Ajker Patrika

সাবেক আইজিপি বুরহানুল ইসলাম সিদ্দিকী আর নেই

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
আপডেট : ১৮ জুলাই ২০২১, ১২: ৩২
সাবেক আইজিপি বুরহানুল ইসলাম সিদ্দিকী আর নেই

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও সাবেক সচিব আবু ইউসুফ বুরহানুল ইসলাম সিদ্দিকী (এ ওয়াই বি আই সিদ্দিকী) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৭ জুলাই) দিবাগত মধ্যরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি বাংলাদেশের প্রথম সিভিল পিসকিপিং কন্টিনজেন্টের কমান্ডার ছিলেন।

রোববার সকালে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

জানা গেছে, সকালে গুলশানে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দুপুরে হবে রাজারবাগ পুলিশ লাইনসে। আজ বাদ আসর চট্টগ্রামের সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের রহমতনগর গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে। তিনি সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার এল কে সিদ্দিকীর ছোট ভাই।

ডিএমপির সূত্রে জানা গেছে, বুরহান সিদ্দিকী ১৯৯৮ সালের সেপ্টেম্বর থেকে ২০০০ সালের জুন পর্যন্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া তিনি পানিসম্পদ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব পদে তাঁর তৃতীয় চুক্তির মেয়াদ ২০০৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হয়। তিনি ২০০৪ সালে সরকারি চাকরি থেকে অবসর নেন। তারপর একাধিক আন্তর্জাতিক পানি গবেষণা, আইনশৃঙ্খলা ও উন্নয়ন প্রকল্পের এসএমই এবং পরামর্শক হিসেবে কাজ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত