Ajker Patrika

চিকিৎসাসংশ্লিষ্টদের বিদেশে স্বীকৃতিতে হচ্ছে অ্যাক্রেডিটেশন কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৪: ৪১
চিকিৎসাসংশ্লিষ্টদের বিদেশে স্বীকৃতিতে হচ্ছে অ্যাক্রেডিটেশন কাউন্সিল

বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ (ডব্লিউএইচও) কয়েকটি আন্তর্জাতিক সংস্থার যৌথ টাস্কফোর্সের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসাসংশ্লিষ্টদের বিদেশে স্বীকৃতিতে দেশে অ্যাক্রেডিটেড হতে হবে। একটি কাউন্সিলের মাধ্যমে সেই অ্যাক্রেডিটেশন দিতে নতুন আইনের খসড়া অনুমোদন দিয়েছে সরকার। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ রোববার মন্ত্রিসভার বৈঠকে ‘চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন আইন, ২০২১’ খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। 

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক ব্রিফিংয়ে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং তাদের সংশ্লিষ্ট যত স্বাস্থ্য ব্যবস্থাপনা সংস্থা আছে, তাদের যৌথ টাস্কফোর্সের একটা সিদ্ধান্ত আছে, ২০২৪ সালের মধ্যে সবাইকে একটা মিনিমাম সিস্টেমের মধ্যে, অ্যাক্রেডিটেশনের মধ্যে আসতে হবে। যদি কোনো দেশ সেই অ্যাক্রেডিটেশনের মধ্যে না আসে, তাহলে সেই দেশের ডাক্তার কিংবা কোনো হেলথ টেকনিক্যাল লোকজন অন্য দেশে রিকোগনাইজড (স্বীকৃতি) হবেন না। তাঁরা বিদেশে চাকরি করতে যেতে পারবেন না। শিক্ষার্থীরা অন্য দেশে গিয়ে শিক্ষাও গ্রহণ করতে পারবেন না। 

২০২৩ সালের মধ্যে এই অ্যাক্রেডিটেশনের মধ্যে আসার সময়সীমা থাকলেও কোভিড-১৯-এর কারণে ২০২৪ সালের মধ্যে এই অ্যাক্রেডিটেশন নিশ্চিত করতে হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, উন্নত দেশে যদি আমাদের মেডিকেল শিক্ষা বা পেশাকে স্বীকৃতি দিতে হয় কিংবা দেশে এমবিবিএস করার পর শিক্ষার্থীদের অন্য দেশে উচ্চশিক্ষা নিতে হয়, তবে তাদের একটা অ্যাক্রেডিটেশন বোর্ডের আওতায় স্বীকৃতি গ্রহণ করতে হবে। এরই পরিপ্রেক্ষিতে আইনটি করা হচ্ছে।

খসড়া আইন অনুযায়ী ১৯ সদস্যের একটি অ্যাক্রেডিটেশন কাউন্সিল থাকবে। সেই কাউন্সিল অ্যাক্রেডিটেশনের বিষয়গুলো হ্যান্ডেল করবে। নীতিমালা বা ক্রাইটেরিয়াসহ সবকিছু প্রণয়ন করবে। আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে বাংলাদেশে অ্যাক্রেডিটেশনের মানদণ্ড নির্ধারণ করা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত