Ajker Patrika

সরকারি আইন কর্মকর্তাদের ফি বাড়ল

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২০ মে ২০২১, ১৪: ৫৭
সরকারি আইন কর্মকর্তাদের ফি বাড়ল

ঢাকা: রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনাকারী সরকারি আইন কর্মকর্তাদের মাসিক রিটেইনার ফি চার থেকে পাঁচ গুণ পর্যন্ত বাড়িয়েছে সরকার। এর সঙ্গে মামলা শুনানির জন্য দৈনিক ফি এবং ভ্যালুয়েশন ফিও বাড়ানো হয়েছে।

সরকারি আইন কর্মকর্তা তথা জিপি, পিপি, বিশেষ পিপি, অতিরিক্ত জিপি, অতিরিক্ত পিপি, এজিপি, এপিপি এবং এলজিপিদের আরও দায়িত্বশীল ও দায়বদ্ধ করতে এই ফি বাড়ানো হয় বলে আজ বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আইন মন্ত্রণালয় বলছে, আইনমন্ত্রী আনিসুল হকের বিশেষ উদ্যোগে এসব ফি বাড়ানো হয়েছে। তার আগে কয়েক দফা আলোচনার পর অর্থ মন্ত্রণালয় ফি বাড়ানোর প্রস্তাবে সম্মতি দেয় এবং এতে প্রধানমন্ত্রীর সম্মতি নেওয়া হয়।

অর্থ মন্ত্রণালয়ের সম্মতি অনুযায়ী, জিপি, পিপি ও বিশেষ পিপিদের মাসিক রিটেইনার ফি বিভাগীয় শহরের ক্ষেত্রে ১৫ হাজার টাকা ও জেলা শহরের ক্ষেত্রে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আগে মেট্রোপলিটন এলাকায় এই ফি ৩ হাজার টাকা ও জেলা শহরে দেড় হাজার টাকা ছিল।

জিপিদের মামলা প্রতি মাসিক ভ্যালুয়েশন ফি পুনর্নির্ধারণ করে সর্বোচ্চ ৫ হাজার টাকা করা হয়েছে। আগে এই ফি ছিল সর্বোচ্চ ৩ হাজার টাকা। মামলার শুনানির জন্য পিপি ও বিশেষ পিপিদের দৈনিক ফি পূর্ণদিবসের জন্য ৬০০ টাকা এবং অর্ধদিবসের জন্য ৩০০ টাকা করা হয়েছে। আগে পূর্ণদিবসের জন্য ৫০০ টাকা ও অর্ধদিবসের জন্য ২৫০ টাকা ফি দেওয়া হতো।

অতিরিক্ত জিপি ও অতিরিক্ত পিপিদের মাসিক রিটেইনার বিভাগীয় শহরের ক্ষেত্রে ১২ হাজার টাকা ও জেলা শহরের ক্ষেত্রে ৯ হাজার টাকা করা হয়েছে। আগে মেট্রোপলিটন এলাকায় ৩ হাজার টাকা ও জেলা শহরের ক্ষেত্রে দেড় হাজার টাকা ফি ছিল।

এ ছাড়া অতিরিক্ত জিপিদের মামলার মাসিক ভ্যালুয়েশন ফি সর্বোচ্চ ৫ হাজার টাকা করা হয়েছে। আগে এই ফি ছিল সর্বোচ্চ ৩ হাজার টাকা। মামলার শুনানির জন্য অতিরিক্ত পিপিদের দৈনিক ফি পূর্ণদিবসের জন্য ৫০০ টাকা, অর্ধদিবসের জন্য ৩০০ টাকা করা হয়েছে। আগে পূর্ণদিবসের জন্য ৪০০ টাকা ও অর্ধদিবসের জন্য ২৫০ টাকা ফি ছিল।

এজিপি, এপিপি ও এলজিপিদের মাসিক রিটেইনার ফি বিভাগীয় শহরের ক্ষেত্রে ৬ হাজার টাকা ও জেলা শহরের ক্ষেত্রে ৪ হাজার টাকা করেছে সরকার। আগে এজিপি ও এলজিপিরা ৭৫০ টাকা হারে মাসিক রিটেইনার ফি পেলেও এপিপিরা কোনো ফি পেতেন না।

নতুন নিয়মে এজিপি ও এলজিপিদের মামলা প্রতি মাসিক ভ্যালুয়েশন ফি পুনর্নির্ধারণ করে সর্বোচ্চ ৫ হাজার টাকা করা হয়েছে। আগে এই ফি ছিল সর্বোচ্চ ৩ হাজার টাকা। মামলার শুনানির জন্য এপিপিদের দৈনিক ফি পূর্ণদিবসের জন্য ২৫০ টাকা আর অর্ধদিবসের জন্য ১৫০ টাকা করেছে সরকার। আগে পূর্ণদিবসের জন্য ২০০ টাকা ও অর্ধদিবসের জন্য ১০০ টাকা করে দেওয়া হতো।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

টাকা চুরি করতে দেখে ফেলায় দুই খালাকে হত্যা করে কিশোর: ডিবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত