Ajker Patrika

আদালত অবমাননা: হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন আলাল 

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৪ মে ২০২৪, ১৫: ০৭
আদালত অবমাননা: হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন আলাল 

বিচার বিভাগ সম্পর্কে বিরূপ মন্তব্য করার অভিযোগের বিষয়ে হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। 

আজ মঙ্গলবার বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের বেঞ্চে হাজির হয়ে তিনি আইনজীবীর মাধ্যমে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেন।

ভবিষ্যতে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন বলেও আবেদনে উল্লেখ করেন আলাল। পরে এ বিষয়ে আগামী সপ্তাহে আদেশ দেবেন জানিয়ে তাঁকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন আদালত।

মোয়াজ্জেম হোসেন আলালের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। 
তিনি বলেন, আলাল নিজেও এই বারের সদস্য। তিনি ক্ষমা চেয়েছেন। হাইকোর্ট তাঁকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে আলালের প্রচারিত বক্তব্যের ভিডিও গত ২৫ এপ্রিল প্রধান বিচারপতির নজরে আসে। পরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বিষয়টি বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের বেঞ্চে শুনানির জন্য পাঠান। গত ২৯ এপ্রিল হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে আলালকে তলব করেন এবং আদালত অবমাননার রুল জারি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

সাদাপাথর লুট: ৫১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পেয়েছে দুদক

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত