Ajker Patrika

উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল করে ‘অ্যাডহক’ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ৪৮
উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল করে ‘অ্যাডহক’ কমিটি গঠন

উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল করে ৯ সদস্যের ‘অ্যাডহক’ কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অ্যাডহক কমিটির আহ্বায়ক এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

‘উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি’ গঠন–সংক্রান্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০১৪ সালের ১২ মার্চের প্রজ্ঞাপনটি বাতিল করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গতকাল ১০ সেপ্টেম্বর এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

কমিটির অন্য সদস্যরা হলেন -উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা; উপজেলা সমাজসেবা কর্মকর্তা; উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার; ইনস্ট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার; উপজেলা প্রকৌশলী এবং নিকটস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুজন প্রধান শিক্ষক (একজন পুরুষ ও একজন নারী; উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত)।

পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত অ্যাডহক কমিটি বলবৎ থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...