কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
মানবাধিকার প্রতিষ্ঠায় সরকারের নানাবিধ সফলতার কথা জাতিসংঘের মানবাধিকার পরিষদে তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার মানবাধিকার রক্ষা এবং আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৪৯ তম অধিবেশনের উচ্চ পর্যায়ের বৈঠকে এক ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
জেনেভায় জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার এসব তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৪৯ তম অধিবেশন শুরু হয়েছে, যা আগামী ১ এপ্রিল শেষ হবে। ১ মার্চ ভিডিও বার্তায় লিঙ্গ সমতা প্রতিষ্ঠা ও নারীর ক্ষমতায়ন এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশের বিশেষ অর্জনের কথা উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া তিনি মানবাধিকার রক্ষা করে সফলভাবে করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারের সাফল্য তুলে ধরেন।
রোহিঙ্গাদের নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাখাইনে যথাযথ পরিবেশ তৈরি করে দ্রুত রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য মিয়ানমারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর চাপ প্রয়োগ করতে হবে।
আবদুল মোমেন বলেন, মিয়ানমার রোহিঙ্গা সমস্যা তৈরি করেছে, তাই এ সমস্যার সমাধান মিয়ানমারকেই করতে হবে। নিজ দেশ মিয়ানমারে ফিরতে পারা রোহিঙ্গাদের অধিকার।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই দায়িত্ব নিতে হবে। এ সময় তিনি মিয়ানমারে অত্যাচারের শিকার হওয়া রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার ওপরও জোর দেন।
পররাষ্ট্রমন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশসমূহের মানুষের ওপর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন। এ পরিপ্রেক্ষিতে তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গৃহীত আন্তর্জাতিক পদক্ষেপসমূহ ত্বরান্বিত করতে জাতিসংঘ মানবাধিকার পরিষদকে অবদান রাখার আহ্বান জানান। এ ছাড়া তিনি সকল অভিবাসীর মানবাধিকার রক্ষার ওপর জোর দেন।
মানবাধিকার প্রতিষ্ঠায় সরকারের নানাবিধ সফলতার কথা জাতিসংঘের মানবাধিকার পরিষদে তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার মানবাধিকার রক্ষা এবং আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৪৯ তম অধিবেশনের উচ্চ পর্যায়ের বৈঠকে এক ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
জেনেভায় জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার এসব তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৪৯ তম অধিবেশন শুরু হয়েছে, যা আগামী ১ এপ্রিল শেষ হবে। ১ মার্চ ভিডিও বার্তায় লিঙ্গ সমতা প্রতিষ্ঠা ও নারীর ক্ষমতায়ন এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশের বিশেষ অর্জনের কথা উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া তিনি মানবাধিকার রক্ষা করে সফলভাবে করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারের সাফল্য তুলে ধরেন।
রোহিঙ্গাদের নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাখাইনে যথাযথ পরিবেশ তৈরি করে দ্রুত রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য মিয়ানমারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর চাপ প্রয়োগ করতে হবে।
আবদুল মোমেন বলেন, মিয়ানমার রোহিঙ্গা সমস্যা তৈরি করেছে, তাই এ সমস্যার সমাধান মিয়ানমারকেই করতে হবে। নিজ দেশ মিয়ানমারে ফিরতে পারা রোহিঙ্গাদের অধিকার।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই দায়িত্ব নিতে হবে। এ সময় তিনি মিয়ানমারে অত্যাচারের শিকার হওয়া রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার ওপরও জোর দেন।
পররাষ্ট্রমন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশসমূহের মানুষের ওপর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন। এ পরিপ্রেক্ষিতে তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গৃহীত আন্তর্জাতিক পদক্ষেপসমূহ ত্বরান্বিত করতে জাতিসংঘ মানবাধিকার পরিষদকে অবদান রাখার আহ্বান জানান। এ ছাড়া তিনি সকল অভিবাসীর মানবাধিকার রক্ষার ওপর জোর দেন।
সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের নতুন বেতন কাঠামো নির্ধারণে সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫ গঠন করেছে সরকার। গতকাল বৃহস্পতিবার লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানকে সভাপতি করে সশস্ত্র বাহিনী বিভাগ নয় সদস্যের এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে।
১৯ মিনিট আগেমিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টার টম অ্যান্ড্রুস গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক এজেন্ডায় সামনে আনার জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন।
২ ঘণ্টা আগেসক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
১০ ঘণ্টা আগেবাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মাণাধীন ২৭০টি ফ্ল্যাটের সাময়িক বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে সেতু বিভাগের সম্মেলন কক্ষে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের...
১০ ঘণ্টা আগে