Ajker Patrika

থার্ড টার্মিনাল চালুর প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে জাপানকে আহ্বান

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮: ৫৬
থার্ড টার্মিনাল চালুর প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে জাপানকে আহ্বান

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে বেবিচক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় থার্ড টার্মিনাল চালুর প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে রাষ্ট্রদূতকে আহ্বান জানান তিনি। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেবিচক জানিয়েছে, সাক্ষাৎকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু, জাপানি কোম্পানির সম্পৃক্ততা, লোন পেমেন্ট-সংক্রান্ত বিষয়সহ অন্যান্য পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। 

এ সময় বেবিচকের চেয়ারম্যান বাংলাদেশকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করার জন্য জাপানকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়া উভয় পক্ষই তৃতীয় টার্মিনাল চালুর প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। 

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ়করণসহ অ্যাভিয়েশন সেক্টরের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত