Ajker Patrika

হুইপ সামশুল হককে অব্যাহতি দিল দুদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ মে ২০২৩, ২০: ০২
হুইপ সামশুল হককে অব্যাহতি দিল দুদক

ক্যাসিনো ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে দায়মুক্ত হলেন জাতীয় সংসদের হুইপ এবং চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁকে চলমান অনুসন্ধান থেকে অব্যাহতি দিয়েছে। আজ বুধবার সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেনের স্বাক্ষর করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত না হওয়ায় দুদক থেকে তা পরিসমাপ্ত (অভিযোগ থেকে অব্যাহতি) করা হয়েছে। ওই চিঠি মন্ত্রিপরিষদ বিভাগেও পাঠানো হয়েছে বলে জানানো হয়। 

দুদক সচিব মো. মাহবুব হোসেন আজকের পত্রিকাকে বলেন, যেকোনো অভিযোগ যাচাই-বাছাই শেষে দুদক আমলে নেয়। আমলে নেওয়া মানেই অভিযোগ সত্য—এটা বলা যাবে না। অনুসন্ধানের পর দেখা গেছে, মামলা দায়ের করার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। সে কারণে ওই অনুসন্ধানটি কমিশনের অনুমোদনক্রমে পরিসমাপ্তি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত