নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, আগামী ৩ অক্টোবরের পর দেশে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হবে না। প্রথম ডোজের বাদ পড়া ব্যক্তিদের এর মধ্যেই টিকা নিতে হবে।
আজ শনিবার ঢাকায় ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকার কার্যক্রম সংক্রান্ত জাতীয় কর্মশালায় তিনি এ কথা জানান।
জাহিদ মালেক বলেন, ‘অনেক টিকার মেয়াদোত্তীর্ণের তারিখ শেষ হয়ে যাবে। টিকা নাও থাকতে পারে। দ্বিতীয় ডোজ দেওয়াও কষ্ট হয়ে যাবে।’
যারা টিকার প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ নেননি, তাঁদের দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘২৮ সেপ্টেম্বর থেকে টিকার ক্যাম্পেইন শুরু হবে। ৩ অক্টোবর পর্যন্ত চলবে। এরপর আগামী ১১ অক্টোবর থেকে জেলা ও উপজেলা পর্যায়ে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা কার্যক্রম শুরু হবে। সারা দেশে ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে এই টিকা দেওয়া হবে।’
করোনা বেড়ে গেলে শিক্ষা কার্যক্রম, অর্থনীতি, শিল্প-কারখানা ও চলাচল ব্যাহত হতে পারে এমন হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘এখনো প্রায় ৩৩ লাখ মানুষ প্রথম ডোজ নেননি। দ্বিতীয় ডোজ নেননি প্রায় ৯৪ লাখ মানুষ। মাস্ক পরা ভুলে গেছেন অনেকে। মাস্ক পরতে হবে।’
স্বাস্থ্য অধিদপ্তর থেকে আজ শনিবার দেওয়া তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার পর্যন্ত দেশে কমপক্ষে ১৩ কোটি ১০ লাখ ৭২ হাজার মানুষ প্রথম ডোজ, ১২ কোটি ১৫ লাখ ৩৭ হাজার মানুষ দ্বিতীয় ডোজ এবং ৪ কোটি ৪৭ লাখ ৮০ হাজার মানুষ তৃতীয় ডোজ টিকা নিয়েছেন।
করোনাভাইরাস প্রতিরোধে এ পর্যন্ত ৩২ কোটি ৩১ লাখ ৯ লাখ ৫০০ ডোজ টিকা আমদানি করা হয়েছে বলে গত ২৯ আগস্ট জাতীয় সংসদকে জানান স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, আগামী ৩ অক্টোবরের পর দেশে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হবে না। প্রথম ডোজের বাদ পড়া ব্যক্তিদের এর মধ্যেই টিকা নিতে হবে।
আজ শনিবার ঢাকায় ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকার কার্যক্রম সংক্রান্ত জাতীয় কর্মশালায় তিনি এ কথা জানান।
জাহিদ মালেক বলেন, ‘অনেক টিকার মেয়াদোত্তীর্ণের তারিখ শেষ হয়ে যাবে। টিকা নাও থাকতে পারে। দ্বিতীয় ডোজ দেওয়াও কষ্ট হয়ে যাবে।’
যারা টিকার প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ নেননি, তাঁদের দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘২৮ সেপ্টেম্বর থেকে টিকার ক্যাম্পেইন শুরু হবে। ৩ অক্টোবর পর্যন্ত চলবে। এরপর আগামী ১১ অক্টোবর থেকে জেলা ও উপজেলা পর্যায়ে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা কার্যক্রম শুরু হবে। সারা দেশে ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে এই টিকা দেওয়া হবে।’
করোনা বেড়ে গেলে শিক্ষা কার্যক্রম, অর্থনীতি, শিল্প-কারখানা ও চলাচল ব্যাহত হতে পারে এমন হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘এখনো প্রায় ৩৩ লাখ মানুষ প্রথম ডোজ নেননি। দ্বিতীয় ডোজ নেননি প্রায় ৯৪ লাখ মানুষ। মাস্ক পরা ভুলে গেছেন অনেকে। মাস্ক পরতে হবে।’
স্বাস্থ্য অধিদপ্তর থেকে আজ শনিবার দেওয়া তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার পর্যন্ত দেশে কমপক্ষে ১৩ কোটি ১০ লাখ ৭২ হাজার মানুষ প্রথম ডোজ, ১২ কোটি ১৫ লাখ ৩৭ হাজার মানুষ দ্বিতীয় ডোজ এবং ৪ কোটি ৪৭ লাখ ৮০ হাজার মানুষ তৃতীয় ডোজ টিকা নিয়েছেন।
করোনাভাইরাস প্রতিরোধে এ পর্যন্ত ৩২ কোটি ৩১ লাখ ৯ লাখ ৫০০ ডোজ টিকা আমদানি করা হয়েছে বলে গত ২৯ আগস্ট জাতীয় সংসদকে জানান স্বাস্থ্যমন্ত্রী।
শাকসবজি ও ফল সংরক্ষণের জন্য কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশবান্ধব সৌর প্রযুক্তির সহায়তায় ১০০টি ‘ফারমার্স মিনি কোল্ডস্টোরেজ’ স্থাপনের কার্যক্রম শুরু করেছে সরকার। চলতি বছরে এগুলোর নির্মাণকাজ শেষ হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
৫ ঘণ্টা আগেমেট্রোরেলের র্যাপিড পাস কার্ড এবার থেকে অনলাইনেই রিচার্জ করতে পারবে যাত্রীরা। তারা ঘরে বসেই র্যাপিড পাসের ওয়েবসাইট ব্যবহার করে মোবাইল বা কম্পিউটার থেকে সহজে রিচার্জ করতে পারবে। ফলে যাত্রীদের আর স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে রিচার্জ করার ধকল পোহাতে হবে না।
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গত বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে এ আহ্বান জানান তিনি...
৮ ঘণ্টা আগেপ্রকাশ্যে জোর করে এক বৃদ্ধের চুল ও চুলের জট কেটে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এ ধরনের আচরণ ‘বেআইনি ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন’ এবং ‘ব্যক্তির মর্যাদার ওপর সরাসরি আঘাত’ বলে প্রতিক্রিয়া জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।
১০ ঘণ্টা আগে