Ajker Patrika

৩ জেলায় পৌঁছেছে ৯০ হাজারের বেশি ডোজ করোনা টিকা

৩ জেলায় পৌঁছেছে ৯০ হাজারের বেশি ডোজ করোনা টিকা

ঢাকা: আজ বুধবার বাগেরহাট, কুমিল্লা ও বরিশালে পৌঁছেছে ৯০ হাজার ৪০০ ডোজ করোনা টিকা। আগামী ১৯ জুন থেকে এসব টিকা প্রদান করা হবে। এ জন্য যারা রেজিস্ট্রেশন করেছে তাঁদের সিরিয়াল অনুযায়ী মোবাইলে এসএমএস পাঠানো হবে। সেই ভিত্তিতে টিকা প্রদান করা হবে।

যার মধ্যে রয়েছে-বাগেরহাটের ১৬ হাজার ৮০০ ডোজ, কুমিল্লার ৩৩ হাজার ৬০০ ডোজ ও বরিশালের ৪০ হাজার ডোজ।

বাগেরহাট: আজ বুধবার বিকেলে বাগেরহাট সিভিল সার্জনের কার্যালয়ে টিকা বহনের জন্য ব্যবহৃত একটি বিশেষ গাড়িতে করে এই টিকা আসে। সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির প্রয়োজনীয় পরীক্ষা শেষে টিকা গ্রহণ করেন। আগামী ১৯ জুন থেকে নিবন্ধনকারীদের এই টিকা প্রদান করা হবে। তবে এসব টিকা প্রদানের ক্ষেত্রে সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থী, নার্সিং ও ম্যাটস শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ বেশ কিছু পেশার লোকদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির।

সিভিল সার্জন বলেন, 'আমরা চীনা কোম্পানি সিনোফার্মার ১৬ হাজার ৮০০ ডোজ টিকা পেয়েছি। এই টিকা প্রদানের ক্ষেত্রে নার্সিং ও ম্যাটসসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সে ক্ষেত্রে তাঁদের নিবন্ধন করতে হবে। তবে এর আগে যারা নিবন্ধন করেছেন তাঁরা এই টিকা গ্রহণ করতে পারবেন না। এ ছাড়াও যারা এক ডোজ নিয়েছেন কিন্তু দ্বিতীয় ডোজ নিতে পারেননি তাঁরাও এই টিকা গ্রহণ করতে পারবেন না।

উল্লেখ্য, এর আগে আটটি ধাপে বাগেরহাট জেলায় ৯৯ হাজার ডোজ টিকা এসেছিল। এই টিকা গ্রহণের জন্য ৯১ হাজার ৪৭১ জন মানুষ নিবন্ধন করেছিলেন। নিবন্ধিতদের মধ্যে ৫৪ হাজার ৭৮৭ জন প্রথম ডোজ নিয়েছেন এবং ৪০ হাজার ৭৬ জনকে দ্বিতীয় ডোজ দিতে পেরেছে স্বাস্থ্য বিভাগ।

কুমিল্লা: কুমিল্লায় আজ দুপুরে পাঠানো ৩৩ হাজার ৬০০ ডোজ টিকা গ্রহণ করেন, সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ। আগামী ১৯ জুন থেকে অগ্রাধিকার ভিত্তিতে কুমিল্লা মেডিকেল কলেজ, সেন্ট্রাল মেডিকেল কলেজ, ইস্টার্ন মেডিকেল কলেজ ও ময়নামতি মেডিকেল কলেজের মোট ২ হাজার ২০০ ছাত্রীদের প্রথমে এ ভ্যাকসিন দেওয়া হবে। এ ছাড়া কেন্দ্রের তালিকা অনুসারে জেলার বিভিন্ন উপজেলায় চিকিৎসক, স্বাস্থ্য সহকারী এবং সম্মুখসারির কর্মীদেরও আগে টিকা দেওয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদ।

বরিশাল: আজ বুধবার ভোরে ৪০ হাজার ডোজ করোনা টিকা নিয়ে টিকাবাহী গাড়ি পৌঁছালে তা গ্রহণ করেন বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এই টিকা আগামী ১৯ জুন থেকে প্রথম ডোজ হিসেবে ব্যবহার করা হবে বলেও জানান তিনি। এ ক্ষেত্রে যারা রেজিস্ট্রেশন করেছে তাঁদের সিরিয়াল অনুযায়ী মোবাইলে এসএমএস পাঠানো হবে।

টিকা গ্রহণের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহমেদ, বরিশাল জেলার সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেনসহ বাকি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে প্রায় এক মাস ধরে বন্ধ আছে বরিশালে প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম। করোনার টিকা শেষ হওয়ার কারণে এই কার্যক্রম বন্ধ হয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোয়ালন্দে ‘নুরাল পাগলার’ লাশ তুলে পুড়িয়ে দিল বিক্ষুব্ধরা, আহত অর্ধশত

পবায় মাইকে স্লোগান দিয়ে খানকা ভাঙচুর, নীরব ছিল দুই গাড়ি পুলিশ

২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও গণঅধিকারকে নিষিদ্ধ করতে হবে: শামীম পাটোয়ারী

গোয়ালন্দে পিরের আস্তানায় হামলায় ১ জন নিহত, আশঙ্কাজনক ৫

ভারত-যুক্তরাষ্ট্র উত্তেজনায় নতুন রণক্ষেত্র ‘টুথপেস্ট’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত