নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজের নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নাজমুল ছাড়াও তাঁর মা, ছোট ভাই শ্বশুরসহ পাঁচজনের সম্পদের বিষয়ে নোটিশ জারি করেছে দুদক।
আজ বুধবার (৩০ জুলাই) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন।
এজাহার থেকে জানা যায়, দুদকের দায়ের করা মামলায় বরখাস্ত হওয়া এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ১ কোটি ৭৫ লাখ ৪০ হাজার ৯২০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
দুদক জানায়, সংস্থাটির অনুসন্ধানে নাজমুলের মা নাজমা বেগমের স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ ৭ কোটি ৯৩ লাখ ৪১ হাজার টাকা এবং তাঁর নামে ৬৫ কোটি ৮০ হাজার ১০৭ টাকার ব্যাংক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
একইভাবে, নাজমুলের ছোট ভাই মো. এনামুল হোসেনের স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ ৮ কোটি ৪২ লাখ ৭৬ হাজার টাকা এবং তাঁর ব্যাংক লেনদেনের পরিমাণ ৮৩ কোটি ৩৩ লাখ ২৩ হাজার ৩১৬ টাকা।
নাজমুলের মামাতো ভাই নিজাম উদ্দিন পান্নার নামে রয়েছে ৭০ লাখ ৮০ হাজার টাকার স্থাবর-অস্থাবর সম্পদ এবং ২৬ কোটি ৩১ লাখ ৯৯ হাজার ৮১৫ টাকার ব্যাংক লেনদেন।
অন্যদিকে, নাজমুলের শ্বশুর এ কে এম ছায়াদাত হোসেন বকুলের স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ ৬ কোটি ২২ লাখ টাকা এবং ব্যাংক লেনদেন ৬৬ কোটি ১৫ লাখ ১০ হাজার ৯০৮ টাকা।
শ্বশুরের ব্যবসায়িক অংশীদার মো. মোস্তফা খানের স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ ৪ কোটি টাকা এবং তাঁর ব্যাংক লেনদেন ১২০ কোটি ৬৩ লাখ ৭৩ হাজার ৮১৮ টাকা।
দুদক সূত্র জানায়, নাজমুল হাসানের পরিবারের পাঁচ সদস্য ও আত্মীয়ের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়েছে। তারা প্রত্যেকেই নাজমুলের অর্জিত সম্পদ ভোগদখলে রেখেছেন এবং তাঁদের ব্যাংক লেনদেন অস্বাভাবিক বলে মনে হচ্ছে।
গত ১০ মার্চ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্লবী জোনের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজ ও তাঁর স্ত্রী সাদিয়া আইনুন নিশাতের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজের নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নাজমুল ছাড়াও তাঁর মা, ছোট ভাই শ্বশুরসহ পাঁচজনের সম্পদের বিষয়ে নোটিশ জারি করেছে দুদক।
আজ বুধবার (৩০ জুলাই) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন।
এজাহার থেকে জানা যায়, দুদকের দায়ের করা মামলায় বরখাস্ত হওয়া এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ১ কোটি ৭৫ লাখ ৪০ হাজার ৯২০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
দুদক জানায়, সংস্থাটির অনুসন্ধানে নাজমুলের মা নাজমা বেগমের স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ ৭ কোটি ৯৩ লাখ ৪১ হাজার টাকা এবং তাঁর নামে ৬৫ কোটি ৮০ হাজার ১০৭ টাকার ব্যাংক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
একইভাবে, নাজমুলের ছোট ভাই মো. এনামুল হোসেনের স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ ৮ কোটি ৪২ লাখ ৭৬ হাজার টাকা এবং তাঁর ব্যাংক লেনদেনের পরিমাণ ৮৩ কোটি ৩৩ লাখ ২৩ হাজার ৩১৬ টাকা।
নাজমুলের মামাতো ভাই নিজাম উদ্দিন পান্নার নামে রয়েছে ৭০ লাখ ৮০ হাজার টাকার স্থাবর-অস্থাবর সম্পদ এবং ২৬ কোটি ৩১ লাখ ৯৯ হাজার ৮১৫ টাকার ব্যাংক লেনদেন।
অন্যদিকে, নাজমুলের শ্বশুর এ কে এম ছায়াদাত হোসেন বকুলের স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ ৬ কোটি ২২ লাখ টাকা এবং ব্যাংক লেনদেন ৬৬ কোটি ১৫ লাখ ১০ হাজার ৯০৮ টাকা।
শ্বশুরের ব্যবসায়িক অংশীদার মো. মোস্তফা খানের স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ ৪ কোটি টাকা এবং তাঁর ব্যাংক লেনদেন ১২০ কোটি ৬৩ লাখ ৭৩ হাজার ৮১৮ টাকা।
দুদক সূত্র জানায়, নাজমুল হাসানের পরিবারের পাঁচ সদস্য ও আত্মীয়ের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়েছে। তারা প্রত্যেকেই নাজমুলের অর্জিত সম্পদ ভোগদখলে রেখেছেন এবং তাঁদের ব্যাংক লেনদেন অস্বাভাবিক বলে মনে হচ্ছে।
গত ১০ মার্চ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্লবী জোনের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজ ও তাঁর স্ত্রী সাদিয়া আইনুন নিশাতের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
বাংলাদেশ রেলওয়ের ৯০ শতাংশ ইঞ্জিনেরই (লোকোমোটিভ) মেয়াদ শেষ হয়ে গেছে। ৩০ থেকে ৬০ বছরের পুরোনো এসব ইঞ্জিন যাত্রাপথে বিকল হয়ে দুর্ভোগে ফেলছে যাত্রীদের। শুধু পণ্যবাহী, লোকাল বা মেইল নয়; কোনো কোনো আন্তনগর ট্রেনও চলছে কার্যকাল পেরিয়ে যাওয়া ইঞ্জিনে।
৬ ঘণ্টা আগেবিচারিক আদালতের রায়ে মৃত্যুদণ্ডাদেশ হলে আসামিকে কারাগারের কনডেম সেলে (নির্জন প্রকোষ্ঠ) পাঠানো হয়। মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে আসামিকে কনডেম সেলে রাখা ‘দুবার সাজা দেওয়ার শামিল’ উল্লেখ করে এই বিধান বাতিল করেছিলেন হাইকোর্ট। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই দিন পরই এই রায় স্থগিত করেন আপিল
৬ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী আন্দোলনে সারা দেশে চালানো হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা-বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে গতকাল রোববার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ অ্যাটর্নি জেনারেল ও
৬ ঘণ্টা আগেবাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) স্মার্ট ড্রাইভিং লাইসেন্স-সেবা নিয়ে আবারও অচলাবস্থা দেখা দিয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বর্তমানে প্রায় ৭ লাখ গ্রাহকের ড্রাইভিং লাইসেন্স ঝুলে আছে। ২০২০ সালের ২৯ জুলাই থেকে পাঁচ বছর মেয়াদে ভারতীয় প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স
৭ ঘণ্টা আগে