নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজ বুধবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধ করছে বাংলাদেশ। গত মার্চ ও এপ্রিল মাসে আমদানি করা পণ্যের বিপরীতে বাংলাদেশকে ১ দশমিক ৮৭ বিলিয়ন মার্কিন ডলার (১৮৭ কোটি ডলার) পরিশোধ করতে হচ্ছে, যার সুদের হার নির্ধারণ করা হয়েছে ৪ দশমিক ৩২ শতাংশ। এ বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ২১ বিলিয়ন ডলারের ঘরে নেমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, বিগত তিন বছরের মধ্যে এটিই সর্বোচ্চ আকু পরিশোধ। এর আগে ২০২২ সালের জুলাই মাসে মে-জুনের আমদানির বিপরীতে ১ দশমিক ৯৬ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছিল।
বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ২০২২ সালের আগপর্যন্ত প্রতি দুই মাসে গড়ে প্রায় ২ বিলিয়ন ডলার আকুকে পরিশোধ করতে হতো। ডলার-সংকটের কারণে আমদানিতে বিভিন্ন নিয়ন্ত্রণ আরোপ করা হয়, যার ফলে আকু বিলের পরিমাণও কমে আসে। আকু সদস্যদেশগুলো থেকে আমদানি হ্রাস পাওয়াও এ পরিস্থিতির পেছনে একটি বড় কারণ।
বাংলাদেশ প্রতি দুই মাস অন্তর আকুর বিল পরিশোধ করে থাকে। সর্বশেষ জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের আমদানি বাবদ ১ দশমিক ৭৫ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছিল ৯ মার্চ, যার ফলে রিজার্ভ ২১ বিলিয়নের নিচে নেমে গিয়েছিল (বিপিএম-৬ মানদণ্ড অনুযায়ী)। তবে পরবর্তী মাসগুলোতে কিছুটা রিজার্ভ পুনরুদ্ধার হয়।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘আকু বিল পরিশোধের প্রক্রিয়া চলছে এবং আজকের মধ্যে পরিশোধ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে সাময়িকভাবে রিজার্ভ কমলেও উদ্বেগের কিছু নয়। দেশের মজুত রিজার্ভ এখনো স্বস্তিকর পর্যায়ে রয়েছে।’
আজ বুধবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধ করছে বাংলাদেশ। গত মার্চ ও এপ্রিল মাসে আমদানি করা পণ্যের বিপরীতে বাংলাদেশকে ১ দশমিক ৮৭ বিলিয়ন মার্কিন ডলার (১৮৭ কোটি ডলার) পরিশোধ করতে হচ্ছে, যার সুদের হার নির্ধারণ করা হয়েছে ৪ দশমিক ৩২ শতাংশ। এ বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ২১ বিলিয়ন ডলারের ঘরে নেমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, বিগত তিন বছরের মধ্যে এটিই সর্বোচ্চ আকু পরিশোধ। এর আগে ২০২২ সালের জুলাই মাসে মে-জুনের আমদানির বিপরীতে ১ দশমিক ৯৬ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছিল।
বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ২০২২ সালের আগপর্যন্ত প্রতি দুই মাসে গড়ে প্রায় ২ বিলিয়ন ডলার আকুকে পরিশোধ করতে হতো। ডলার-সংকটের কারণে আমদানিতে বিভিন্ন নিয়ন্ত্রণ আরোপ করা হয়, যার ফলে আকু বিলের পরিমাণও কমে আসে। আকু সদস্যদেশগুলো থেকে আমদানি হ্রাস পাওয়াও এ পরিস্থিতির পেছনে একটি বড় কারণ।
বাংলাদেশ প্রতি দুই মাস অন্তর আকুর বিল পরিশোধ করে থাকে। সর্বশেষ জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের আমদানি বাবদ ১ দশমিক ৭৫ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছিল ৯ মার্চ, যার ফলে রিজার্ভ ২১ বিলিয়নের নিচে নেমে গিয়েছিল (বিপিএম-৬ মানদণ্ড অনুযায়ী)। তবে পরবর্তী মাসগুলোতে কিছুটা রিজার্ভ পুনরুদ্ধার হয়।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘আকু বিল পরিশোধের প্রক্রিয়া চলছে এবং আজকের মধ্যে পরিশোধ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে সাময়িকভাবে রিজার্ভ কমলেও উদ্বেগের কিছু নয়। দেশের মজুত রিজার্ভ এখনো স্বস্তিকর পর্যায়ে রয়েছে।’
যান্ত্রিক ত্রুটির কারণে ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকাগামী ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল।
৪ ঘণ্টা আগেপদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ঋণচুক্তির সময় ডিপিপিতে (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) উল্লেখ না থাকা কিছু কাজ পরে প্রয়োজনে যুক্ত হয়েছে। বাড়তি এসব কাজে খরচ হয়েছে ৭৭ মিলিয়ন মার্কিন ডলার (ডলারের বর্তমান বিনিময়হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৪৭ কোটি টাকা)। এই টাকা ঋণ দিতে অস্বীকৃতি জানিয়েছে প্রকল্পটিতে
১০ ঘণ্টা আগেজুলাই সনদের আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়ন পদ্ধতি কী হবে, তা নিয়ে আজ রোববার (১০ আগস্ট) থেকে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে তাঁরা প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টের মতামত, গণভোট ও অধ্যাদেশ জারির মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বলে একাধিক সূত্রে জানা
১৫ ঘণ্টা আগেপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে ৫টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে। দেশটির শ্রম বাজারের বাংলাদেশ থেকে সর্বোচ্চ জনশক্ত
১৫ ঘণ্টা আগে