নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রমনার বটমূলে বোমা হামলা মামলায় আসামিদের সাজা কমিয়ে দুজনের যাবজ্জীবন ও ৯ জনের ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিল নিষ্পত্তি করে আজ মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ এ রায় দেন। এর আগে গত বৃহস্পতিবার আংশিক রায় ঘোষণা শেষে আজকের জন্য দিন ধার্য করা হয়েছিল।
এর আগে রমনার বটমূলে বোমা হামলার ঘটনায় ডেথ রেফারেন্স এবং জেল আপিল ও আপিলের শুনানি গত ১৮ ফেব্রুয়ারি শেষ হয়। পরে রায় ঘোষণার জন্য মামলাটি অপেক্ষমাণ রাখা হয়।
রমনার বটমূলে বোমা হামলার ঘটনায় করা মামলায় ২০১৪ সালের ২৩ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে মুফতি হান্নানসহ আটজনের মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
হাইকোর্ট বিচারিক আদালতে আটজনকে দেওয়া মৃত্যুদণ্ড কার্যকরের আবেদন খারিজ করেন এবং আসামিদের আপিল মঞ্জুর করে এই রায় দেওয়া হয়।
এর মধ্যে মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের মধ্যে মো. তাজউদ্দিনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে মুফতি হান্নানের অপর মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় তাঁর আপিল পরিসমাপ্তি ঘোষণা করা হয়। বাকি ছয় আসামির মৃত্যুদণ্ড থেকে কমে হয়েছে ১০ বছর করে কারাদণ্ড।
এ ছাড়া বিচারিক আদালতে যাবজ্জীবন পাওয়া ছয় আসামির মধ্যে আবদুর রউফ ও ইয়াহিয়া মারা যাওয়ায় তাঁদের আপিল পরিসমাপ্তি ঘোষণা করা হয়। ছয় আসামির মধ্যে কেবল শাহাদাতউল্লাহ জুয়েলের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। অন্যদিকে সাব্বির, শেখ ফরিদ ও আবু তাহেরের সাজা কমিয়ে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আসামিপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, সরওয়ার আহমেদ ও মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী।
উল্লেখ্য, ২০১৪ সালের রায়ের পর মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয় এবং কারাগারে থাকা আসামিরা পৃথক আপিল ও জেল আপিল করেন।
মুফতি হান্নান ছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন আকবর হোসেন, আরিফ হাসান সুমন, মো. তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, আবদুল হাই ও শফিকুর রহমান। তবে অপর এক মামলায় মুফতি হান্নানের মৃত্যুদণ্ড ইতিমধ্যে কার্যকর হয়েছে।
বিচারিক আদালতের রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন শাহাদাত উল্লাহ জুয়েল, সাব্বির, শেখ ফরিদ, আবদুর রউফ, ইয়াহিয়া ও আবু তাহের। এদিকে রায়ের পর থেকে পলাতক রয়েছেন মো. তাজউদ্দিন ও হাফেজ জাহাঙ্গীর আলম বদর।
রমনার বটমূলে বোমা হামলা মামলায় আসামিদের সাজা কমিয়ে দুজনের যাবজ্জীবন ও ৯ জনের ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিল নিষ্পত্তি করে আজ মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ এ রায় দেন। এর আগে গত বৃহস্পতিবার আংশিক রায় ঘোষণা শেষে আজকের জন্য দিন ধার্য করা হয়েছিল।
এর আগে রমনার বটমূলে বোমা হামলার ঘটনায় ডেথ রেফারেন্স এবং জেল আপিল ও আপিলের শুনানি গত ১৮ ফেব্রুয়ারি শেষ হয়। পরে রায় ঘোষণার জন্য মামলাটি অপেক্ষমাণ রাখা হয়।
রমনার বটমূলে বোমা হামলার ঘটনায় করা মামলায় ২০১৪ সালের ২৩ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে মুফতি হান্নানসহ আটজনের মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
হাইকোর্ট বিচারিক আদালতে আটজনকে দেওয়া মৃত্যুদণ্ড কার্যকরের আবেদন খারিজ করেন এবং আসামিদের আপিল মঞ্জুর করে এই রায় দেওয়া হয়।
এর মধ্যে মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের মধ্যে মো. তাজউদ্দিনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে মুফতি হান্নানের অপর মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় তাঁর আপিল পরিসমাপ্তি ঘোষণা করা হয়। বাকি ছয় আসামির মৃত্যুদণ্ড থেকে কমে হয়েছে ১০ বছর করে কারাদণ্ড।
এ ছাড়া বিচারিক আদালতে যাবজ্জীবন পাওয়া ছয় আসামির মধ্যে আবদুর রউফ ও ইয়াহিয়া মারা যাওয়ায় তাঁদের আপিল পরিসমাপ্তি ঘোষণা করা হয়। ছয় আসামির মধ্যে কেবল শাহাদাতউল্লাহ জুয়েলের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। অন্যদিকে সাব্বির, শেখ ফরিদ ও আবু তাহেরের সাজা কমিয়ে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আসামিপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, সরওয়ার আহমেদ ও মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী।
উল্লেখ্য, ২০১৪ সালের রায়ের পর মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয় এবং কারাগারে থাকা আসামিরা পৃথক আপিল ও জেল আপিল করেন।
মুফতি হান্নান ছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন আকবর হোসেন, আরিফ হাসান সুমন, মো. তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, আবদুল হাই ও শফিকুর রহমান। তবে অপর এক মামলায় মুফতি হান্নানের মৃত্যুদণ্ড ইতিমধ্যে কার্যকর হয়েছে।
বিচারিক আদালতের রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন শাহাদাত উল্লাহ জুয়েল, সাব্বির, শেখ ফরিদ, আবদুর রউফ, ইয়াহিয়া ও আবু তাহের। এদিকে রায়ের পর থেকে পলাতক রয়েছেন মো. তাজউদ্দিন ও হাফেজ জাহাঙ্গীর আলম বদর।
কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের জন্য দ্রুত মিসরের সঙ্গে পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে। একই সঙ্গে সাধারণ পাসপোর্টধারীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা দেওয়ার বিষয়টি বিবেচনা করবে দেশটি। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎকা
১১ মিনিট আগেঅবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মাতারবাড়ী আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্টের সাবেক পরিচালক জাহাঙ্গীর আলমের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে ২৯ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
১ ঘণ্টা আগেদেশীয় গরুর জাত হারিয়ে যাওয়ার বিনিময়ে আধুনিক জাতের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। আজ মঙ্গলবার (১৩ মে) রাজধানীর খামারবাড়ির কেআইবি মিলনায়তনে ‘দেশীয় গবাদিপশুর জাত উন্নয়ন
১ ঘণ্টা আগেসারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও পরোয়ানা ভুক্ত ১ হাজার ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৪৩ জন।
৩ ঘণ্টা আগে