোর্টে যেটা নিষ্পত্তির জন্য থাকে তা হাইকোর্টে নিষ্পত্তি করা যায় না। এ সময় আদালত বলেন, বিবাদমান পক্ষ যারা আছেন, সবাই মিলে আলোচনা করেন কি করণীয়। পরে ১৩ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করা হয়।
আদেশের পর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, পঞ্চদশ সংশোধনী নিয়ে যে কয়েকটি বিষয়ে আলোচনা করা হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা।
হাইকোর্টে পঞ্চদশ সংশোধনীর শুনানি করতে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সাংবিধানিকতা নিয়ে একই ধরণের প্রশ্ন উত্থাপন করা হয়েছে। সুপ্রিম কোর্টে যেটা নিষ্পত্তির জন্য থাকে এই বিষয়টি হাইকোর্টে আগে নিষ্পত্তি করা যায় না, সমীচীন নয়। আদালত বলেছেন, এই বিষয়ে বিবাদমান পক্ষ যারা আছেন সবাই মিলে আলোচনা করবে কী করণীয়। আপিল বিভাগে রিভিউ নিষ্পত্তি হলে হাইকোর্টে রুল নিষ্পত্তি করতে সহজতর হবে।
এর আগে পাঁচজন বিশিষ্ট ব্যক্তির করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে গত ১৯ আগস্ট রুল জারি করেন হাইকোর্ট। আওয়ামী লীগ সরকারের সময় করা সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয় রুলে।
ওই রুলে আদালতকে সহায়তা করতে (ইন্টারভেনার হিসেবে) গত ২২ অক্টোবর জামায়াতের পক্ষে যুক্ত হন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আর ২৯ অক্টোবর বিএনপির পক্ষে যুক্ত হন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মানবিক সহায়তা পাঠানোর জন্য মিয়ানমারের রাখাইনের সঙ্গে ‘করিডর’ বা ‘প্যাসেজ’ চালুর বিষয়ে অন্তর্বর্তী সরকারের ‘নীতিগত সিদ্ধান্ত’ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক দলগুলো এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন।
৪ ঘণ্টা আগেদেশে এক শর মতো শিল্পে নেই ন্যূনতম মজুরিকাঠামো। এখনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাননি অনেক খাতের শ্রমিকেরা। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের ৮৫ শতাংশ শ্রমিকেরই নেই আইনি সুরক্ষা। পর্যাপ্ত মাতৃত্বকালীন ছুটি পান না নারী শ্রমিকেরা। ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতা, শ্রমিক সুরক্ষায় উল্লেখযোগ্য
১০ ঘণ্টা আগেআজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে আজ। এবারের মে দিবসের প্রতিপাদ্য হলো ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’।
১০ ঘণ্টা আগেদেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির আওতাধীন জেলাগুলোয় বিদ্যুৎ আইনে অপরাধের বিচারে আদালত রয়েছে মাত্র ১৯টি। সব জেলায় আদালত না থাকায় এক জেলার গ্রাহকদের মামলাসংক্রান্ত কাজে যেতে হচ্ছে অন্য জেলায়। আদালতের সংখ্যা কম থাকায় ভুগতে হচ্ছে মামলাজটে। সমস্যার সমাধানে আদালতের সংখ্যা বাড়াতে সম্প্রতি আইন...
১১ ঘণ্টা আগে