Ajker Patrika

শিশুদের টিকা দেওয়ার সিদ্ধান্ত শিগগিরই 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ২০: ৫৮
শিশুদের টিকা দেওয়ার সিদ্ধান্ত শিগগিরই 

স্কুলের শিশুদের করোনার টিকা দেওয়া হবে কিনা তা শিগগিরই জানা যাবে উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেছেন, প্রধানমন্ত্রী চান শিশুদের টিকা দেওয়া হোক। বিষয়টি নিয়ে আগামীকাল সরকারের উচ্চ পর্যায়ে বৈঠক আছে। সেখানেই সিদ্ধান্ত হবে। 

বুধবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। 

স্বাস্থ্যের মহাপরিচালক বলেন, শিশুদের টিকার আওতায় আনার ব্যাপারে সরকারের উদ্যোগের বিষয়টি আমরা স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে জেনেছি। 

তিনি বলেন, বাচ্চাদের টিকা দেওয়ার ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে এখনো কোনো ধরনের নির্দেশনা পাইনি। যুক্তরাষ্ট্রে শিশুদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। সেটা তাঁদের নিজেদের ব্যবস্থাপনায় নিজেদের প্রটোকলের মাধ্যমে। এখন আমাদের দেশেও হতে পারে। সরকারের উচ্চ পর্যায় যদি মনে করে, তাহলে সেটি হতে পারে। প্রধানমন্ত্রী চাচ্ছেন টিকা নিশ্চিত করেই স্কুল খোলা হোক। 

খুরশীদ আলম বলেন, দীর্ঘদিন ধরেই স্কুল-কলেজ বন্ধ থাকায় পড়াশোনা অনেকটাই স্থগিত অবস্থায় রয়েছে। যারা দীর্ঘদিন ধরে ঘরে থেকে থেকে নানা ধরনের অসুবিধায় পড়ছেন। টিকা দিয়ে তাঁদের স্কুল-কলেজে নিয়ে আসতে পারলে সেটা খুবই ভালো হবে। শিক্ষকদের এরই মধ্যে মোটামুটি টিকা দেওয়া শেষ। 

বিশ্ববিদ্যালয়ে বড় একটা অংশকে এরই মধ্যে টিকার আওতায় আনা হয়েছে। বাচ্চাদের আওতায় আনতে পারলে আরও ভালো হবে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত