Ajker Patrika

এনসিপির চিঠির পর রাজনৈতিক দল নিবন্ধনের সময় ২ মাস বাড়াল ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১৯: ৪৬
সিইসি কার্যালয়ে এনসিপি প্রতিনিধি দল। ছবি: আজকের পত্রিকা।
সিইসি কার্যালয়ে এনসিপি প্রতিনিধি দল। ছবি: আজকের পত্রিকা।

নতুন রাজনৈতিক দলের আবেদনের সময় দুই মাস বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বেশ কয়েকটি দল সময় বাড়ানোর দাবিতে ইসি সচিবের কাছে এক চিঠি দেওয়ার পর এমন সিদ্ধান্ত নিল ইসি।

আজ রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক করে এনসিপির প্রতিনিধিদল।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আগামী ২২ জুন পর্যন্ত নতুন দলের নিবন্ধনের জন্য আবেদন করা যাবে। তিনি বলেন, ২০টি নতুন দল বিভিন্ন মেয়াদে সময় বাড়ানোর আবেদন করেছে। আর সাতটি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে।

ইসির আগের ঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ ২০ এপ্রিল নতুন দলের নিবন্ধন চেয়ে আবেদনের শেষ দিন ছিল।

এর আগে গত বৃহস্পতিবার নতুন দলের নিবন্ধনের জন্য ৯০ দিন সময় চেয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিবকে এক চিঠি দেয় এনসিপি। ওই চিঠিতে এনসিপি উল্লেখ করে, নির্বাচন কমিশনের বর্তমান কাঠামো ও ব্যক্তিদের নিয়োগ বিতর্কিত ২০২২ সালের আইন অনুসারে গঠিত সার্চ কমিটির মাধ্যমে সম্পন্ন হয়েছে। এ নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব, রাজনৈতিক প্রভাব ও নিরপেক্ষতা রক্ষায় ব্যর্থতার জন্য ব্যাপকভাবে সমালোচিত হয়েছে, যা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অপরিহার্য বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করছে। মৌলিক সংস্কারের আলোকে নির্বাচন কমিশন পুনর্গঠন, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, বিদ্যমান নিবন্ধিত দলের নিবন্ধন হালনাগাদ করাও আবশ্যক।

এই অবস্থায় অবিলম্বে নির্বাচন কমিশনসংক্রান্ত মৌলিক সংস্কারসাধন ও নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা অন্যূন ৯০ দিন বর্ধিতকরণের জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে।

ওই দিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের একান্ত সচিব আশরাফুল ইসলাম জানান, এখন পর্যন্ত ছয়টি দল আবেদন করলেও পাঁচটি দলই সময় বাড়ানোর আবেদন করেছে। একটি দল নিবন্ধনের আবেদন করলেও তা যথাযথ হয়নি। তাদের মধ্যে জাতীয় নাগরিক পার্টিও রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

তাহসান তো জিহাদিদের মতোই কথা বললেন: তসলিমা

১৫ শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ ইবির এক ছাত্রীর বিরুদ্ধে

ইসির তালিকায় ‘শাপলা’ নেই, বিকল্প প্রতীক নিতে হবে এনসিপিকে

মার্কা শাপলাই হতে হবে, না হলে নির্বাচন কীভাবে হয় দেখে নেব: সারজিস আলম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত