অনলাইন ডেস্ক
আগামীকাল জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে নাৎসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সেই সঙ্গে ঘোষণাপত্রে মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে বলেও জানান তাঁরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের আইনজীবী সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক আজকের পত্রিকাকে বলেন, একটা কথা বললেই সেটা কার্যকার হয়ে যাবে নাকি? তাঁদের বাকস্বাধীনতা আছে। তাঁরা দাবিদাওয়া তুলতেই পারেন। তাঁরা যেটা মনে করছেন সেটা তো বলতেই পারেন। তাঁরা তো আর সরকারের অংশ না। এটা তাঁদের একটি অবস্থান, সেটি তাঁরা ব্যক্ত করবেন।
শাহদীন মালিক বলেন, কিছু চাওয়া ব্যক্ত করলেই তো আর কার্যকর হয়ে যাবে না। তাঁরা তাঁদের যুক্তি বলুন। আমরা শুনি, জানি, বুঝি। তাঁদের দাবি অনুযায়ী সরকার সিদ্ধান্ত নেয় কি না, তখন বলা যাবে।
প্রায় একই কথা জানালেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। তিনি গতকাল বলেন, বক্তব্য দিয়ে তো আর সরকার চলে না। সিদ্ধান্ত হবে সরকারে। তারা (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন) তো আর সরকার না।
ছাত্রদের দাবির বিষয়ে মনজিল মোরসেদ আরও বলেন, এঁরা তো রাষ্ট্রপতির পদত্যাগও চেয়েছিলেন। পদত্যাগ কি হয়েছে? তাঁদের বক্তব্যে তো বহু কিছুই থাকতে পারে। সরকার করবে কি না, সেটা সরকার বলবে। সরকার যখন করবে, তখন সেটা বলা যাবে।
সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী শিহাব উদ্দিন খান বলেন, তাঁরা কী ধরনের ঘোষণাপত্র উপস্থাপন করবেন, সেটা এখনো স্পষ্ট না। তাঁরা বিপ্লবী সরকার ঘোষণা দিলে সেটা এখন বাস্তবায়ন সম্ভব না, কিংবা স্বকীয়তা পাবে না। সময় গড়িয়ে গেছে। সেটা ৫ আগস্টের পর করলে সম্ভব হতো।
আর এখন সংবিধান বাতিলের ঘোষণা করে বিপ্লবী সরকার ঘোষণা করতে গেলে বিশাল রাজনৈতিক জটিলতা তৈরি হবে বলে মনে করেন শিহাব উদ্দিন। তিনি বলেন, এতে করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে। তবে অন্তর্বর্তী সরকার এ অবস্থায় কী করে বা করতে পারবে, তা দেখার বিষয়।
আগামীকাল জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে নাৎসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সেই সঙ্গে ঘোষণাপত্রে মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে বলেও জানান তাঁরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের আইনজীবী সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক আজকের পত্রিকাকে বলেন, একটা কথা বললেই সেটা কার্যকার হয়ে যাবে নাকি? তাঁদের বাকস্বাধীনতা আছে। তাঁরা দাবিদাওয়া তুলতেই পারেন। তাঁরা যেটা মনে করছেন সেটা তো বলতেই পারেন। তাঁরা তো আর সরকারের অংশ না। এটা তাঁদের একটি অবস্থান, সেটি তাঁরা ব্যক্ত করবেন।
শাহদীন মালিক বলেন, কিছু চাওয়া ব্যক্ত করলেই তো আর কার্যকর হয়ে যাবে না। তাঁরা তাঁদের যুক্তি বলুন। আমরা শুনি, জানি, বুঝি। তাঁদের দাবি অনুযায়ী সরকার সিদ্ধান্ত নেয় কি না, তখন বলা যাবে।
প্রায় একই কথা জানালেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। তিনি গতকাল বলেন, বক্তব্য দিয়ে তো আর সরকার চলে না। সিদ্ধান্ত হবে সরকারে। তারা (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন) তো আর সরকার না।
ছাত্রদের দাবির বিষয়ে মনজিল মোরসেদ আরও বলেন, এঁরা তো রাষ্ট্রপতির পদত্যাগও চেয়েছিলেন। পদত্যাগ কি হয়েছে? তাঁদের বক্তব্যে তো বহু কিছুই থাকতে পারে। সরকার করবে কি না, সেটা সরকার বলবে। সরকার যখন করবে, তখন সেটা বলা যাবে।
সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী শিহাব উদ্দিন খান বলেন, তাঁরা কী ধরনের ঘোষণাপত্র উপস্থাপন করবেন, সেটা এখনো স্পষ্ট না। তাঁরা বিপ্লবী সরকার ঘোষণা দিলে সেটা এখন বাস্তবায়ন সম্ভব না, কিংবা স্বকীয়তা পাবে না। সময় গড়িয়ে গেছে। সেটা ৫ আগস্টের পর করলে সম্ভব হতো।
আর এখন সংবিধান বাতিলের ঘোষণা করে বিপ্লবী সরকার ঘোষণা করতে গেলে বিশাল রাজনৈতিক জটিলতা তৈরি হবে বলে মনে করেন শিহাব উদ্দিন। তিনি বলেন, এতে করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে। তবে অন্তর্বর্তী সরকার এ অবস্থায় কী করে বা করতে পারবে, তা দেখার বিষয়।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৭৩৯ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ২৫৫ জন।
৮ ঘণ্টা আগেসিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট ১৪ মে থেকে শুরু হচ্ছে। এদিন ৪১৯ যাত্রী নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মদিনার উদ্দেশে উড়াল দেবে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট।
৮ ঘণ্টা আগেভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্য বা সেভেন সিস্টার্স প্রসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজর জেনারেল এ এল এম ফজলুর রহমান সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন, সরকার তা সমর্থন করে না। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
১২ ঘণ্টা আগে‘ভাবি’ শব্দটা পুরুষতান্ত্রিক বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ‘আপনারা একে অপরকে ভাবি ভাবি করছেন। ভাবি শব্দটা কিছুটা পুরুষতান্ত্রিক। মানে আমি একটা পুরুষের মাধ্যমে ভাবি হচ্ছি। আপনারা ভাবি শব্দটাকে পরে ইতিবাচক কিছু করতে পারলে খুব ভালো হয়।’
১৩ ঘণ্টা আগে