অনলাইন ডেস্ক
আজকের পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত ‘রাজধানীর অপরাধজগতে নেতা-সন্ত্রাসীতে আঁতাত’ শিরোনামের প্রতিবেদনের এক অংশ প্রতিবাদ জানিয়েছেন মো. আব্বাস আলী। প্রতিবাদে তিনি উল্লেখ করেছেন, তাঁর নামের আগে যে বিশেষণ ব্যবহার করা হয়েছে, তার কোনো ভিত্তি নেই। তাঁর দাবি, জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন সরকারি কোনো নথি ও কাগজপত্রে কোথাও তাঁর নামের পূর্বে ‘কিলার’ শব্দ নেই।
২২ জানুয়ারি আব্বাস আলীর পক্ষে এ বিষয়ে ডাকযোগে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন আইনজীবী মো. বদরুল ইসলাম।
নোটিশে তিনি অনুরোধ করেছেন পত্রিকায় বিবৃতি আকারে এই প্রতিবাদ প্রকাশ করতে। তিনি উল্লেখ করেছেন, সামাজিকভাবে হেয় করতে এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকারের কারণে তাঁর নামের পূর্বে ‘কিলার’ শব্দ ব্যবহার করা হচ্ছে।
লিগ্যাল নোটিশে তিনি তাঁর মক্কেলের পক্ষে পত্রিকায় প্রকাশিত আরও এক অংশের প্রতিবাদ করেছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন, বিনা প্রমাণে কাফরুল ইব্রাহিমপুর ভাষানটেক ক্যান্টনমেন্ট এলাকায় চাঁদাবাজি করা-সংক্রান্ত যে অংশ উল্লেখ করা হয়েছে, তা মিথ্যা। একইভাবে ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতাল, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, হাসপাতালের নির্মাণকাজ ও মালপত্র সরবরাহকারী ঠিকাদারদের কাছ থেকে চাঁদা নেওয়া কিংবা তৈরি পোশাক কারখানার ঝুট ব্যবসা, ঠিকাদারি, ডিশ ও ইন্টারনেটের লাইনে সংযোগ দিতে চাঁদা নেওয়া-সংক্রান্ত বক্তব্যগুলো মিথ্যা ও কাল্পনিক।
প্রতিবেদকের বক্তব্য
মো. আব্বাস আলীর নামের আগে যে বিশেষণ ব্যবহার করা হয়েছে, তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য। আইনশৃঙ্খলা-সংক্রান্ত কাগজপত্রেও যা বারবার ব্যবহার করা হয়েছে। এ ছাড়া প্রতিবেদনে চাঁদাবাজির যে অংশ নিয়ে আপত্তি এসেছে, সেগুলো স্থানীয় ভুক্তভোগী, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষার অন্য বাহিনীর অভিযোগে উঠে এসেছে। প্রতিবেদনে প্রতিবেদকের নিজস্ব কোনো মন্তব্য করার সুযোগ নেই।
আজকের পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত ‘রাজধানীর অপরাধজগতে নেতা-সন্ত্রাসীতে আঁতাত’ শিরোনামের প্রতিবেদনের এক অংশ প্রতিবাদ জানিয়েছেন মো. আব্বাস আলী। প্রতিবাদে তিনি উল্লেখ করেছেন, তাঁর নামের আগে যে বিশেষণ ব্যবহার করা হয়েছে, তার কোনো ভিত্তি নেই। তাঁর দাবি, জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন সরকারি কোনো নথি ও কাগজপত্রে কোথাও তাঁর নামের পূর্বে ‘কিলার’ শব্দ নেই।
২২ জানুয়ারি আব্বাস আলীর পক্ষে এ বিষয়ে ডাকযোগে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন আইনজীবী মো. বদরুল ইসলাম।
নোটিশে তিনি অনুরোধ করেছেন পত্রিকায় বিবৃতি আকারে এই প্রতিবাদ প্রকাশ করতে। তিনি উল্লেখ করেছেন, সামাজিকভাবে হেয় করতে এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকারের কারণে তাঁর নামের পূর্বে ‘কিলার’ শব্দ ব্যবহার করা হচ্ছে।
লিগ্যাল নোটিশে তিনি তাঁর মক্কেলের পক্ষে পত্রিকায় প্রকাশিত আরও এক অংশের প্রতিবাদ করেছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন, বিনা প্রমাণে কাফরুল ইব্রাহিমপুর ভাষানটেক ক্যান্টনমেন্ট এলাকায় চাঁদাবাজি করা-সংক্রান্ত যে অংশ উল্লেখ করা হয়েছে, তা মিথ্যা। একইভাবে ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতাল, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, হাসপাতালের নির্মাণকাজ ও মালপত্র সরবরাহকারী ঠিকাদারদের কাছ থেকে চাঁদা নেওয়া কিংবা তৈরি পোশাক কারখানার ঝুট ব্যবসা, ঠিকাদারি, ডিশ ও ইন্টারনেটের লাইনে সংযোগ দিতে চাঁদা নেওয়া-সংক্রান্ত বক্তব্যগুলো মিথ্যা ও কাল্পনিক।
প্রতিবেদকের বক্তব্য
মো. আব্বাস আলীর নামের আগে যে বিশেষণ ব্যবহার করা হয়েছে, তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য। আইনশৃঙ্খলা-সংক্রান্ত কাগজপত্রেও যা বারবার ব্যবহার করা হয়েছে। এ ছাড়া প্রতিবেদনে চাঁদাবাজির যে অংশ নিয়ে আপত্তি এসেছে, সেগুলো স্থানীয় ভুক্তভোগী, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষার অন্য বাহিনীর অভিযোগে উঠে এসেছে। প্রতিবেদনে প্রতিবেদকের নিজস্ব কোনো মন্তব্য করার সুযোগ নেই।
যান্ত্রিক ত্রুটির কারণে ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকাগামী ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল।
৪ ঘণ্টা আগেপদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ঋণচুক্তির সময় ডিপিপিতে (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) উল্লেখ না থাকা কিছু কাজ পরে প্রয়োজনে যুক্ত হয়েছে। বাড়তি এসব কাজে খরচ হয়েছে ৭৭ মিলিয়ন মার্কিন ডলার (ডলারের বর্তমান বিনিময়হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৪৭ কোটি টাকা)। এই টাকা ঋণ দিতে অস্বীকৃতি জানিয়েছে প্রকল্পটিতে
১০ ঘণ্টা আগেজুলাই সনদের আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়ন পদ্ধতি কী হবে, তা নিয়ে আজ রোববার (১০ আগস্ট) থেকে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে তাঁরা প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টের মতামত, গণভোট ও অধ্যাদেশ জারির মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বলে একাধিক সূত্রে জানা
১৫ ঘণ্টা আগেপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে ৫টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে। দেশটির শ্রম বাজারের বাংলাদেশ থেকে সর্বোচ্চ জনশক্ত
১৫ ঘণ্টা আগে