নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। বিজিবি কর্তৃক দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের এক মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে আসামির করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নুরউদ্দিনের বেঞ্চ এই প্রশ্ন তোলেন।
সেই সঙ্গে ওই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী ১৪ জুন রুল শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। এছাড়া মামলার কার্যক্রমও স্থগিত করা হয়েছে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিরা বিজিবি আইনের ১২ ধারা চ্যালেঞ্জ করেছিল। সেখানে বলা আছে তারা কোন কোন আইনে মামলা করতে পারবে। তবে সেখানে ১৯৭৪ সালে বিশেষ ক্ষমতা আইনে মামলার কথা উল্লেখ নেই। তাই মামলার কার্যক্রম স্থগিত করেছেন আদালত। এখন রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিজিবির কোনো সদস্য বিশেষ ক্ষমতা আইনে মামলা করতে পারবেন না।
এর আগে গত বছর বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করে বিজিবি। ওই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে আসামিদের বিরুদ্ধে কসবার আখাউড়া রেলওয়ে থানায় মামলা করা হয়। তদন্ত শেষে চার্জশিট দেয় পুলিশ। পরে এই অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন আসামি কামরুজ্জামান খান।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। বিজিবি কর্তৃক দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের এক মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে আসামির করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নুরউদ্দিনের বেঞ্চ এই প্রশ্ন তোলেন।
সেই সঙ্গে ওই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী ১৪ জুন রুল শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। এছাড়া মামলার কার্যক্রমও স্থগিত করা হয়েছে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিরা বিজিবি আইনের ১২ ধারা চ্যালেঞ্জ করেছিল। সেখানে বলা আছে তারা কোন কোন আইনে মামলা করতে পারবে। তবে সেখানে ১৯৭৪ সালে বিশেষ ক্ষমতা আইনে মামলার কথা উল্লেখ নেই। তাই মামলার কার্যক্রম স্থগিত করেছেন আদালত। এখন রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিজিবির কোনো সদস্য বিশেষ ক্ষমতা আইনে মামলা করতে পারবেন না।
এর আগে গত বছর বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করে বিজিবি। ওই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে আসামিদের বিরুদ্ধে কসবার আখাউড়া রেলওয়ে থানায় মামলা করা হয়। তদন্ত শেষে চার্জশিট দেয় পুলিশ। পরে এই অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন আসামি কামরুজ্জামান খান।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলনে অংশ নিতে নয় সদস্যের ভারতীয় প্রতিনিধিদল ঢাকায় পৌঁছেছে। বিএসএফ মহাপরিচালক শ্রী দালজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে দলটি সোমবার (২৫ আগস্ট) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
১ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে তৈরি হওয়া সংকটে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে ১২টি পশ্চিমা দেশ। ২০১৭ সালে বিপুলসংখ্যক রোহিঙ্গা অনুপ্রবেশের আট বছর পূর্তিতে দেশগুলো এ বিবৃতি দেয়।
২ ঘণ্টা আগেশিশুর সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ প্রজন্মের মানসম্মত বিকাশ নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ডে-কেয়ার সেন্টার প্রতিষ্ঠার তাগিদ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। আজ সোমবার (২৫ আগস্ট) রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০
২ ঘণ্টা আগেবীর মুক্তিযোদ্ধা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের বাসার সামনে মব তৈরি করে ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ সোমবার এক সংবাদ বিবৃতিতে এই নিন্দা প্রকাশ করে সংস্থাটি।
২ ঘণ্টা আগে