নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ভারতের সাথে সব সীমান্ত বন্ধ করেছে বাংলাদেশ। এ অবস্থা থাকবে আগামী ১০ দিন। যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাঁরা এর মধ্যেই দেশে ফিরতে পারবেন। তবে তাদেরকে ভারতে বাংলাদেশের হাইকমিশন থেকে থেকে ছাড়পত্র নিতে হবে। সেক্ষেত্রে তাদের ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।
লকডাউনের মেয়াদ ২৯ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত বাড়িয়ে বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
ভারতে করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনভাবে বেড়ে যাওয়ায় ২৬ এপ্রিল সকাল ৬টা থেকে আগামী ৯ মে বিকেল ৬টা পর্যন্ত দেশটির সঙ্গে সব স্থলবন্দর বন্ধ রেখেছে বাংলাদেশে। সীমান্ত বন্ধ থাকায় অনেক বাংলাদেশি ভারতে আটকা পড়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পণ্য পরিবহন ছাড়া ভারত থেকে স্থল, নৌ ও বিমানযোগে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
‘তবে শুধুমাত্র ভিসার মেয়াদ উত্তীর্ণ বাংলাদেশিরা ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের অনুমতি বা অনাপত্তি ছাড়পত্র গ্রহণ করে বিশেষ বিবেচনায় বাংলাদেশে প্রবেশ করতে পারবেন।’
হাই কমিশনের ছাড়পত্র নিয়ে সীমান্ত বন্ধের মধ্যে যারা দেশে ফিরবেন তাদের স্বাস্থ্য অধিদপ্তর প্রণীত বিধিনিষেধ কঠোরভাবে অনুসরণ করে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।
কোয়ারেন্টিন নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা বিভাগ, জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, নৌ পরিবহন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সরকার বলছে, মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও চীন থেকে আগত যাত্রীদের ভ্যাকসিন গ্রহণের সনদসহ নন-কভিড-১৯ সনদধারী যাত্রীরা নিজ বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন। সেক্ষেত্রে তাদেরকে সংশ্লিষ্ট থানাকে আগমন ও কোয়ারেন্টিনের বিষয়টি অবহিত করতে হবে।
মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও চীন থেকে আগত শুধুমাত্র নন-কোভিড-১৯ সনদধারীরা সরকার নির্ধারিত কোয়ারেন্টিনে ব্যবস্থায় থাকবেন। তিন থেকে পাঁচ দিনের মধ্যে চিকিৎসকরা তাদের পরীক্ষা করে সম্মতি দিলে নিজ বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন, যা নিজ নিজ থানাকে অবহিত করতে হবে।
মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও চীন বাদে অন্য দেশ থেকে বাংলাদেশে আসা যাত্রীদের সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
ঢাকা: ভারতের সাথে সব সীমান্ত বন্ধ করেছে বাংলাদেশ। এ অবস্থা থাকবে আগামী ১০ দিন। যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাঁরা এর মধ্যেই দেশে ফিরতে পারবেন। তবে তাদেরকে ভারতে বাংলাদেশের হাইকমিশন থেকে থেকে ছাড়পত্র নিতে হবে। সেক্ষেত্রে তাদের ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।
লকডাউনের মেয়াদ ২৯ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত বাড়িয়ে বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
ভারতে করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনভাবে বেড়ে যাওয়ায় ২৬ এপ্রিল সকাল ৬টা থেকে আগামী ৯ মে বিকেল ৬টা পর্যন্ত দেশটির সঙ্গে সব স্থলবন্দর বন্ধ রেখেছে বাংলাদেশে। সীমান্ত বন্ধ থাকায় অনেক বাংলাদেশি ভারতে আটকা পড়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পণ্য পরিবহন ছাড়া ভারত থেকে স্থল, নৌ ও বিমানযোগে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
‘তবে শুধুমাত্র ভিসার মেয়াদ উত্তীর্ণ বাংলাদেশিরা ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের অনুমতি বা অনাপত্তি ছাড়পত্র গ্রহণ করে বিশেষ বিবেচনায় বাংলাদেশে প্রবেশ করতে পারবেন।’
হাই কমিশনের ছাড়পত্র নিয়ে সীমান্ত বন্ধের মধ্যে যারা দেশে ফিরবেন তাদের স্বাস্থ্য অধিদপ্তর প্রণীত বিধিনিষেধ কঠোরভাবে অনুসরণ করে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।
কোয়ারেন্টিন নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা বিভাগ, জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, নৌ পরিবহন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সরকার বলছে, মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও চীন থেকে আগত যাত্রীদের ভ্যাকসিন গ্রহণের সনদসহ নন-কভিড-১৯ সনদধারী যাত্রীরা নিজ বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন। সেক্ষেত্রে তাদেরকে সংশ্লিষ্ট থানাকে আগমন ও কোয়ারেন্টিনের বিষয়টি অবহিত করতে হবে।
মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও চীন থেকে আগত শুধুমাত্র নন-কোভিড-১৯ সনদধারীরা সরকার নির্ধারিত কোয়ারেন্টিনে ব্যবস্থায় থাকবেন। তিন থেকে পাঁচ দিনের মধ্যে চিকিৎসকরা তাদের পরীক্ষা করে সম্মতি দিলে নিজ বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন, যা নিজ নিজ থানাকে অবহিত করতে হবে।
মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও চীন বাদে অন্য দেশ থেকে বাংলাদেশে আসা যাত্রীদের সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
সরকারি সফরে চীন গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ বৃহস্পতিবার চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন৷ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেনাবাহিনীর ভেরিফাইড পেইজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৫ মিনিট আগেপাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান সরকারি সফরে গতকাল বুধবার রাতে ঢাকা এসেছেন। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তানের মন্ত্রীকে স্বাগত জানান।
৯ মিনিট আগেসরকারি (অফিশিয়াল) ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতির তালিকায় ৩০তম দেশ হিসেবে যুক্ত হচ্ছে পাকিস্তান। বিশ্বের ২৯টি দেশের সঙ্গে বাংলাদেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। কিন্তু আশপাশের দেশ হিসেবে বাকি রয়ে গেছে পাকিস্তান।
৭ ঘণ্টা আগেরাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত ১৬৭ জনের মধ্যে বেশির ভাগের মাথার খুলি ছিল না বলে জানিয়েছেন সেখানকার সহযোগী অধ্যাপক ডা. মাহফুজুর রহমান। গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জবানবন্দিতে তিনি এই তথ্য দেন।
৭ ঘণ্টা আগে