Ajker Patrika

শ্রীলঙ্কায় বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ মে ২০২২, ২০: ২৯
শ্রীলঙ্কায় বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশিদের জন্য যেকোনো জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য হটলাইন চালু করেছে দেশটিতে থাকা বাংলাদেশ হাইকমিশন। আজ বুধবার এ তথ্য জানিয়েছে শ্রীলঙ্কায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

শ্রীলঙ্কায় বাংলাদেশ হাইকমিশন বলেছে, যেকোনো জরুরি পরিস্থিতিতে শ্রীলঙ্কায় থাকা বাংলাদেশি নাগরিকেরা বাংলাদেশ হাইকমিশনের ০৭৪ ২১৫ ৮৭৫০, ০৭১ ২৪০ ৬৩১৩—এই দুটি নম্বরে যোগাযোগ করতে পারবে।

কূটনৈতিক সূত্র বলছে, দেশটির বর্তমান পরিস্থিতি বিবেচনায় এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ শ্রীলঙ্কা ভ্রমণে তাদের নাগরিকদের সতর্ক করেছে। বাংলাদেশ এমন সতর্কতা জারি না করলেও হটলাইন চালু করছে। এতে করে সেখানে থাকা বাংলাদেশিরা কোনো বিপদে পড়লে হাইকমিশন দেশটির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সমাধানে পৌঁছানোর চেষ্টা করতে পারবে।

বিবিসির খবরে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রার ঘাটতির কারণে শ্রীলঙ্কা ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে। জ্বালানি, খাদ্য ও ওষুধের মতো প্রয়োজনীয় দ্রব্য সরবরাহে চরম ঘাটতি দেখা দিয়েছে। সরকার ও আইনপ্রণেতাদের জরুরি সমাধান খোঁজার আহ্বান জানিয়ে কয়েক দিন ধরে দেশব্যাপী সহিংস বিক্ষোভ চলছে।

গত এপ্রিলের প্রথম থেকে শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভ কিছুদিন ধরে সহিংস রূপ ধারণ করেছে। বিক্ষোভের দরুন এরই মধ্যে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন মাহিন্দা রাজাপক্ষে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত