কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
মিয়ানমারে চীনের প্রভাবে ভীত হয়ে বিরোধী পশ্চিমা দেশগুলো রাখাইনে সমস্যা তৈরি করছে বলে দাবি করেছেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ম্যান্তিৎস্কি। দেশগুলোর এসব তৎপরতা থেকে বাংলাদেশের জন্য ভালো কিছু হবে কি না, সে বিষয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রাখাইনে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষের উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘আরাকান আর্মি বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের রাখাইনে ফেরার বিপক্ষে। কারা এই আরাকান আর্মিকে সহযোগিতা করছে?’
ম্যান্তিৎস্কি বলেন, রোহিঙ্গাদের রাখাইনে পাঠাতে চীনের নেতৃত্বে বাংলাদেশ ও মিয়ানমারের যে ত্রিপক্ষীয় উদ্যোগ, তার বিরোধিতা করে থাকে পশ্চিমা দেশগুলো ও তাদের সমর্থিত বিভিন্ন সংস্থা। এসব দেশ রাখাইনে চলমান সংঘর্ষে আরাকান আর্মিকে সহযোগিতা করছে।
রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র ও জাপানসহ কয়েকটি দেশ রোহিঙ্গাদের নিজ নিজ দেশে নেওয়ার কথা বলে। কিন্তু কতজনকে এ পর্যন্ত নিয়েছে তাঁরা, সে বিষয়ে প্রশ্ন তোলেন তিনি।
ইউক্রেন প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি মিউনিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এ বিষয়ে দেশটির সঙ্গে যুদ্ধরত রাশিয়ার কী অবস্থান, এমন প্রশ্নে রাষ্ট্রদূত বলেন, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার ‘শান্তির জন্য’ পশ্চিমারা যে প্রস্তাব দিয়েছে, তা বাস্তবায়নে সমর্থন চাইতে জেলেনস্কি বৈঠকটি চেয়েছেন।
এসব ক্ষেত্রে পশ্চিমারা ‘দ্বৈত ভূমিকা’ নিয়ে থাকে, এমন মন্তব্য করে আলেক্সান্ডার ম্যান্তিৎস্কি বলেন, ‘বিশ্বের সব দেশের একই আন্তর্জাতিক রীতি-নীতি (রুলস-বেইজড অর্ডার) মেনে চলার কথা তারা বলে থাকে। কিন্তু গাজায় তারা কী করছে? বিভিন্ন মূল্যবোধের কথা তারা বলে থাকে। কিন্তু তাদের নিজেদের দেশে এসব মূল্যবোধ বাস্তবায়নের কী অবস্থা?’
বাংলাদেশে রুশ ঋণে চলমান প্রকল্পগুলোর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরীক্ষামূলকভাবে চলতি বছরের শেষদিকে চালু হবে বলে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন।
আর রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মুখে বাংলাদেশের সঙ্গে ডলারে লেনদেনে যে অসুবিধা চলছে, সে বিষয়ে রাষ্ট্রদূত জানান, এ বিষয়ে বাংলাদেশ ও রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক আলোচনা চালিয়ে যাচ্ছে।
চীনের ও ভারতের সঙ্গে যথাক্রমে ইউয়ান ও রুপিতে ও রুশ মুদ্রা রুবলে লেনদেন চালু আছে, এমন তথ্য দিয়ে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গেও টাকা ও রুবলে লেনদেন করা সম্ভব। তবে এসব ক্ষেত্রে কোনো অসুবিধা দেখা দিলে তৃতীয় কোনো দেশের মুদ্রায়ও লেনদেন হতে পারে।
মিয়ানমারে চীনের প্রভাবে ভীত হয়ে বিরোধী পশ্চিমা দেশগুলো রাখাইনে সমস্যা তৈরি করছে বলে দাবি করেছেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ম্যান্তিৎস্কি। দেশগুলোর এসব তৎপরতা থেকে বাংলাদেশের জন্য ভালো কিছু হবে কি না, সে বিষয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রাখাইনে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষের উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘আরাকান আর্মি বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের রাখাইনে ফেরার বিপক্ষে। কারা এই আরাকান আর্মিকে সহযোগিতা করছে?’
ম্যান্তিৎস্কি বলেন, রোহিঙ্গাদের রাখাইনে পাঠাতে চীনের নেতৃত্বে বাংলাদেশ ও মিয়ানমারের যে ত্রিপক্ষীয় উদ্যোগ, তার বিরোধিতা করে থাকে পশ্চিমা দেশগুলো ও তাদের সমর্থিত বিভিন্ন সংস্থা। এসব দেশ রাখাইনে চলমান সংঘর্ষে আরাকান আর্মিকে সহযোগিতা করছে।
রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র ও জাপানসহ কয়েকটি দেশ রোহিঙ্গাদের নিজ নিজ দেশে নেওয়ার কথা বলে। কিন্তু কতজনকে এ পর্যন্ত নিয়েছে তাঁরা, সে বিষয়ে প্রশ্ন তোলেন তিনি।
ইউক্রেন প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি মিউনিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এ বিষয়ে দেশটির সঙ্গে যুদ্ধরত রাশিয়ার কী অবস্থান, এমন প্রশ্নে রাষ্ট্রদূত বলেন, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার ‘শান্তির জন্য’ পশ্চিমারা যে প্রস্তাব দিয়েছে, তা বাস্তবায়নে সমর্থন চাইতে জেলেনস্কি বৈঠকটি চেয়েছেন।
এসব ক্ষেত্রে পশ্চিমারা ‘দ্বৈত ভূমিকা’ নিয়ে থাকে, এমন মন্তব্য করে আলেক্সান্ডার ম্যান্তিৎস্কি বলেন, ‘বিশ্বের সব দেশের একই আন্তর্জাতিক রীতি-নীতি (রুলস-বেইজড অর্ডার) মেনে চলার কথা তারা বলে থাকে। কিন্তু গাজায় তারা কী করছে? বিভিন্ন মূল্যবোধের কথা তারা বলে থাকে। কিন্তু তাদের নিজেদের দেশে এসব মূল্যবোধ বাস্তবায়নের কী অবস্থা?’
বাংলাদেশে রুশ ঋণে চলমান প্রকল্পগুলোর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরীক্ষামূলকভাবে চলতি বছরের শেষদিকে চালু হবে বলে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন।
আর রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মুখে বাংলাদেশের সঙ্গে ডলারে লেনদেনে যে অসুবিধা চলছে, সে বিষয়ে রাষ্ট্রদূত জানান, এ বিষয়ে বাংলাদেশ ও রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক আলোচনা চালিয়ে যাচ্ছে।
চীনের ও ভারতের সঙ্গে যথাক্রমে ইউয়ান ও রুপিতে ও রুশ মুদ্রা রুবলে লেনদেন চালু আছে, এমন তথ্য দিয়ে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গেও টাকা ও রুবলে লেনদেন করা সম্ভব। তবে এসব ক্ষেত্রে কোনো অসুবিধা দেখা দিলে তৃতীয় কোনো দেশের মুদ্রায়ও লেনদেন হতে পারে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বদ্ধপরিকর। তিনি সমাজে বিদ্যমান শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বিনষ্টের যেকোনো চেষ্টা রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
৬ ঘণ্টা আগেবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এসব কথা জানান।
৯ ঘণ্টা আগেএকজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ওঠা নারী নির্যাতনের অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই কর্মকর্তার নারী নির্যাতন-সংক্রান্ত একটি অভিযোগ প্রচার হয়েছে। তবে বিষয়টি প্রচারিত হওয়ার আগেই সেনাবাহিনী জানতে পেরে গুরুত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম
১০ ঘণ্টা আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করছে। এক বছরেরও বেশি সময় আগে রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে সহিংস বিক্ষোভ শুরু হওয়ার পর এটিই হবে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে প্রথম নির্বাচন।
১৭ ঘণ্টা আগে