Ajker Patrika

বিজিবির বিশেষ ক্ষমতা আইনের মামলা নিয়ে প্রশ্ন হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ মে ২০২৩, ১০: ২১
বিজিবির বিশেষ ক্ষমতা আইনের মামলা নিয়ে প্রশ্ন হাইকোর্টের

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। বিজিবি কর্তৃক দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের এক মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে আসামির করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নুরউদ্দিনের বেঞ্চ এই প্রশ্ন তোলেন।

সেই সঙ্গে ওই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী ১৪ জুন রুল শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। এছাড়া মামলার কার্যক্রমও স্থগিত করা হয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিরা বিজিবি আইনের ১২ ধারা চ্যালেঞ্জ করেছিল। সেখানে বলা আছে তারা কোন কোন আইনে মামলা করতে পারবে। তবে সেখানে ১৯৭৪ সালে বিশেষ ক্ষমতা আইনে মামলার কথা উল্লেখ নেই। তাই মামলার কার্যক্রম স্থগিত করেছেন আদালত। এখন রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিজিবির কোনো সদস্য বিশেষ ক্ষমতা আইনে মামলা করতে পারবেন না।

এর আগে গত বছর বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করে বিজিবি। ওই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে আসামিদের বিরুদ্ধে কসবার আখাউড়া রেলওয়ে থানায় মামলা করা হয়। তদন্ত শেষে চার্জশিট দেয় পুলিশ। পরে এই অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন আসামি কামরুজ্জামান খান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত