Ajker Patrika

আগামী নির্বাচন অংশগ্রহণমূলক করা ছাড়া বিকল্প নেই: ইলেকশন মনিটরিং ফোরাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী নির্বাচন অংশগ্রহণমূলক করা ছাড়া বিকল্প নেই: ইলেকশন মনিটরিং ফোরাম

ইলেকশন মনিটরিং ফোরামের (ইএমএফ) পরিচালক আব্দুল জব্বার খান বলেছেন, ‘বৃহৎ রাজনৈতিক দলগুলোকে নিয়ে দুইবার সংলাপের চেষ্টা করেও সংলাপে বসতে পারেননি এবং সেই কারণে নির্বাচন কমিশনের মধ্যে একটু হতাশা আছে—   আমরা যেটি বুঝলাম। তাদের সঙ্গে যদি সংলাপে বসতে পারতেন, তাহলে হয়তো অনেক সমস্যারই সমাধান হতে পারত।’

তিনি বলেন, ‘আগামী নির্বাচন অবশ্যই অংশগ্রহণমূলক করতে হবে। এর কোনো বিকল্প নেই। দায়িত্ব সরকারেরই প্রথম, কাজেই সংলাপের জন্য আমন্ত্রণ জানাতে হবে এবং সেই সংলাপের মাধ্যমে সমস্ত রাজনৈতিক দলকে অন্তর্ভুক্ত করে কীভাবে একটি সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচন করা যায়, সেই জন্য ব্যবস্থা নিতে হবে।’

আজ রোববার পাঁচ দেশের সাবেক ও বর্তমান প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারসহ একটি প্রতিনিধিদলের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন ইএমএফ সভাপতি। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইলেকশন মনিটরিং ফোরামের (ইএমএফ) ব্যানারে এ বৈঠকের আয়োজন করা হয়। 

এদিকে জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় করণীয় ঠিক করতে আগামীকাল সোমবার উচ্চ পর্যায়ের বৈঠকে বসবে নির্বাচন কমিশন। বৈঠকে সশস্ত্র বাহিনীর প্রিন্সপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক, র‍্যাব, বিজিবি, আনসার ও ভিডিপি, কোস্ট, গার্ড, এনএসআই, ডিজিএফআইয়ের মহাপরিচালক, এসবির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের উপস্থিত থাকার কথা রয়েছে।

এ ছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে আগামী মঙ্গলবার বৈঠকে বসবে ইসি। বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর নির্বাহী পরিচালক বা উপযুক্ত কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি ও মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) সচিবের বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত