নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাকিস্তান, ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান ও ইস্ট পাকিস্তান শব্দ যুক্ত আছে এমন আইনের তালিকা চেয়েছেন হাইকোর্ট। আর তালিকা করতে ৩০ দিনের মধ্যে পাঁচ সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে কমিটিকে বলা হয়েছে ৬০ দিনের মধ্যে তালিকা জমা দিতে।
আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক সচিবকে এই নির্দেশ দেওয়া হয়। সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিটের পরিপ্রেক্ষিতে সোমবার (৮ মে) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মুহাম্মদ শওকত আলী চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেন।
এ ছাড়া আইন অনুসারে দেশের প্রচলিত আইন থেকে পাকিস্তান, ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান ও ইস্ট পাকিস্তান শব্দ বাদ দিতে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল্লাহ আল মাসুদ ও আইনজীবী কামরুল ইসলাম। এর আগে রিটটি দায়ের করেন আইনজীবী মো. রবিউল আলম।
আইনজীবী কামরুল ইসলাম বলেন, ‘স্বাধীনের পর পাকিস্তান আমলের প্রচলিত আইনগুলো অ্যাডাপ্ট করা হয়। তবে ১৯৭৩ সালে করা রিভিশন ও ডিক্লারেশন অ্যাক্টে পাকিস্তান, ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান ও ইস্ট পাকিস্তান শব্দগুলো বাদ দিতে বলা হয়। তবে অনেক আইনে এখনো শব্দগুলো রয়ে গেছে।’
এর মধ্যে দ্য ক্যাটল (প্রিভেনশন অব ট্রেসপাস) অর্ডিন্যান্স, ১৯৫৯; দ্য ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি অর্ডিন্যান্স, ১৯৬১; দ্য এগ্রিকালচার ইউনিভার্সিটি অর্ডিন্যান্স, ১৯৬১; দ্য এগ্রিকালচারাল পেস্টস অর্ডিন্যান্স, ১৯৬২; দ্য ইনডিসেন্ট অ্যাডভার্টাইজমেন্টস প্রহিবিশন অ্যাক্ট, ১৯৬৩; দ্য সেন্সরশিপ অব ফিল্মস অ্যাক্ট, ১৯৬৩; দ্য পাইলটেজ অর্ডিন্যান্স, ১৯৬৯ এবং দ্য গভর্নমেন্ট লোকাল অথরিটি ল্যান্ডস অ্যান্ড বিল্ডিংস (রিকভারি অব পজেশন) অর্ডিন্যান্স, ১৯৭০ উল্লেখযোগ্য বলে জানান কামরুল ইসলাম।
পাকিস্তান, ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান ও ইস্ট পাকিস্তান শব্দ যুক্ত আছে এমন আইনের তালিকা চেয়েছেন হাইকোর্ট। আর তালিকা করতে ৩০ দিনের মধ্যে পাঁচ সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে কমিটিকে বলা হয়েছে ৬০ দিনের মধ্যে তালিকা জমা দিতে।
আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক সচিবকে এই নির্দেশ দেওয়া হয়। সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিটের পরিপ্রেক্ষিতে সোমবার (৮ মে) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মুহাম্মদ শওকত আলী চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেন।
এ ছাড়া আইন অনুসারে দেশের প্রচলিত আইন থেকে পাকিস্তান, ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান ও ইস্ট পাকিস্তান শব্দ বাদ দিতে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল্লাহ আল মাসুদ ও আইনজীবী কামরুল ইসলাম। এর আগে রিটটি দায়ের করেন আইনজীবী মো. রবিউল আলম।
আইনজীবী কামরুল ইসলাম বলেন, ‘স্বাধীনের পর পাকিস্তান আমলের প্রচলিত আইনগুলো অ্যাডাপ্ট করা হয়। তবে ১৯৭৩ সালে করা রিভিশন ও ডিক্লারেশন অ্যাক্টে পাকিস্তান, ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান ও ইস্ট পাকিস্তান শব্দগুলো বাদ দিতে বলা হয়। তবে অনেক আইনে এখনো শব্দগুলো রয়ে গেছে।’
এর মধ্যে দ্য ক্যাটল (প্রিভেনশন অব ট্রেসপাস) অর্ডিন্যান্স, ১৯৫৯; দ্য ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি অর্ডিন্যান্স, ১৯৬১; দ্য এগ্রিকালচার ইউনিভার্সিটি অর্ডিন্যান্স, ১৯৬১; দ্য এগ্রিকালচারাল পেস্টস অর্ডিন্যান্স, ১৯৬২; দ্য ইনডিসেন্ট অ্যাডভার্টাইজমেন্টস প্রহিবিশন অ্যাক্ট, ১৯৬৩; দ্য সেন্সরশিপ অব ফিল্মস অ্যাক্ট, ১৯৬৩; দ্য পাইলটেজ অর্ডিন্যান্স, ১৯৬৯ এবং দ্য গভর্নমেন্ট লোকাল অথরিটি ল্যান্ডস অ্যান্ড বিল্ডিংস (রিকভারি অব পজেশন) অর্ডিন্যান্স, ১৯৭০ উল্লেখযোগ্য বলে জানান কামরুল ইসলাম।
৪৬তম বিসিএসের প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা স্থগিতের পরও সংস্কার প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় পিএসসি সংস্কার দাবিতে ফের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে মিছিল শুরু হবে, পাশাপাশি দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতেও কর্মসূচি পালনের ডাক দে
১৮ মিনিট আগেভারত-পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশের সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদের (এসপি) সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
১ ঘণ্টা আগেসংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শিগগিরই কাজ শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে ৬১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের জন্য ৪০৫ টির মতো আবেদন এসেছে। আমরা সেগুলো বিবেচনায় নিয়ে আইন সংশোধনের গেজেট পেলেই কাজ শুরু করব।’
২ ঘণ্টা আগেপুলিশ বিভাগে একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে। আর ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হিসেবে রাজারবাগ টেলিকমে দায়িত্ব দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে