Ajker Patrika

সয়াবিন তেলের দাম কমল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ মার্চ ২০২২, ১৯: ৩২
সয়াবিন তেলের দাম কমল

আমদানি ও উৎপাদন পর্যায়ে সয়াবিন তেলের ওপর থেকে ভ্যাট কমানোর পর দাম নতুন করে নির্ধারণ করে দিয়েছে সরকার। সচিবালয়ে আজ রোববার তেল আমদানিকারকদের সঙ্গে বৈঠকের পর সয়াবিনের দাম নির্ধারণ করা হয়।

বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ বলেন, ‘খুচরা পর্যায়ে এক লিটার সয়াবিন তেলের দাম ১৬০ টাকা, ৫ লিটারের দাম ৭৬০ টাকা এবং এক লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আসছে ঈদুর ফিতর পর্যন্ত এ দাম কার্যকর থাকবে।

তপন কান্তি ঘোষ বলেন, ‘আর পাম তেলের দাম কীভাবে নির্ধারণ করা যায় সে জন্য এই তেলের রিফাইনারি সমিতি আরেকটু সময় নিয়েছে। আগামী ২২ মার্চ বসে এই তেলে দাম নির্ধারণ করব।’

সয়াবিন তেলের নতুন দাম সোমবার থেকে মিল গেটে কার্যকর হবে। খুচরা পর্যায়ে কার্যকর করতে ৫/৬ দিন লাগবে বলে জানান বাণিজ্যসচিব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত