ঢাবিতে আলোচনা
ঢাবি প্রতিনিধি
সঠিকভাবে সমস্যা চিহ্নিত করে গতানুগতিক ধারার বাইরে চিন্তা করে রোহিঙ্গা সংকটের সমাধান করতে হবে। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক নিরাপত্তা: বাংলাদেশের প্রাসঙ্গিক বিবেচনাসমূহ’ শিরোনামের আলোচনায় বক্তাদের কথার মূল সুর ছিল এটি। ‘ইউনিটি ফর বাংলাদেশ’ আয়োজিত সভাটি অনুষ্ঠিত হয় সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে।
আলোচনা সভার শুরুতে লেখক ও গবেষক আলতাফ পারভেজ রোহিঙ্গা সংকট নিয়ে নিজস্ব অভিজ্ঞতাসমৃদ্ধ লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তব্য দেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংকটবিষয়ক বিশেষ প্রতিনিধি ড. খলিলুর রহমান, গবেষক সি আর আবরার, সশস্ত্র বাহিনী বিভাগের সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহফুজুর রহমান, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) নাঈম আশফাক চৌধুরী ও ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক ড. সায়মা আহমদ।
ড. খলিলুর রহমান বলেন, ‘রাখাইনের উদ্ভূত পরিস্থিতিতে আমাদের বেশ কিছু আশঙ্কা রয়েছে। এতে আরও বেশি রিফিউজি আসে কি না, এ বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোসহ বিভিন্নজনের সঙ্গে কথা বলেছি। আন্তর্জাতিক আইন মানার কথা জানিয়েছি। হুট করে কোনো সিদ্ধান্ত নিতে চাই না। পরিস্থিতি পর্যবেক্ষণ করে স্থায়ী সমাধান খোঁজার জন্য পদক্ষেপ নিতে হবে।’
সি আর আবরার বলেন, ‘নব্বইয়ের দশক থেকে রোহিঙ্গাদের ওপর সীমিত পর্যায়ের হত্যাযজ্ঞ চলছিল। তখন এ নিয়ে কেউ কথা বলেনি। এ সংকট সমাধানের জন্য আমাদের গতানুগতিকতার বাইরে চিন্তা করতে হবে।’
নাঈম আশফাক চৌধুরী বলেন, রোহিঙ্গা সমস্যা একমাত্রিক উৎস থেকে সৃষ্টি হয়নি। বিভিন্ন উৎস থেকে এতে প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ রয়েছে। সবার সঙ্গে আলোচনা করে এ সংকটের সমাধান করতে হবে।
মাহফুজুর রহমান বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এমন ৩০ হাজার শিশু রয়েছে, যারা ২০৩০ সালে প্রাপ্তবয়স্ক হবে। সঠিক শিক্ষা ও পরিবেশ ছাড়া তারা বড় হচ্ছে। যে কেউ চাইলে তাদের বিপথগামী করতে পারবে, এসব বিষয়ে সতর্কতা জরুরি।
ড. সায়মা আহমদ বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য সেখানকার নিরাপত্তা এবং স্বেচ্ছায় প্রত্যাবাসনসহ আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিগুলো মাথায় রাখতে হবে। তার জন্য এ বিষয়ে যেসব আন্তর্জাতিক সংগঠন কাজ করছে, তাদের সঙ্গে সমন্বয় করতে হবে।
সঠিকভাবে সমস্যা চিহ্নিত করে গতানুগতিক ধারার বাইরে চিন্তা করে রোহিঙ্গা সংকটের সমাধান করতে হবে। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক নিরাপত্তা: বাংলাদেশের প্রাসঙ্গিক বিবেচনাসমূহ’ শিরোনামের আলোচনায় বক্তাদের কথার মূল সুর ছিল এটি। ‘ইউনিটি ফর বাংলাদেশ’ আয়োজিত সভাটি অনুষ্ঠিত হয় সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে।
আলোচনা সভার শুরুতে লেখক ও গবেষক আলতাফ পারভেজ রোহিঙ্গা সংকট নিয়ে নিজস্ব অভিজ্ঞতাসমৃদ্ধ লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তব্য দেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংকটবিষয়ক বিশেষ প্রতিনিধি ড. খলিলুর রহমান, গবেষক সি আর আবরার, সশস্ত্র বাহিনী বিভাগের সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহফুজুর রহমান, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) নাঈম আশফাক চৌধুরী ও ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক ড. সায়মা আহমদ।
ড. খলিলুর রহমান বলেন, ‘রাখাইনের উদ্ভূত পরিস্থিতিতে আমাদের বেশ কিছু আশঙ্কা রয়েছে। এতে আরও বেশি রিফিউজি আসে কি না, এ বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোসহ বিভিন্নজনের সঙ্গে কথা বলেছি। আন্তর্জাতিক আইন মানার কথা জানিয়েছি। হুট করে কোনো সিদ্ধান্ত নিতে চাই না। পরিস্থিতি পর্যবেক্ষণ করে স্থায়ী সমাধান খোঁজার জন্য পদক্ষেপ নিতে হবে।’
সি আর আবরার বলেন, ‘নব্বইয়ের দশক থেকে রোহিঙ্গাদের ওপর সীমিত পর্যায়ের হত্যাযজ্ঞ চলছিল। তখন এ নিয়ে কেউ কথা বলেনি। এ সংকট সমাধানের জন্য আমাদের গতানুগতিকতার বাইরে চিন্তা করতে হবে।’
নাঈম আশফাক চৌধুরী বলেন, রোহিঙ্গা সমস্যা একমাত্রিক উৎস থেকে সৃষ্টি হয়নি। বিভিন্ন উৎস থেকে এতে প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ রয়েছে। সবার সঙ্গে আলোচনা করে এ সংকটের সমাধান করতে হবে।
মাহফুজুর রহমান বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এমন ৩০ হাজার শিশু রয়েছে, যারা ২০৩০ সালে প্রাপ্তবয়স্ক হবে। সঠিক শিক্ষা ও পরিবেশ ছাড়া তারা বড় হচ্ছে। যে কেউ চাইলে তাদের বিপথগামী করতে পারবে, এসব বিষয়ে সতর্কতা জরুরি।
ড. সায়মা আহমদ বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য সেখানকার নিরাপত্তা এবং স্বেচ্ছায় প্রত্যাবাসনসহ আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিগুলো মাথায় রাখতে হবে। তার জন্য এ বিষয়ে যেসব আন্তর্জাতিক সংগঠন কাজ করছে, তাদের সঙ্গে সমন্বয় করতে হবে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদি বৈঠক করেছেন। আজ বুধবার বিকেলে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন, দক্ষ জনশক্তি রপ্তানি, ভিসা চালু, বাণিজ্য-বিনিয়োগ ও সহযোগিতা
৮ মিনিট আগেরাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আজ বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের কাছে আবেদন করা
১ ঘণ্টা আগেসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানার পরিবারের সদস্যদের ৬ কোটি ২১ লাখ ৬১ হাজার ৫০০ টাকা মূল্যের বাড়ি ও জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার (৩০ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই
২ ঘণ্টা আগেমাত্র আট মাসে দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী, সরকারি অর্থ আত্মসাৎকারী ও ঋণখেলাপি অর্ধশতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১৩ হাজার কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক (জব্দ) ও অবরুদ্ধ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা করার পর আদালতের নির্দেশে এই ক্রোক ও অবরুদ্ধ করা হয়। দুদকের নথ
২ ঘণ্টা আগে