নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত সাইবার স্পেসসহ দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সংক্রান্ত গেজেট পাওয়ার পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
সিইসি বলেন, ‘আমাদের কাজকর্ম দলের নিবন্ধন নিয়ে। সরকারের আদেশটি পেয়ে নিই। গেজেট হোক। এখন তো মিডিয়ায় দেখছি, আপনাদের কথা শুনছি। একজাক্টলি কোন ধারায়, কোন ল্যাঙ্গুয়েজে তারা কি করে, না করে। এটি তো সরকারি গেজেট পাওয়ার পর আমরা জানতে পারব। তখন আমরা বসে এ বিষয়ে একটি সিদ্ধান্ত নেব। আমি তো একা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। তবে গেজেট পাওয়ার পর আমরা অবশ্যই ব্যবস্থা নেব।’
বিষয়টি তবে ইসি কবে আলোচনায় বসবে জানতে চাইলে নাসির উদ্দিন বলেন, ‘আমরা তে এমনিতে সবসময়ই বসে আলোচনা করি। কালকে যদি গেজেট পেয়ে যাই, তাহলে ফরমালি বসতে হবে। কংক্রিট ডিসিশন নিতে হলে সরকারি গেজেট পেতে হবে।’
সরকারি গেজেট পেলে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে বলে যোগ করেন সিইসি।
এ বিষয়ে কথা হলে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘আমাদের প্রক্রিয়া হচ্ছে—যখনই আমরা আদেশটি পাব, তখনই আমরা আইনগতভাবে যে ব্যাখ্যা বিশ্লেষণ আছে, সেভাবে আমরা ব্যবস্থা নেব। এ জন্য আমাদের একটি কাগজ দরকার। সেটি পাওয়ার পরে আমরা আইনগত ভাবে যেটি হয় সেভাবে ব্যবস্থা নেব।’
তিনি আরও বলেন, ‘সরকারি কাগজ পাওয়ার পর বিষয়টি কমিশনে তুলে ধরব। তখন কমিশন সিদ্ধান্ত নেবে কী করবে।’
এর আগে গতকাল শনিবার রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতা-কর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে বলে তিনি জানান।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত সাইবার স্পেসসহ দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সংক্রান্ত গেজেট পাওয়ার পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
সিইসি বলেন, ‘আমাদের কাজকর্ম দলের নিবন্ধন নিয়ে। সরকারের আদেশটি পেয়ে নিই। গেজেট হোক। এখন তো মিডিয়ায় দেখছি, আপনাদের কথা শুনছি। একজাক্টলি কোন ধারায়, কোন ল্যাঙ্গুয়েজে তারা কি করে, না করে। এটি তো সরকারি গেজেট পাওয়ার পর আমরা জানতে পারব। তখন আমরা বসে এ বিষয়ে একটি সিদ্ধান্ত নেব। আমি তো একা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। তবে গেজেট পাওয়ার পর আমরা অবশ্যই ব্যবস্থা নেব।’
বিষয়টি তবে ইসি কবে আলোচনায় বসবে জানতে চাইলে নাসির উদ্দিন বলেন, ‘আমরা তে এমনিতে সবসময়ই বসে আলোচনা করি। কালকে যদি গেজেট পেয়ে যাই, তাহলে ফরমালি বসতে হবে। কংক্রিট ডিসিশন নিতে হলে সরকারি গেজেট পেতে হবে।’
সরকারি গেজেট পেলে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে বলে যোগ করেন সিইসি।
এ বিষয়ে কথা হলে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘আমাদের প্রক্রিয়া হচ্ছে—যখনই আমরা আদেশটি পাব, তখনই আমরা আইনগতভাবে যে ব্যাখ্যা বিশ্লেষণ আছে, সেভাবে আমরা ব্যবস্থা নেব। এ জন্য আমাদের একটি কাগজ দরকার। সেটি পাওয়ার পরে আমরা আইনগত ভাবে যেটি হয় সেভাবে ব্যবস্থা নেব।’
তিনি আরও বলেন, ‘সরকারি কাগজ পাওয়ার পর বিষয়টি কমিশনে তুলে ধরব। তখন কমিশন সিদ্ধান্ত নেবে কী করবে।’
এর আগে গতকাল শনিবার রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতা-কর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে বলে তিনি জানান।
দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের অবসান হয়েছিল গত বছরের ৫ আগস্ট ছাত্র-গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনে। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ চালানোর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। সমাজে আর মানুষের মনে জেগেছিল পাহাড়সম প্রত্যাশা। সেই সরকারের এক বছর পূর্ণ হচ্ছে আজ। মানুষ হিসাব করছে—কী চেয়েছিলাম
৬ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানের পর গত বছরের ৮ আগস্ট দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের এক বছরে ৬৯টি অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। এই সময়ে নতুন করা হয়েছে ৯টি অধ্যাদেশ।
৬ ঘণ্টা আগেবাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে অনুমোদিত পদের চেয়ে অতিরিক্ত ৩১৮ জন কর্মকর্তা কর্মরত। অতিরিক্ত এসব কর্মকর্তা রয়েছেন উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার (এসপি) পদে। তাঁদের অনেকে পদোন্নতি পেলেও দায়িত্ব পাচ্ছেন না। আবার অতিরিক্ত পদোন্নতির কারণে বেতন-ভাতায় সরকারের খরচ বেড়েছে।
৬ ঘণ্টা আগেরাতের ট্রেনযাত্রায় কেবিনে যাত্রীদের ঘুমানোর জন্য দেওয়া হয় বেডিং (চাদর, বালিশ, কম্বল)। এ জন্য টাকা টিকিটের সঙ্গে অন্তর্ভুক্ত থাকে। এই বেডিং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং মান উন্নয়নের জন্য চার্জ বাড়ানোর পরিকল্পনা করেছে বাংলাদেশ রেলওয়ে। এই বেডিং চার্জ বাড়ালে কেবিনের টিকিটের দাম, অর্থাৎ ভাড়াও বাড়বে।
৬ ঘণ্টা আগে