Ajker Patrika

১৮-এর কম বয়সীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেয়নি সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৮-এর কম বয়সীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেয়নি সরকার

আঠারো বছরের কম বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্তের কথা জানে না স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিষ্ঠানটির টিকা কার্যক্রম ব্যবস্থাপনার সদস্যসচিব এবং মাতৃ ও শিশুস্বাস্থ্য কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক এ কথা বলেন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানান তিনি। 

শামসুল হক বলেন, ১৮ বছরের কম বয়সীদের টিকা দেওয়ার বিষয়টি নিয়ে সরকার চিন্তা করছে। ভবিষ্যতে যদি কোনো পরিকল্পনা আসে আপনাদের জানাতে পারবো। 

এর আগে গতকাল শনিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, বয়স ১৮ বছরের ওপরে হলেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনা অনুযায়ী যেকোনো ধরনের টিকা দেওয়া যাবে। আর ১২ বছরের বেশি হলে অন্যান্য দেশে যেভাবে দেওয়া হচ্ছে; বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে শিশুদের ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হচ্ছে, আমরাও এটি অনুসরণ করতে পারি। 

এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। কীভাবে শিক্ষা কার্যক্রম চলবে এবং শিক্ষার্থীদের ভ্যাকসিন কীভাবে দেওয়া যাবে সে বিষয়ে আজ আন্তমন্ত্রণালয় বৈঠক শুরু হয়েছে। 

স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, মেডিকেল শিক্ষার্থীদের ৮০ শতাংশের বেশি টিকা পেয়েছেন। প্রায় সব শিক্ষককেও টিকা দেওয়া শেষ। সে কারণে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে মেডিকেল কলেজ খুলতে সমস্যা হবে না। 

শামসুল হক বলেন, আমরা জানি আমাদের নিবন্ধনের সংখ্যা অনেক বেশি। ৩ কোটি ৮৪ লাখ মানুষ নিবন্ধন করেছেন। এখনো ১ কোটি ৯৩ লাখ লাখ মানুষ কোনো টিকাই পাননি। তাঁদের টিকা দেওয়া আমাদের প্রথম দায়িত্ব বলেই মনে করছি। এ জন্য টিকা বুথের সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে। সেই পরিমাণ জনবলও তৈরির ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগেরবারের মতো স্বাস্থ্য সহকারীদের এই কাজে যুক্ত করা গেলে হয়তো সহজ হবে। সামনে আরও টিকা এলে বুথ বাড়িয়ে অপেক্ষায় থাকাদের দ্রুত টিকা দেওয়া হবে। 

উল্লেখ্য, গত ২০ আগস্ট কোভিডের টিকার নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপের ‘পরিচয় যাচাই’ অপশনে ১৮ বছর বা তার বেশি বয়সী ছাত্রছাত্রীদের নিবন্ধনের নতুন একটি অপশন খোলা হয়। ওই সময় স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টারের (এমআইএস) পরিচালক এবং এইচআইএস অ্যান্ড ই-হেলথের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান সংবাদমাধ্যমকে জানা, শুধু শিক্ষার্থীদের জন্য নিবন্ধনের বয়স ১৮ বছর বা তার বেশি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত