রাজধানীর ঢাকার আদালত থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় বিভিন্ন ইমিগ্রেশন চেকপোস্টসহ সীমান্ত এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে চেকপোস্টগুলোতে সতর্কতার সঙ্গে পাসপোর্টধারী যাত্রী পারাপার করা হচ্ছে।
সাতক্ষীরা প্রতিনিধি: আজ সকাল থেকে সাতক্ষীরা সীমান্ত এলাকায় রেড অ্যালার্ট জারি পর থেকে ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের অধিকতর সতর্কতার সঙ্গে পারাপার করা হচ্ছে। এ ছাড়া সাতক্ষীরার ২৩৮ কিলোমিটার জল ও স্থল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নজরদারি বাড়ানো হয়েছে।
ভোমরা ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, জঙ্গিরা যাতে পাসপোর্টধারী যাত্রী বেসে সীমান্ত অতিক্রম করতে না পারে সে জন্য সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।
সাতক্ষীরা-৩৩ বিজিবির অপস অফিসার মেজর রেজা আহমেদ জানান, জঙ্গিদের ছবি সব বর্ডার অবজারভেশন পোস্টে (বিওপি) পাঠিয়ে সীমান্ত অঞ্চলে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে।
হিলি (দিনাজপুর) প্রতিনিধি: আজ সকাল থেকে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টসহ সীমান্ত এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি চেকপোস্ট ইমিগ্রেশন ওসি মো. বদিউজ্জামান।
জানা গেছে, হিলি চেকপোস্ট ও সীমান্তের অবৈধ পথে যাতে জঙ্গিরা পালিয়ে যেতে না পারে সে জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে থানা-পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিজিবি ও ইমিগ্রেশন কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ওসি বলেন, চেকপোস্ট ইমিগ্রেশন এলাকায় অতিরিক্ত সতর্কতার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। যারা ভারত যাচ্ছেন তাঁদের সঠিকভাবে পর্যবেক্ষণ করে অনুমতি প্রদান করা হচ্ছে। ইমিগ্রেশন ডেস্কে কর্তব্যরত অফিসারেরা প্রতিটি পাসপোর্ট সতর্কতার সঙ্গে দেখে সিল মেরে ভারত যাওয়ার অনুমতি প্রদান করছেন।
বিজিবি-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল ইসলাম বলেন, দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সীমান্তে রেড অ্যালার্ট ঘোষণার নির্দেশনা পেয়েছি। নির্দেশ আসার পর পরই পুরো সীমান্ত এলাকায় সতর্কতা বাড়ানো হয়। একই সঙ্গে সীমান্তের বিভিন্ন পয়েন্টে টহল বৃদ্ধি করা হয়েছে।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে বিশেষ সতর্ক থাকার জন্য চিঠি পাঠিয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চেকপোস্ট পুলিশের উপপরিদর্শক দেওয়ান মোর্শেদুল হক।
এ বিষয়ে উপপরিদর্শক বলেন, ‘আদালত থেকে দুই জঙ্গির ছবি ও ঠিকানা আমাদের দেওয়া হয়েছে। জঙ্গিদের ব্ল্যাক লিস্টেড করা হয়েছে।’
এই সম্পর্কিত আরও পড়ুন:
রাজধানীর ঢাকার আদালত থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় বিভিন্ন ইমিগ্রেশন চেকপোস্টসহ সীমান্ত এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে চেকপোস্টগুলোতে সতর্কতার সঙ্গে পাসপোর্টধারী যাত্রী পারাপার করা হচ্ছে।
সাতক্ষীরা প্রতিনিধি: আজ সকাল থেকে সাতক্ষীরা সীমান্ত এলাকায় রেড অ্যালার্ট জারি পর থেকে ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের অধিকতর সতর্কতার সঙ্গে পারাপার করা হচ্ছে। এ ছাড়া সাতক্ষীরার ২৩৮ কিলোমিটার জল ও স্থল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নজরদারি বাড়ানো হয়েছে।
ভোমরা ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, জঙ্গিরা যাতে পাসপোর্টধারী যাত্রী বেসে সীমান্ত অতিক্রম করতে না পারে সে জন্য সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।
সাতক্ষীরা-৩৩ বিজিবির অপস অফিসার মেজর রেজা আহমেদ জানান, জঙ্গিদের ছবি সব বর্ডার অবজারভেশন পোস্টে (বিওপি) পাঠিয়ে সীমান্ত অঞ্চলে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে।
হিলি (দিনাজপুর) প্রতিনিধি: আজ সকাল থেকে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টসহ সীমান্ত এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি চেকপোস্ট ইমিগ্রেশন ওসি মো. বদিউজ্জামান।
জানা গেছে, হিলি চেকপোস্ট ও সীমান্তের অবৈধ পথে যাতে জঙ্গিরা পালিয়ে যেতে না পারে সে জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে থানা-পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিজিবি ও ইমিগ্রেশন কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ওসি বলেন, চেকপোস্ট ইমিগ্রেশন এলাকায় অতিরিক্ত সতর্কতার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। যারা ভারত যাচ্ছেন তাঁদের সঠিকভাবে পর্যবেক্ষণ করে অনুমতি প্রদান করা হচ্ছে। ইমিগ্রেশন ডেস্কে কর্তব্যরত অফিসারেরা প্রতিটি পাসপোর্ট সতর্কতার সঙ্গে দেখে সিল মেরে ভারত যাওয়ার অনুমতি প্রদান করছেন।
বিজিবি-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল ইসলাম বলেন, দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সীমান্তে রেড অ্যালার্ট ঘোষণার নির্দেশনা পেয়েছি। নির্দেশ আসার পর পরই পুরো সীমান্ত এলাকায় সতর্কতা বাড়ানো হয়। একই সঙ্গে সীমান্তের বিভিন্ন পয়েন্টে টহল বৃদ্ধি করা হয়েছে।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে বিশেষ সতর্ক থাকার জন্য চিঠি পাঠিয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চেকপোস্ট পুলিশের উপপরিদর্শক দেওয়ান মোর্শেদুল হক।
এ বিষয়ে উপপরিদর্শক বলেন, ‘আদালত থেকে দুই জঙ্গির ছবি ও ঠিকানা আমাদের দেওয়া হয়েছে। জঙ্গিদের ব্ল্যাক লিস্টেড করা হয়েছে।’
এই সম্পর্কিত আরও পড়ুন:
‘অন্তত ২২৭ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি’—ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আহমেদের মধ্যে এমন কথোপকথনের বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
২৫ মিনিট আগেবেসরকারি টেলিভিশনের তিন সাংবাদিককে চাকরিচ্যুত করা, জুলাই গণ-অভ্যুত্থান-সম্পর্কিত মামলায় ৪ জেলায় কমপক্ষে ১৩৭ জন সাংবাদিককে আসামি করা এবং সংস্কৃতিকর্মীদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়েরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে উদ্বেগ জানিয়েছে
১ ঘণ্টা আগেত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী কয়েক মাসের মধ্যে বাস্তবায়নযোগ্য নির্বাচনী আইন-বিধিসংশ্লিষ্ট সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেনির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, নির্ধারিত সময়ে আইন মন্ত্রণালয়ের মতামত না আসায় আইনি বাধ্যবাধকতা থাকায় ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশ করা হয়েছে। আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ‘চতুর্থ কমিশন সভা’ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
২ ঘণ্টা আগে